Ajker Patrika

বসবাসের জন্য বিশ্বে সবচেয়ে ব্যয়বহুল শহর যেগুলো

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১১: ৫৮
বসবাসের জন্য বিশ্বে সবচেয়ে ব্যয়বহুল শহর যেগুলো

সারা বিশ্বে ২০২১ সাল একটি কঠিন বছর হিসেবে পার হয়েছে। গত বুধবার ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের প্রকাশিত নতুন গবেষণামতে, সরবরাহ চেইন ও ভোক্তা চাহিদার পরিবর্তন অনেক বড় শহরে জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিয়েছে। গত পাঁচ বছরের মধ্যে এ বছরই রেকর্ড মুদ্রাস্ফীতি দেখা গেছে।

প্রকাশিত গবেষণায় জীবনযাত্রার ব্যয়ের সূচকে পঞ্চম থেকে প্রথম স্থানে উঠে এসেছে ইসরায়েলের রাজধানী তেল আবিব, যা অনেক দ্রুত পরিবর্তন হয়েছে। তেল আবিব এই প্রথম শীর্ষস্থানে উঠে এসেছে। গত বছর প্রথম স্থানে ছিল ফ্রান্সের রাজধানী প্যারিস। এবার সিঙ্গাপুরের সঙ্গে যৌথভাবে দুইয়ে আছে প্যারিস।

গবেষণার জীবনযাত্রার সূচকে তেল আবিবের পরিবহন খরচ, মার্কিন ডলারের বিপরীতে দেশীয় মুদ্রা শেকেলের দাম কমে যাওয়ায়কে দায়ী করা হয়েছে। 

২০২১ সালে ওয়ার্ল্ডওয়াইড কস্ট অব লিভিং ইনডেক্স ১৭৩ শহরের জীবনযাত্রার মান নিয়ে গবেষণা করেছে, যা গত বছরের চেয়ে ৪০টি বেশি। ২০০টিরও বেশি দৈনন্দিন পণ্য ও পরিষেবার দামের তুলনা করে সূচক করা হয়েছে।

যৌথভাবে দুইয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসপ্রায় তিন দশকেরও বেশি সময় ধরে এই জরিপ পরিচালিত হচ্ছে। প্রতিবছর মার্চ ও সেপ্টেম্বরের ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের দিল তথ্য সংগ্রহ করে। তথ্য সংগ্রহ করে নিউইয়র্ক সিটিতে দামের সঙ্গে মানদণ্ড নির্ধারণ করে। তাই মার্কিন ডলারের বিপরীতে শক্তিশালী মুদ্রার দেশগুলো অবস্থানে এগিয়ে থাকে। 

সূচকে জুরিখ ও হংকং যথাক্রমে ৪ ও ৫ নম্বরে রয়েছে। নিউইয়র্ক, জেনেভা, কোপেনহেগেন, লস অ্যাঞ্জেলেস ও ওসাকা রয়েছে শীর্ষদশে। 

র‍্যাংকিংয়ে ইউরোপীয় ও উন্নত এশীয় শহরগুলোর আধিপত্য দেখা গেছে। অন্যদিকে নিচের দিকে আছে মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং এশিয়ার কম ধনী শহরগুলো। 

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান উপাসনা দত্ত একটি বিবৃতিতে বলেছেন, যদিও সারা বিশ্বে কোভিড টিকা দেওয়ার কারণে অনেক দেশ অর্থনীতি পুনরুদ্ধার করছে। তবে কিছু দেশে আবারও করোনা শনাক্ত হওয়ায় সামাজিক বিধিনিষেধ বাড়ছে, যার ফলে ঘাটতি ও উচ্চমূল্য বেড়েছে। 

যৌথভাবে দুইয়ে সিঙ্গাপুরউপাসনা দত্ত আরও বলেন, এ বছরের সূচকে পেট্রলের মূল্যবৃদ্ধি বিশেষ করে প্রকটভাবে প্রভাব ফেলেছে। কিন্তু সব শহরেই দাম বাড়েনি। আমাদের র‌্যাঙ্কিংয়ের নিচের দিকে থাকা অনেক শহরই দাম স্থবির বা এমনকি পতনও দেখেছে, আংশিক কারণে মার্কিন ডলারের বিপরীতে তাদের মুদ্রাস্ফীতি হয়েছে৷  

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের রিপোর্টে বলা হয়েছে, সূচকের আওতায় থাকা পণ্য ও পরিষেবার দাম স্থানীয় মুদ্রার পরিপ্রেক্ষিতে বছরে ৩ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা গত বছরের এই সময়ে মাত্র ১ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। এ ছাড়া সারা বিশ্বে পণ্য সরবরাহমূল্য বৃদ্ধিতে অবদান রেখেছে। করোনা মহামারি ও সামাজিক বিধিনিষেধ এখনো বিশ্বজুড়ে উৎপাদন ও বাণিজ্যকে প্রভাবিত করছে। তবে এই সমস্যাগুলো খুব শিগ্‌গির যাচ্ছে না বলে গবেষণায় মনে করা হয়েছে। 

তালিকায় সেরা দশে রয়েছে জেনেভাতেলের মূল্য ২১ শতাংশ বৃদ্ধি করেছে, এ ছাড়া রিপোর্টে বলা হয়েছে, বিনোদন, তামাক ও ব্যক্তিগত জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে।

২০২১ সালের ক্রমবর্ধমান শহর ছিল ইরানের তেহরান, যা মার্কিন নিষেধাজ্ঞার ফলে ঘাটতি এবং উচ্চমূল্যের কারণে এই সূচকে ৫০ ধাপ এগিয়েছে। ৭৯ নম্বর থেকে উঠে এসেছে ২৯ নম্বরে।  

সিরিয়ার শহর দামেস্ক আবারও বিশ্বের সবচেয়ে সস্তা শহর হিসেবে স্থান পেয়েছে। কারণ যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি লড়াই চালিয়ে যাচ্ছে শহরটিতে। দামেস্ক ও তেহরান ২০২১ সালে খুব উচ্চ মুদ্রাস্ফীতির শিকার হয়েছিল, যেমন ভেনেজুয়েলার কারাকাস ও আর্জেন্টিনার বুয়েনস আইরেসে হয়েছিল।

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান বলেছেন, `আমরা আশা করছি কেন্দ্রীয় ব্যাংকগুলো মুদ্রাস্ফীতি রোধ করতে সতর্কতার সঙ্গে সুদের হার বাড়াবে। তাই মূল্যবৃদ্ধি এই বছরের স্তর থেকে মাঝারি হতে শুরু করা উচিত।

হংকং আছে এই তালিকায়

সূচকের তালিকা অনুসারে কয়েকটি দেশের নাম নিচে দেওয়া হলো— 

১) তেল আবিব, ইসরায়েল 
২) প্যারিস, ফ্রান্স
২) সিঙ্গাপুর
৩) জুরিখ, সুইজারল্যান্ড 
৪) হংকং
৫) নিউইয়র্ক সিটি 
৬) জেনেভা, সুইজারল্যান্ড
৭) কোপেনহেগেন, ডেনমার্ক
৮) লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া
৯) ওসাকা, জাপান 
১০) অসলো, নরওয়ে 
১১) সিউল, সাউথ কোরিয়া
১২) টোকিও, জাপান
১৩) ভিয়েনা, অস্ট্রিয়া
১৩) সিডনি, অস্ট্রেলিয়া
১৪) মেলবোর্ন, অস্ট্রেলিয়া
১৫) হেলসিংকি, ফিনল্যান্ড
১৫) লন্ডন, যুক্তরাজ্য

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত