সংঘর্ষ, সহিংসতা এবং অন্যান্য সংকটের কারণে ২০২১ সালের শেষ পর্যন্ত বিশ্বে ৩ কোটি ৬৫ লাখ শিশু বাস্তুচ্যুত হয়েছে। শুক্রবার (১৭ জুন) জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থার (ইউনিসেফ) এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই সর্বোচ্চ শিশু বাস্তুচ্যুতের সংখ্যা। গত এক বছরেই ২২ লাখ বাস্তুচ্যুত শিশুর সংখ্যা বেড়েছে। ৩ কোটি ৬০ লাখ শিশুর মধ্যে প্রায় ১ কোটি ৩৭ লাখ শরণার্থী হয়েছে। আর সংঘাত ও সহিংসতার কারণে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে ২ কোটি ২৮ লাখ শিশু।
জলবায়ু ও পরিবেশগত কারণে বাস্তুচ্যুত এবং ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন সংঘাতে বাস্তুচ্যুত হওয়া শিশুদের ইউনিসেফের এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।
ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বিবৃতিতে বলেন, ‘আমরা আশা করছি, বিশ্বের বিভিন্ন দেশের সরকার শিশুদের বাস্তুচ্যুত ও পাচার হওয়া রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং যেসব শিশু ইতিমধ্যে বাস্তুচ্যুত হয়েছে, তাদের সুরক্ষা, শিক্ষা ও অন্যান্য জরুরি সেবা নিশ্চিত করবে।’
প্রতিবেদনে আরও বলা হয়, বাস্তুচ্যুত ৩ কোটি ৬৫ লাখ শিশুর প্রায় ৫০ শতাংশই প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের বয়সী। বাকিদের মধ্যে প্রায় ২৫ শতাংশ মাধ্যমিক স্কুল শিক্ষার্থীদের বয়সী। বাস্তুচ্যুত এসব শিশুর জরুরি স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সুরক্ষার মতো সহায়তা প্রয়োজন।
বাস্তুচ্যুত ও শরণার্থী হওয়ার পাশাপাশি মানব পাচারের শিকার হয়েছে উল্লেখযোগ্যসংখ্যক শিশু। ৩ কোটি ৬৫ লাখ বাস্তুচ্যুত শিশুর মধ্যে ২৮ শতাংশই মানব পাচারের শিকার।
সংঘর্ষ, সহিংসতা এবং অন্যান্য সংকটের কারণে ২০২১ সালের শেষ পর্যন্ত বিশ্বে ৩ কোটি ৬৫ লাখ শিশু বাস্তুচ্যুত হয়েছে। শুক্রবার (১৭ জুন) জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থার (ইউনিসেফ) এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই সর্বোচ্চ শিশু বাস্তুচ্যুতের সংখ্যা। গত এক বছরেই ২২ লাখ বাস্তুচ্যুত শিশুর সংখ্যা বেড়েছে। ৩ কোটি ৬০ লাখ শিশুর মধ্যে প্রায় ১ কোটি ৩৭ লাখ শরণার্থী হয়েছে। আর সংঘাত ও সহিংসতার কারণে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে ২ কোটি ২৮ লাখ শিশু।
জলবায়ু ও পরিবেশগত কারণে বাস্তুচ্যুত এবং ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন সংঘাতে বাস্তুচ্যুত হওয়া শিশুদের ইউনিসেফের এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।
ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বিবৃতিতে বলেন, ‘আমরা আশা করছি, বিশ্বের বিভিন্ন দেশের সরকার শিশুদের বাস্তুচ্যুত ও পাচার হওয়া রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং যেসব শিশু ইতিমধ্যে বাস্তুচ্যুত হয়েছে, তাদের সুরক্ষা, শিক্ষা ও অন্যান্য জরুরি সেবা নিশ্চিত করবে।’
প্রতিবেদনে আরও বলা হয়, বাস্তুচ্যুত ৩ কোটি ৬৫ লাখ শিশুর প্রায় ৫০ শতাংশই প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের বয়সী। বাকিদের মধ্যে প্রায় ২৫ শতাংশ মাধ্যমিক স্কুল শিক্ষার্থীদের বয়সী। বাস্তুচ্যুত এসব শিশুর জরুরি স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সুরক্ষার মতো সহায়তা প্রয়োজন।
বাস্তুচ্যুত ও শরণার্থী হওয়ার পাশাপাশি মানব পাচারের শিকার হয়েছে উল্লেখযোগ্যসংখ্যক শিশু। ৩ কোটি ৬৫ লাখ বাস্তুচ্যুত শিশুর মধ্যে ২৮ শতাংশই মানব পাচারের শিকার।
পাকিস্তানে বসবাসরত অবৈধ বা অনথিভুক্ত আফগান নাগরিকদের দেশত্যাগে সময়সীমা বেঁধে দেওয়ার পর বহু আফগান দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিলের সময়সীমা শেষ হওয়ার আগেই চলতি মাসে ১৯ হাজার ৫০০ জনের বেশি আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে।
১০ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১২ ঘণ্টা আগেপারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
১৫ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
১৫ ঘণ্টা আগে