Ajker Patrika

মেক্সিকোতে মেট্রোরেল ভেঙে নিহত ২৩  

অনলাইন ডেস্ক
আপডেট : ০৪ মে ২০২১, ১৫: ২৫
Thumbnail image

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে মেট্রোরেল দুর্ঘটনায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার রাতের এই দুর্ঘটনায়  আহত হয়েছেন আরও ৭০ জন। ।

 ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, মেক্সিকো সিটির ঠিক দক্ষিণে ট্রেনসহ মেট্রোরেলের ব্রিজ ধসে পড়ায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ওভারপাস ভেঙে বেশ কয়েকটি বগি রাস্তায় পড়ে যায় এবং একটি গাড়ি পিষ্ট হয়।

মেট্রোরেলের ব্রিজ ধসে পড়ে যাওয়ার দৃশ্য স্থানীয় টিভি চ্যানেলে সম্প্রচারিত হয়েছে।

মেক্সিকো সিটির মেয়র  ক্লাউডিয়া শেইনবাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, দুর্ঘটনাবশত আমরা ২৩ জনকে হারিয়েছি।

উদ্ধারকর্মীরা জানায়, এই ঘটনায় অন্তত ৭০ জন আহত হয়েছে। ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষদের উদ্ধার করলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত