Ajker Patrika

পুনরায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, স্বাগত জানালেন পুতিন

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ১২: ১৪
পুনরায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, স্বাগত জানালেন পুতিন

ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণ করায় বেনিয়ামিন নেতানিয়াহুকে স্বাগত জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক বার্তায় তিনি নেতানিয়াহুকে বলেছেন, ‘আমি আশা করি আপনার নেতৃত্বাধীন নতুন সরকার মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে ও জনগণের স্বার্থে রাশিয়া-ইসরায়েল সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরও জোরদার করবে।’ 

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ইসরায়েলের প্রবীণ রাজনীতিবিদ বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি নতুন মেয়াদে ইসরায়েলের দায়িত্ব গ্রহণ করায় রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মনে করছে ক্রেমলিন। প্রেসিডেন্ট পুতিন তাঁকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘রাশিয়ার সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার হওয়ার পেছনে আপনার দীর্ঘদিনের অবদান রয়েছে। আমরা তা কৃতজ্ঞচিত্তে স্মরণ করি।’ 

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ হামলা শুরু হওয়ার পর ইসরায়েল নিরপেক্ষতা বজায় রাখতে রাশিয়ার ব্যাপারে সতর্ক অবস্থান নিয়েছিল। কারণ ইসরায়েলে সাবেক সোভিয়েত ইউনিয়নের ১০ লাখেরও বেশি নাগরিক রয়েছে। 

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তারা ইসরায়েলের সঙ্গে গঠনমূলক সহযোগিতাপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখতে প্রস্তুত, যাতে মধ্যপ্রাচ্যের জলবায়ু ও অন্যান্য আন্তর্জাতিক ইস্যু একসঙ্গে মোকাবিলা করা যায়। 

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও টুইটারে নেতানিয়াহুকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘ইসরায়েলের কল্যাণ, নিরাপত্তা ও সাফল্য কামনা করি। আমরা ইসরায়েলের সঙ্গে আমাদের বন্ধন শক্তিশালী করতে, অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে, সমৃদ্ধি অর্জন করতে এবং মন্দের বিরুদ্ধে বিজয় অর্জনের জন্য ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত।’ 

তবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর জেলেনস্কি বারবার অনুরোধ করা সত্ত্বেও ইসরায়েল ইউক্রেনকে কোনো অস্ত্র দেয়নি। বিশ্লেষকেরা বলছেন, ইসরায়েলের ইতিহাসে বেনিয়ামিনের সরকার হচ্ছে সবচেয়ে ডানপন্থী সরকার। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুর সরকার নিয়ে অনাস্থা ভোট হয়। ভোটে টিকে যান নেতানিয়াহু। ১২০ সদস্যের নেসেটে তাঁর নতুন সরকারের পক্ষে ভোট পড়েছে ৬৩টি। অন্যদিকে বিপক্ষে ভোট পড়েছে ৫৪টি। 

অনাস্থা ভোটে উতরে যাওয়ার পরপরই ইসরায়েলের নবম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নেতানিয়াহু। এর আগে ১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত প্রথম মেয়াদে এবং ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত দ্বিতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী ছিলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত