Ajker Patrika

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ কোটি ছাড়াল

অনলাইন ডেস্ক
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১১: ৪৩
বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ কোটি ছাড়াল

করোনার বৈশ্বিক মহামারি শুরু হওয়ার দুই বছর পর এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০ কোটি ছাড়িয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল শুক্রবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

বার্তা সংস্থা এএফপি বিভিন্ন দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে করোনা সম্পর্কিত তথ্য সংগ্রহ করেছে।

বাংলাদেশ সময় গতকাল শুক্রবার রাত ১০টা পর্যন্ত বিশ্বে ৩০ কোটি ৪২ হাজার ৪৩৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়। ২০১৯ সালের ডিসেম্বরে চীনে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। 

সম্প্রতি ওমিক্রন ধরনের কারণে বিশ্বজুড়ে বাড়ছে করোনা রোগী। এই ধরন প্রথমে আফ্রিকার দেশ বতসোয়ানা ও দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়। 

এই ধরনে বিভিন্ন দেশে রেকর্ড পরিমাণ করোনা রোগী শনাক্ত হচ্ছে। গত সপ্তাহে পুরো বিশ্বে ১ কোটি ৩৫ লাখ করোনা রোগী শনাক্ত করা হয়েছে, যা আগের সপ্তাহের চেয়ে ৬৪ শতাংশ বেশি।

এএফপি বলছে, বিশ্বের প্রায় ৩৪টি দেশে গত এক সপ্তাহে রেকর্ড করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৮টি দেশ ইউরোপের, ছয়টি ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের। এ ছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ায় রেকর্ড পরিমাণ করোনা রোগী শনাক্ত করা হয়েছে। 

তবে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়লেও বিশ্বজুড়ে মৃত্যু কমেছে। গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছে ৬ হাজার ১৭২ জন, যা গত সপ্তাহের চেয়ে ৩ শতাংশ কম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

একই মাঠে সকালে শ্রীলঙ্কাকে, বিকেলে পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড

স্বাধীনতা দিবসে এবার কুচকাওয়াজ হচ্ছে না

থমথমে খামারবাড়ি: সড়ক অবরোধ করে চলছে অবস্থান কর্মসূচি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত