Ajker Patrika

কলম্বিয়ায় বিক্ষোভ: এক পুলিশ কর্মকর্তাকে হত্যা করে ৭৯ জনকে জিম্মি

কলম্বিয়ায় বিক্ষোভ: এক পুলিশ কর্মকর্তাকে হত্যা করে ৭৯ জনকে জিম্মি

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার দক্ষিণাঞ্চলীয় ককেতা প্রদেশে বিক্ষোভ চলাকালে এক পুলিশ নিহত ও ৭৯ পুলিশ কর্মকর্তাকে জিম্মি করার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সড়ক নির্মাণ ও মেরামতের দাবিতে তেল কোম্পানি এমারেল্ড এনার্জি-এর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভকারীরা। পরে তা সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভ চলাকালে এক বেসামরিক ব্যক্তিও নিহত হন। এছাড়া তেল কোম্পানির ৯ শ্রমিককেও জিম্মি করা হয়।

এ ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, জিম্মি পুলিশ সদস্যদের একটি ঘরে বন্দী করে রাখা হয়েছে। জিম্মি পুলিশ সদস্যদের কেউ চেয়ারে এবং কেউ মাটিতে বসে আছেন।

এদিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেন, আশা করছি সহিংসতা আরও ছড়িয়ে পড়ার আগেই বন্দীদের মুক্তি দেওয়া হবে। এছাড়া তিনি রেড ক্রসকে চিকিৎসা সহযোগিতা দেওয়ার আহ্বান জানান।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীদের বেশির ভাগই গ্রামীণ ও আদিবাসী জনগণ। তাঁরা এমারেল্ড এনার্জি কোম্পানির কাছে সান ভিসেন্টে ডেল কাগুয়ান এলাকায় নতুন সড়ক অবকাঠামো নির্মাণের দাবি জানিয়ে আসছেন। তবে কোম্পানি সাড়া দিচ্ছে না। এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে এমারেল্ড এনার্জি-এর সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

টুইটারে এক বার্তায় নিহত পুলিশ কর্মকর্তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে কলম্বিয়ার পুলিশ। কলম্বিয়ার পুলিশ জানিয়েছে, নিহত ওই পুলিশ কর্মকর্তার নাম রিকার্ডো মনরয়।

টুইট বার্তায় বলা হয়, ‘অতীতের যেকোনো সময়ের চেয়ে আমরা এখন আরও বেশি ঐক্যবদ্ধ। কর্তব্য পালন করতে গিয়ে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন রিকার্ডো মনরয়।’ 

স্থানীয় সরকারি কর্মকর্তারা বলছেন, ধারালো অস্ত্রের আঘাতে ওই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আর বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন বন্দুকের গুলিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত