দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার দক্ষিণাঞ্চলীয় ককেতা প্রদেশে বিক্ষোভ চলাকালে এক পুলিশ নিহত ও ৭৯ পুলিশ কর্মকর্তাকে জিম্মি করার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সড়ক নির্মাণ ও মেরামতের দাবিতে তেল কোম্পানি এমারেল্ড এনার্জি-এর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভকারীরা। পরে তা সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভ চলাকালে এক বেসামরিক ব্যক্তিও নিহত হন। এছাড়া তেল কোম্পানির ৯ শ্রমিককেও জিম্মি করা হয়।
এ ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, জিম্মি পুলিশ সদস্যদের একটি ঘরে বন্দী করে রাখা হয়েছে। জিম্মি পুলিশ সদস্যদের কেউ চেয়ারে এবং কেউ মাটিতে বসে আছেন।
এদিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেন, আশা করছি সহিংসতা আরও ছড়িয়ে পড়ার আগেই বন্দীদের মুক্তি দেওয়া হবে। এছাড়া তিনি রেড ক্রসকে চিকিৎসা সহযোগিতা দেওয়ার আহ্বান জানান।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীদের বেশির ভাগই গ্রামীণ ও আদিবাসী জনগণ। তাঁরা এমারেল্ড এনার্জি কোম্পানির কাছে সান ভিসেন্টে ডেল কাগুয়ান এলাকায় নতুন সড়ক অবকাঠামো নির্মাণের দাবি জানিয়ে আসছেন। তবে কোম্পানি সাড়া দিচ্ছে না। এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে এমারেল্ড এনার্জি-এর সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
টুইটারে এক বার্তায় নিহত পুলিশ কর্মকর্তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে কলম্বিয়ার পুলিশ। কলম্বিয়ার পুলিশ জানিয়েছে, নিহত ওই পুলিশ কর্মকর্তার নাম রিকার্ডো মনরয়।
টুইট বার্তায় বলা হয়, ‘অতীতের যেকোনো সময়ের চেয়ে আমরা এখন আরও বেশি ঐক্যবদ্ধ। কর্তব্য পালন করতে গিয়ে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন রিকার্ডো মনরয়।’
স্থানীয় সরকারি কর্মকর্তারা বলছেন, ধারালো অস্ত্রের আঘাতে ওই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আর বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন বন্দুকের গুলিতে।
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার দক্ষিণাঞ্চলীয় ককেতা প্রদেশে বিক্ষোভ চলাকালে এক পুলিশ নিহত ও ৭৯ পুলিশ কর্মকর্তাকে জিম্মি করার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সড়ক নির্মাণ ও মেরামতের দাবিতে তেল কোম্পানি এমারেল্ড এনার্জি-এর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভকারীরা। পরে তা সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভ চলাকালে এক বেসামরিক ব্যক্তিও নিহত হন। এছাড়া তেল কোম্পানির ৯ শ্রমিককেও জিম্মি করা হয়।
এ ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, জিম্মি পুলিশ সদস্যদের একটি ঘরে বন্দী করে রাখা হয়েছে। জিম্মি পুলিশ সদস্যদের কেউ চেয়ারে এবং কেউ মাটিতে বসে আছেন।
এদিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেন, আশা করছি সহিংসতা আরও ছড়িয়ে পড়ার আগেই বন্দীদের মুক্তি দেওয়া হবে। এছাড়া তিনি রেড ক্রসকে চিকিৎসা সহযোগিতা দেওয়ার আহ্বান জানান।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীদের বেশির ভাগই গ্রামীণ ও আদিবাসী জনগণ। তাঁরা এমারেল্ড এনার্জি কোম্পানির কাছে সান ভিসেন্টে ডেল কাগুয়ান এলাকায় নতুন সড়ক অবকাঠামো নির্মাণের দাবি জানিয়ে আসছেন। তবে কোম্পানি সাড়া দিচ্ছে না। এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে এমারেল্ড এনার্জি-এর সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
টুইটারে এক বার্তায় নিহত পুলিশ কর্মকর্তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে কলম্বিয়ার পুলিশ। কলম্বিয়ার পুলিশ জানিয়েছে, নিহত ওই পুলিশ কর্মকর্তার নাম রিকার্ডো মনরয়।
টুইট বার্তায় বলা হয়, ‘অতীতের যেকোনো সময়ের চেয়ে আমরা এখন আরও বেশি ঐক্যবদ্ধ। কর্তব্য পালন করতে গিয়ে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন রিকার্ডো মনরয়।’
স্থানীয় সরকারি কর্মকর্তারা বলছেন, ধারালো অস্ত্রের আঘাতে ওই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আর বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন বন্দুকের গুলিতে।
ইসরায়েলি হামলায় যখন গাজায় প্রতিদিন পাখির মতো মানুষ মরছে, তখন এমন দাবি করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, শনিবার ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফের হামলায় কমপক্ষে ৫৪ ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় দ্বিগুণ। হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা কর
১ মিনিট আগেভারতের উত্তর প্রদেশের আলিগড়ে কিছুদিন আগে ঘটেছিল এক অদ্ভুত ঘটনা। মেয়ের সঙ্গে বিয়ের সবকিছু ঠিক। অনুষ্ঠানের ১০ দিন আগে মেয়ের জামাইয়ের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন মেয়ের মা। এবার ঘটল আরেক ঘটনা। মেয়ের সঙ্গে বিয়ের কথা থাকলেও বিয়ে হলো মায়ের সঙ্গে।
২৩ মিনিট আগেপাকিস্তানে বসবাসরত অবৈধ বা অনথিভুক্ত আফগান নাগরিকদের দেশত্যাগে সময়সীমা বেঁধে দেওয়ার পর বহু আফগান দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিলের সময়সীমা শেষ হওয়ার আগেই চলতি মাসে ১৯ হাজার ৫০০ জনের বেশি আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে।
১১ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৪ ঘণ্টা আগে