গত দুই মাসে বিশ্বে নতুন করোনা রোগীর সংখ্যা দ্বিগুণ বেড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল শুক্রবার সংবাদ সম্মেলনে এমনটি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ড. তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। বৈশ্বিক মহামারি শুরু হওয়ার পর থেকে বর্তমান সংক্রমণের হার সবচেয়ে বেশি। কিছু দেশ করোনার সংক্রমণ ঠেকাতে পেরেছিল। তবে বর্তমানে ওই সব দেশগুলোতে আবারও সংক্রমণ বেড়েছে।
ব্রাজিল, ভারত, পোল্যান্ড, তুরস্ক সহ বিশ্বের বিভিন্ন দেশেই করোনা সংক্রমণের উর্ধ্বগতি দেখা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত বিশ্বের করোনা রোগীর সংখ্যা এর আগের সপ্তাহের চেয়ে ১১ শতাংশ বেড়েছে। নতুন ধরন এবং কিছু দেশে কড়াকড়ি শিথিল করে দেওয়ার কারণে করোনা সংক্রমণ বেড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ভারতের কর্মকর্তারা জানিয়েছেন, গত তিনদিন ধরেই ভারতে দুই লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। করোনার সংক্রমণ ঠেকাতে ভারতের বিভিন্ন রাজ্যে আবারো বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।
ব্রাজিলে এখন পর্যন্ত এক কোটি ৩৭ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনা ৩ লাখ ৬৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তুরস্কেও চলতি সপ্তাহে একদিনে রেকর্ড ৬০ হাজারের বেশি রোগী শনাক্ত করা হয়েছে। গত বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রমজানের প্রথম সপ্তাহে তুরস্কে আংশিক লকডাউন ঘোষণা করেন।
এদিকে পোল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী গতকাল শুক্রবার একটি রেডিও অনুষ্ঠানে এসে বলেন, এই মাসের শুরুতে একদিনে ৩৫ হাজার করোনা রোগী শনাক্ত হওয়ার পর এখন রোগী শনাক্তের হার নিম্নগামী। করোনার সংক্রমণ ঠেকাতে দেশটিতে গতমাসে সিনেমা, শপিংমল এবং অন্যান্য ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়।
গত দুই মাসে বিশ্বে নতুন করোনা রোগীর সংখ্যা দ্বিগুণ বেড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল শুক্রবার সংবাদ সম্মেলনে এমনটি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ড. তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। বৈশ্বিক মহামারি শুরু হওয়ার পর থেকে বর্তমান সংক্রমণের হার সবচেয়ে বেশি। কিছু দেশ করোনার সংক্রমণ ঠেকাতে পেরেছিল। তবে বর্তমানে ওই সব দেশগুলোতে আবারও সংক্রমণ বেড়েছে।
ব্রাজিল, ভারত, পোল্যান্ড, তুরস্ক সহ বিশ্বের বিভিন্ন দেশেই করোনা সংক্রমণের উর্ধ্বগতি দেখা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত বিশ্বের করোনা রোগীর সংখ্যা এর আগের সপ্তাহের চেয়ে ১১ শতাংশ বেড়েছে। নতুন ধরন এবং কিছু দেশে কড়াকড়ি শিথিল করে দেওয়ার কারণে করোনা সংক্রমণ বেড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ভারতের কর্মকর্তারা জানিয়েছেন, গত তিনদিন ধরেই ভারতে দুই লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। করোনার সংক্রমণ ঠেকাতে ভারতের বিভিন্ন রাজ্যে আবারো বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।
ব্রাজিলে এখন পর্যন্ত এক কোটি ৩৭ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনা ৩ লাখ ৬৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তুরস্কেও চলতি সপ্তাহে একদিনে রেকর্ড ৬০ হাজারের বেশি রোগী শনাক্ত করা হয়েছে। গত বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রমজানের প্রথম সপ্তাহে তুরস্কে আংশিক লকডাউন ঘোষণা করেন।
এদিকে পোল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী গতকাল শুক্রবার একটি রেডিও অনুষ্ঠানে এসে বলেন, এই মাসের শুরুতে একদিনে ৩৫ হাজার করোনা রোগী শনাক্ত হওয়ার পর এখন রোগী শনাক্তের হার নিম্নগামী। করোনার সংক্রমণ ঠেকাতে দেশটিতে গতমাসে সিনেমা, শপিংমল এবং অন্যান্য ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়।
২০১৩ সালে, ৩৪ বছর বয়সে থর পেডারসেন এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তটি শুধু ব্যতিক্রম নয়, এক কঠিন সংকল্পও বটে। কারণ তিনি কোনো উড়োজাহাজে না চড়েই পৃথিবীর প্রতিটি দেশ ঘুরে দেখার পণ করেন। প্রায় এক দশকের ব্যবধানে এভাবেই পৃথিবীর ২০৩টি দেশ ঘুরে ফেলেছেন পেডারসেন।
১৩ মিনিট আগেপেরুর আদি জাতি কুকামা সম্প্রদায়ের কাছে মারানিওন নদী শুধু পানির উৎস নয়, বরং এক পবিত্র আত্মিক সত্তা। প্রায় ৯০০ মাইল বা ১ হাজার ৪৫০ কিলোমিটার দীর্ঘ এই নদী আন্দিজ পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে আমাজনে মিশেছে। কিন্তু গত কয়েক দশক ধরে এটি মারাত্মকভাবে তেল দূষণের শিকার হয়েছে।
১ ঘণ্টা আগেচকলেটপ্রেমীদের জন্য ২০২৫ সাল নিয়ে এসেছে এক দুঃসংবাদ। চকলেটের প্রধান উপাদান কোকো’র ঘাটতি ও দাম বেড়ে যাওয়ার কারণে এবার চকলেট বার, ইস্টার এগ, এমনকি কোকো পাউডারের দামও আকাশছোঁয়া। গত এক বছরে কোকোর দাম প্রায় ৩০০ শতাংশ বেড়েছে।
১ ঘণ্টা আগেপোপ ফ্রান্সিসের পোপ হিসেবে পথচলা ছিল অনন্য। দুর্নীতি দমন, শিশুদের ওপর যৌন নিপীড়ন প্রতিরোধ এবং চার্চের আইন আধুনিকীকরণের যে চেষ্টা তিনি করেছিলেন, তা সব সময় সফল না হলেও কোটি কোটি ক্যাথলিকের হৃদয় জিতে নিয়েছে।
২ ঘণ্টা আগে