Ajker Patrika

রেকর্ড ৩ কোটি ৪৯ লাখ ডলারে বিক্রি হলো ফ্রিদা কাহলোর চিত্রকর্ম

আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১২: ০৩
রেকর্ড ৩ কোটি ৪৯ লাখ ডলারে বিক্রি হলো ফ্রিদা কাহলোর চিত্রকর্ম

ম্যাক্সিকান চিত্রশিল্পী ফ্রিদা কাহলোর একটি চিত্রকর্ম রেকর্ড দামে বিক্রি করেছে নিলামকারী প্রতিষ্ঠান সোথবে। গত মঙ্গলবার নিউইয়র্কে ‘দিয়েগো ওয়াই ইয়ো’ নামের ছবিটি ৩ কোটি ৪৯ লাখ ডলারে বিক্রি হয়, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩০০ কোটি টাকা। 

লাতিন আমেরিকার চিত্রকর্মের মধ্যে এই দাম সর্বোচ্চ। এটি তাঁর একটি আত্মপ্রতিকৃতি। চিত্রকর্মটি কিনেছেন আর্জেন্টিনার একটি জাদুঘরের প্রতিষ্ঠাতা। তাঁর নাম এডুয়ার্ডো এফ কোসানটিনি। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগের রেকর্ডটি ছিল দিয়েগো রিভেরার একটি শিল্পকর্মের। ২০১৮ সালে তাঁর একটি শিল্পকর্ম ৯৭ লাখ ৬০ হাজার ডলারে বিক্রি হয়।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফ্রিদার কাহলোর ‘ডিয়েগো ওয়াই ইয়ো’ নামের চিত্রকর্মটি ছিল তাঁর জীবনের শেষ দিকে আঁকা অন্যতম আত্মপ্রতিকৃতি। ১৯৪৯ সালে চিত্রকর্মটির কাজ শেষ করেন তিনি। সেখানে ফ্রিদা কাহলোকে অশ্রুসজল দেখা যায়। আর তার দুই চোখের ওপরে আঁকা হয়েছে স্বামী দিয়েগো রিভেরাকে। 

উল্লেখ্য, ১৯০৭ সালে ফ্রিদা কাহলো মেক্সিকোতে জন্মগ্রহণ করেন। মাত্র ৪৭ বছর বয়সে ১৯৫৪ সালে তিনি মারা যান। বিশ শতকের অন্যতম সেরা চিত্রশিল্পী হিসেবে গণ্য করা হয় তাঁকে। ফ্রিদা কাহলোর কাজে মেক্সিকোর সংস্কৃতি ও ঐতিহ্য বেশ গুরুত্ব পেয়েছে, যার কারণে তাঁর চিত্রকর্ম কখনো কখনো অর্বাচীন শিল্প বা লোকশিল্প হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত