Ajker Patrika

কিউবার কোভিড টিকা ৯২% কার্যকর

আপডেট : ২৪ জুন ২০২১, ১৫: ৫০
কিউবার কোভিড টিকা ৯২% কার্যকর

ঢাকা: উত্তর আমেরিকার দেশ কিউবার উদ্ভাবিত তিন ডোজের টিকা ‘আবদালা’ করোনাভাইরাসের বিরুদ্ধে ৯২ শতাংশের বেশি কার্যকর। টিকাটির  চূড়ান্ত ধাপের ট্রায়ালে এটি করোনার সংক্রমণ ঠেকাতে ৯২ দশমিক ২৮ শতাংশ কার্যকর প্রমাণিত হয়েছে। গত সোমবার দেশটির সরকার এ তথ্য প্রকাশ করেছে।

এর আগে কিউবা সরকার জানিয়েছিল, ফিনলে ইনস্টিটিউটের তৈরি দুই ডোজের সবেরানা-২ টিকাটি করোনার বিরুদ্ধে ৬২ শতাংশ কার্যকর।

টুইট বার্তায় দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল লিখেছেন, ‘মহামারিতে আক্রান্ত ফিনলে ইনস্টিটিউট ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি কেন্দ্রে আমাদের বিজ্ঞানীরা সব বাধা অতিক্রম করে আমাদের দুটি কার্যকর করোনা টিকা দিয়েছেন।’

আশা করা হচ্ছে, খুব শিগগির এই টিকা দুটির জরুরি ব্যবহারের অনুমোদন দেবে দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, কয়েক দশক ধরে বিশ্বজুড়ে শীর্ষ টিকা রপ্তানিকারক দেশ কিউবা। দেশটির বিজ্ঞানীরা এখন পর্যন্ত মোট পাঁচটি কোভিড টিকা তৈরির ঘোষণা দিয়েছে।

এরই মধ্যে কিউবার টিকা কেনার আগ্রহ প্রকাশ করেছে বেশ কয়েকটি দেশ।

বিভিন্ন দেশ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়া টিকাগুলোর মধ্যে অন্যতম– অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, চীনের সিনোফার্ম ও সিনোভ্যাক, ফাইজার–বায়োএনটেক, মডার্না, জনসন অ্যান্ড জনসন, রাশিয়ার স্পুতনিক–ভি, ভারতের কোভ্যাক্সিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলা করলেন মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের স্ত্রী

অগ্নিকাণ্ডের ক্ষতি পোষাতে শাহজালাল বিমানবন্দরে নিজেরাই গুদাম বানাচ্ছেন পোশাক রপ্তানিকারকেরা

জামায়াত আমিরের পাঁচ ঘণ্টার কর্মদিবস আদতে নারীর গায়েবি শিকল

ফেসবুকে জামায়াতের রাজনীতি নিয়ে মন্তব্য, তোপের মুখে ওসি

‘শিক্ষক’ পেশা দিয়ে নিজের পাসপোর্ট বানান পাসপোর্টের শাহিনুর, চাকরিচ্যুতির আগেই চান অব্যাহতি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ