Ajker Patrika

গ্রিসের উপকূলে নৌকাডুবি, ৭৮ অভিবাসনপ্রত্যাশীর লাশ উদ্ধার 

গ্রিসের উপকূলে নৌকাডুবি, ৭৮ অভিবাসনপ্রত্যাশীর লাশ উদ্ধার 

গ্রিসের উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবেছে। এই ঘটনায় অন্তত ৭৮ জনের মরদেহ এবং শতাধিক মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরো প্রায় ২০০ জন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গ্রিসের উপকূল রক্ষীবাহিনীর বরাতে এএফপি জানিয়েছে, একটি মাছ ধরার নৌকায় করে অভিবাসনপ্রত্যাশীরা ইটালির দিকে যাচ্ছিলেন। পথে দক্ষিণ গ্রিসের উপকূলে নৌকাটি ডুবে যায়।

লিবিয়ার টোব্রুক বন্দর থেকে ছেড়ে যাওয়া ওই নৌকায় অন্তত ৪০০ জন মানুষ ছিল বলে অনুমান করা হচ্ছে। মঙ্গলবার রাতে প্রবল বাতাসের কারণে দক্ষিণ পশ্চিম পেলোপনিসের কাছে নৌকাটি ডুবে যায়।

এরপর বুধবার সকালে ব্যাপক উদ্ধার অভিযান চালানো হয়। এখন পর্যন্ত ১০৪ জনকে উদ্ধার করার খবর এসেছে। তাদের গ্রিসের কালামাতায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তারা অ্যাম্বুলেন্স পরিষেবা এবং জাতিসংঘের শরণার্থী সংস্থার উদ্যোগে প্রতিষ্ঠিত আশ্রয়কেন্দ্রে শুকনো কাপড় এবং চিকিৎসা সেবা পেয়েছে।

হাইপোথার্মিয়ার উপসর্গ থাকায় চারজন অভিবাসনপ্রত্যাশীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত