অনলাইন ডেস্ক
প্রেসিডেন্ট কায়েস সাইদের নতুন সংবিধান তিউনিসিয়ার জনগণ মেনে নেবে কি না, তার ওপর গণভোট শুরু হয়েছে দেশটিতে। গণভোটে সংবিধানটি পাস হলে প্রেসিডেন্ট কায়েস সাইদ দেশটির সর্বোচ্চ ক্ষমতাধর হয়ে উঠবেন। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আজ সোমবার স্থানীয় সময় সকাল ৬টায় ভোটকেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ শেষ হবে রাত ১০টায়। রাতভর গণনা শেষে মঙ্গলবার সকালে ফলাফল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। তবে ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। দিনের শেষে ভোটার উপস্থিতি বাড়বে কি না তা নিশ্চিত নয়।
ভোটগ্রহণ শুরুর পরপরই সকালের দিকে বিভিন্ন ভোটকেন্দ্রে বিরোধীদের ওপর সরকারি বাহিনী দমন-পীড়ন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিরোধীরা বলেছেন, তারা ভোট বর্জন করবেন।
এর আগে গত শুক্রবার একটি বিক্ষোভে পুলিশ একজন শীর্ষস্থানীয় মানবাধিকারকর্মীকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া গণভোট বন্ধের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাওয়া একদল বিক্ষোভকারী ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।
বিরোধীরা অভিযোগ করেছে যে, সাইদ একনায়কতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করছেন। তবে সাইদ বলেছেন, দুর্নীতিবাজ রাজনৈতিক অভিজাতদের লাগাম টেনে ধরার জন্য সংবিধান পরিবর্তন করা জরুরি।
গত বছর তিউনিসিয়ার সরকারকে বরখাস্ত ও পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করে ক্ষমতা দখল করেছিলেন প্রেসিডেন্ট কায়েস সাইদ। এরপর থেকে ডিক্রি জারি করে তিনি দেশ শাসন করছেন।
প্রেসিডেন্ট কায়েস সাইদের নতুন সংবিধান তিউনিসিয়ার জনগণ মেনে নেবে কি না, তার ওপর গণভোট শুরু হয়েছে দেশটিতে। গণভোটে সংবিধানটি পাস হলে প্রেসিডেন্ট কায়েস সাইদ দেশটির সর্বোচ্চ ক্ষমতাধর হয়ে উঠবেন। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আজ সোমবার স্থানীয় সময় সকাল ৬টায় ভোটকেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ শেষ হবে রাত ১০টায়। রাতভর গণনা শেষে মঙ্গলবার সকালে ফলাফল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। তবে ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। দিনের শেষে ভোটার উপস্থিতি বাড়বে কি না তা নিশ্চিত নয়।
ভোটগ্রহণ শুরুর পরপরই সকালের দিকে বিভিন্ন ভোটকেন্দ্রে বিরোধীদের ওপর সরকারি বাহিনী দমন-পীড়ন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিরোধীরা বলেছেন, তারা ভোট বর্জন করবেন।
এর আগে গত শুক্রবার একটি বিক্ষোভে পুলিশ একজন শীর্ষস্থানীয় মানবাধিকারকর্মীকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া গণভোট বন্ধের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাওয়া একদল বিক্ষোভকারী ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।
বিরোধীরা অভিযোগ করেছে যে, সাইদ একনায়কতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করছেন। তবে সাইদ বলেছেন, দুর্নীতিবাজ রাজনৈতিক অভিজাতদের লাগাম টেনে ধরার জন্য সংবিধান পরিবর্তন করা জরুরি।
গত বছর তিউনিসিয়ার সরকারকে বরখাস্ত ও পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করে ক্ষমতা দখল করেছিলেন প্রেসিডেন্ট কায়েস সাইদ। এরপর থেকে ডিক্রি জারি করে তিনি দেশ শাসন করছেন।
সীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৭ ঘণ্টা আগে২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। বাস্তুচ্যুত এসব মানুষের অর্ধেকেরও বেশি বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। এমন হাজারো বাস্তুচ্যুত শরণার্থীদের মধ্যে একজন মাহা জানুদ। যিনি সিরিয়ার প্রথম নারী ফুটবল কোচ
৭ ঘণ্টা আগেসামনে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৫৫ তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
৭ ঘণ্টা আগেপ্রথম ট্রান্সজেন্ডার অভিনেত্রী হিসেবে এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন কার্লা সোফিয়া গাসকন। এরপরই তাঁর পুরোনো ও বিতর্কিত কয়েকটি টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে। ওই টুইটগুলোতে তিনি ধর্ম, ইসলাম, জর্জ ফ্লয়েড, কোভিড-১৯ ভ্যাকসিন এবং অস্কারের বৈচিত্র্য নীতি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
৮ ঘণ্টা আগে