অনলাইন ডেস্ক
গত ২৬ জুলাই নাইজারের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে সরিয়ে ক্ষমতা দখল করেছে দেশটির সামরিক বাহিনী। পরে বাজোমকে ক্ষমতায় পুনর্বহাল করতে অভ্যুত্থানে জড়িত সামরিক কর্মকর্তাদের এক সপ্তাহের সময় বেঁধে দিয়েছিল পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট ‘ইকোওয়াস’।
বেঁধে দেওয়া সময় পার হয়ে যাওয়ায় পর গত ১০ আগস্ট নাইজারে সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্তকে অনুমোদন দিয়েছে আঞ্চলিক ওই জোটটি। এ জন্য একটি ‘স্ট্যান্ডবাই’ বাহিনীও গঠন করা হচ্ছে।
এ অবস্থায় সম্ভাব্য হামলা ঠেকাতে প্রস্তুতি নিতে শুরু করেছে নাইজারের জান্তা বাহিনী। শুধু তাই নয়, যুদ্ধে স্বেচ্ছাসেবক হিসেবে ভূমিকা রাখার জন্য বিপুলসংখ্যক মানুষকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বাহিনীটি।
আজ বুধবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্মুখ সমরে অংশ নেওয়া সৈন্যদের সহযোগিতা করতে একটি গণনিয়োগের আওতায় স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে নাইজারের জান্তা সরকার। মূলত খাবার, ওষুধ ও গোলা-বারুদ সরবরাহ ছাড়াও যুদ্ধাহত সৈন্যদের চিকিৎসায় কাজ করবে এই স্বেচ্ছাসেবক বাহিনী।
নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে জড়িত আমসারু বাকো অ্যাসোসিয়েট প্রেসকে জানিয়েছেন, শনিবার (১৯ আগস্ট) থেকে রাজধানী নিয়ামে স্বেচ্ছাসেবকদের যোগদান শুরু হবে। এ ছাড়া যেসব এলাকা দিয়ে আফ্রিকান দেশগুলো আক্রমণ করতে পারে, সেই এলাকার শহরগুলোতেও স্বেচ্ছাসেবক নিয়োগ চলবে। প্রতিবেশী নাইজেরিয়া ও বেনিন ‘ইকোওয়াস’ জোটের সদস্য হওয়ায় এই দুই দেশের সীমান্ত দিয়ে হামলাকারী বাহিনী নাইজারে প্রবেশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আমসারু বাকো আরও জানিয়েছেন, ১৮ বছর পাড়ি দেওয়া ব্যক্তিরা স্বেচ্ছাসেবক দলে নাম লেখাতে পারবে। স্বেচ্ছাসেবকদের তালিকাটি পরে জান্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হবে। জান্তারা প্রয়োজন মতো বিভিন্ন কাজে স্বেচ্ছাসেবকদের দায়িত্ব দেবে।
ইকোওয়াস বাহিনী নাইজারে কখন হামলা শুরু করবে তা এখনো আঁচ করা না গেলেও বিশেষজ্ঞেরা বলছেন, যুদ্ধ শুরু হয়ে গেলে দুই পক্ষেরই বিপুল ক্ষয়-ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত ২৬ জুলাই নাইজারের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে সরিয়ে ক্ষমতা দখল করেছে দেশটির সামরিক বাহিনী। পরে বাজোমকে ক্ষমতায় পুনর্বহাল করতে অভ্যুত্থানে জড়িত সামরিক কর্মকর্তাদের এক সপ্তাহের সময় বেঁধে দিয়েছিল পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট ‘ইকোওয়াস’।
বেঁধে দেওয়া সময় পার হয়ে যাওয়ায় পর গত ১০ আগস্ট নাইজারে সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্তকে অনুমোদন দিয়েছে আঞ্চলিক ওই জোটটি। এ জন্য একটি ‘স্ট্যান্ডবাই’ বাহিনীও গঠন করা হচ্ছে।
এ অবস্থায় সম্ভাব্য হামলা ঠেকাতে প্রস্তুতি নিতে শুরু করেছে নাইজারের জান্তা বাহিনী। শুধু তাই নয়, যুদ্ধে স্বেচ্ছাসেবক হিসেবে ভূমিকা রাখার জন্য বিপুলসংখ্যক মানুষকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বাহিনীটি।
আজ বুধবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্মুখ সমরে অংশ নেওয়া সৈন্যদের সহযোগিতা করতে একটি গণনিয়োগের আওতায় স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে নাইজারের জান্তা সরকার। মূলত খাবার, ওষুধ ও গোলা-বারুদ সরবরাহ ছাড়াও যুদ্ধাহত সৈন্যদের চিকিৎসায় কাজ করবে এই স্বেচ্ছাসেবক বাহিনী।
নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে জড়িত আমসারু বাকো অ্যাসোসিয়েট প্রেসকে জানিয়েছেন, শনিবার (১৯ আগস্ট) থেকে রাজধানী নিয়ামে স্বেচ্ছাসেবকদের যোগদান শুরু হবে। এ ছাড়া যেসব এলাকা দিয়ে আফ্রিকান দেশগুলো আক্রমণ করতে পারে, সেই এলাকার শহরগুলোতেও স্বেচ্ছাসেবক নিয়োগ চলবে। প্রতিবেশী নাইজেরিয়া ও বেনিন ‘ইকোওয়াস’ জোটের সদস্য হওয়ায় এই দুই দেশের সীমান্ত দিয়ে হামলাকারী বাহিনী নাইজারে প্রবেশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আমসারু বাকো আরও জানিয়েছেন, ১৮ বছর পাড়ি দেওয়া ব্যক্তিরা স্বেচ্ছাসেবক দলে নাম লেখাতে পারবে। স্বেচ্ছাসেবকদের তালিকাটি পরে জান্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হবে। জান্তারা প্রয়োজন মতো বিভিন্ন কাজে স্বেচ্ছাসেবকদের দায়িত্ব দেবে।
ইকোওয়াস বাহিনী নাইজারে কখন হামলা শুরু করবে তা এখনো আঁচ করা না গেলেও বিশেষজ্ঞেরা বলছেন, যুদ্ধ শুরু হয়ে গেলে দুই পক্ষেরই বিপুল ক্ষয়-ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের আমলাদের দেশটির সরকারি কর্মচারীদের ব্যক্তিগত তথ্যভান্ডারে প্রবেশাধিকার স্থগিত করা হয়েছে। ইলন মাস্কের নেতৃত্বে মার্কিন সরকারি মানবসম্পদ বিভাগ পরিচালনার দায়িত্বে থাকা তাঁর সহযোগীরা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন বলে জানা গেছে...
১ ঘণ্টা আগেআফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে তীব্র লড়াইয়ের কারণে গত রোববার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ৫ দিনে ৭ শতাধিক নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় বৃহত্তম শহর গোমাতে তীব্র লড়াইয়ের কারণে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া, আরও ২ হাজার ৮০০ জন...
৩ ঘণ্টা আগেমহারাষ্ট্র রাজ্যের থানে জেলার ভিবান্ডির একটি অর্কেস্ট্রা বার থেকে নয় নারীকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। পুলিশ বলছে, গত বৃহস্পতিবার অভিযানে গ্রেপ্তার নারীরা বাংলাদেশি। তাঁরা অবৈধভাবে বারে নাচের পেশায় যুক্ত ছিলেন।
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার মধ্যে সম্পর্কের বরফ গলছে। অন্তত সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে মার্কিন দূত রিচার্ড গ্রেনেলের সাক্ষাৎ এবং কারাকাস থেকে ৬ মার্কিন নাগরিককে দেশে ফেরার অনুমতি দেওয়ার বিষয়টি এই ইঙ্গিতই দেয়
৩ ঘণ্টা আগে