Ajker Patrika

আইভরি কোস্টের প্রধানমন্ত্রীকে অপসারণ, ভেঙে দেওয়া হলো সরকার

আইভরি কোস্টের প্রধানমন্ত্রীকে অপসারণ, ভেঙে দেওয়া হলো সরকার

পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টের প্রধানমন্ত্রীকে অপসারণ করেছেন দেশটির প্রেসিডেন্ট আলাসানে ওউত্তারা। সেই সঙ্গে সরকার ভেঙে দেওয়া হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) প্রেসিডেন্টের মুখ্যসচিব আবুদ্রামানে সিসে এ তথ্য জানিয়েছেন বলে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

তবে আকস্মিক ও অপ্রত্যাশিত এ পদক্ষেপের কোনো কারণ উল্লেখ করেনি প্রেসিডেন্টের দপ্তর।

প্রেসিডেন্টের মুখ্যসচিব বলেছেন, ‘বিগত বছরগুলোতে জাতির সেবা করা এবং তাঁদের অঙ্গীকারের জন্য প্রেসিডেন্ট আলাসানে প্রধানমন্ত্রী প্যাট্রিক আচি এবং সরকারের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।’

নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা গঠনের আগে পর্যন্ত সরকারে বর্তমান দায়িত্বপ্রাপ্তরাই অস্থায়ীভাবে দায়িত্ব পালন করবেন।

আইভরি কোস্টের প্রেসিডেন্টের নির্বাহী আদেশে সরকারে ব্যাপক ও অপ্রত্যাশিত পরিবর্তন এটিই প্রথম নয়। পশ্চিম আফ্রিকার দেশটির রাজনীতিতে এমন ঘটনা অনেকটা স্বাভাবিকই।

মন্ত্রিসভার আকার ছোট করার জন্য প্রেসিডেন্ট ওউত্তারা মন্ত্রীর সংখ্যা কমানোর পরিকল্পনা ঘোষণা করার পর গত বছরের এপ্রিলে প্রধানমন্ত্রী আচি তাঁর এবং তাঁর সরকারের পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। এর এক সপ্তাহ পর প্রধানমন্ত্রীকে পুনর্নিযুক্ত করা হয়।

আইভরি কোস্টে ২০২৫ সালে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বর্তমান প্রেসিডেন্ট ওউত্তারা ২০২০ সালে পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি আবার প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না তা এখনো স্পষ্ট করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত