অনলাইন ডেস্ক
বিচার বিভাগে প্রেসিডেন্টের হস্তক্ষেপের প্রতিবাদে রাজপথে বিক্ষোভে নেমেছেন তিউনিসিয়ার বিচারকেরা। দুর্নীতি এবং ‘সন্ত্রাসীদের’ রক্ষা করার অভিযোগে ৫৭ জন সহকর্মীকে বরখাস্ত করার কয়েকদিন পরই রাস্তায় নামলেন বিচারকেরা। সপ্তাহব্যাপী ধর্মঘট ডেকেছেন তাঁরা।
সোমবার (৬ জুন) থেকে শুরু হওয়া ধর্মঘট তিউনিসিয়ার রাজনীতিবিদ, প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের ক্রমবর্ধমান সরকার বিরোধী বিক্ষোভের সর্বশেষ ঘটনা। দেশটির রাজনৈতিক সংকট ক্রমেই গভীর হচ্ছে।
গত জুলাইয়ে দেশের নির্বাচিত সংসদ ভেঙে দিয়ে নির্বাহী ক্ষমতা দখল করেন প্রেসিডেন্ট কায়েস সাঈদ। একটি টেলিভিশন ভাষণে তিনি বলেন, ‘একের পর এক সুযোগ দিয়েছি এবং বিচার বিভাগকে বহুবার সতর্ক করেছি।’ এই ঘোষণাতে বিচার বিভাগের ওপর প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ প্রসারিত করে নতুন ডিক্রি জারি করেন তিনি।
আরব বসন্তের পর একমাত্র গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে সর্বশেষ এমন হস্তক্ষেপ বিচারক এবং অন্যান্য নাগরিক সমাজের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। বিচারকদের চারটি ইউনিয়ন ‘বিচার বিভাগে প্রেসিডেন্টের ক্রমাগত হস্তক্ষেপের’ প্রতিবাদ জানাতে দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে। এক সপ্তাহ আদালতে বসবেন না তাঁরা। তবে সন্ত্রাস সংশ্লিষ্ট মামলার আদালত খোলা থাকবে।
গত ফেব্রুয়ারিতে তিউনিসিয়ার প্রেসিডেন্ট সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, যেটি বিচারকদের স্বাধীনতা নিয়ে কাজ করে, সেটি ভেঙে দেন। তিউনিসিয়ায় ২০১১ সালের বিপ্লবের পর থেকে কাউন্সিলটি বিচারিক স্বাধীনতার প্রধান গ্যারান্টর হিসেবে কাজ করে আসছিল।
সেই সময় তিউনিসিয়ার বিচারকদের সমিতি কর্তৃত্ববাদী শাসন প্রত্যাবর্তনের আশঙ্কার মধ্যে, শীর্ষ বিচার বিভাগীয় ওয়াচডগ ভেঙে দেওয়ার প্রতিবাদে দেশের সব আদালতে দুই দিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়।
বিচার বিভাগে প্রেসিডেন্টের হস্তক্ষেপের প্রতিবাদে রাজপথে বিক্ষোভে নেমেছেন তিউনিসিয়ার বিচারকেরা। দুর্নীতি এবং ‘সন্ত্রাসীদের’ রক্ষা করার অভিযোগে ৫৭ জন সহকর্মীকে বরখাস্ত করার কয়েকদিন পরই রাস্তায় নামলেন বিচারকেরা। সপ্তাহব্যাপী ধর্মঘট ডেকেছেন তাঁরা।
সোমবার (৬ জুন) থেকে শুরু হওয়া ধর্মঘট তিউনিসিয়ার রাজনীতিবিদ, প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের ক্রমবর্ধমান সরকার বিরোধী বিক্ষোভের সর্বশেষ ঘটনা। দেশটির রাজনৈতিক সংকট ক্রমেই গভীর হচ্ছে।
গত জুলাইয়ে দেশের নির্বাচিত সংসদ ভেঙে দিয়ে নির্বাহী ক্ষমতা দখল করেন প্রেসিডেন্ট কায়েস সাঈদ। একটি টেলিভিশন ভাষণে তিনি বলেন, ‘একের পর এক সুযোগ দিয়েছি এবং বিচার বিভাগকে বহুবার সতর্ক করেছি।’ এই ঘোষণাতে বিচার বিভাগের ওপর প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ প্রসারিত করে নতুন ডিক্রি জারি করেন তিনি।
আরব বসন্তের পর একমাত্র গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে সর্বশেষ এমন হস্তক্ষেপ বিচারক এবং অন্যান্য নাগরিক সমাজের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। বিচারকদের চারটি ইউনিয়ন ‘বিচার বিভাগে প্রেসিডেন্টের ক্রমাগত হস্তক্ষেপের’ প্রতিবাদ জানাতে দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে। এক সপ্তাহ আদালতে বসবেন না তাঁরা। তবে সন্ত্রাস সংশ্লিষ্ট মামলার আদালত খোলা থাকবে।
গত ফেব্রুয়ারিতে তিউনিসিয়ার প্রেসিডেন্ট সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, যেটি বিচারকদের স্বাধীনতা নিয়ে কাজ করে, সেটি ভেঙে দেন। তিউনিসিয়ায় ২০১১ সালের বিপ্লবের পর থেকে কাউন্সিলটি বিচারিক স্বাধীনতার প্রধান গ্যারান্টর হিসেবে কাজ করে আসছিল।
সেই সময় তিউনিসিয়ার বিচারকদের সমিতি কর্তৃত্ববাদী শাসন প্রত্যাবর্তনের আশঙ্কার মধ্যে, শীর্ষ বিচার বিভাগীয় ওয়াচডগ ভেঙে দেওয়ার প্রতিবাদে দেশের সব আদালতে দুই দিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়।
সীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৬ ঘণ্টা আগে২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। বাস্তুচ্যুত এসব মানুষের অর্ধেকেরও বেশি বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। এমন হাজারো বাস্তুচ্যুত শরণার্থীদের মধ্যে একজন মাহা জানুদ। যিনি সিরিয়ার প্রথম নারী ফুটবল কোচ
৭ ঘণ্টা আগেসামনে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৫৫ তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
৭ ঘণ্টা আগেপ্রথম ট্রান্সজেন্ডার অভিনেত্রী হিসেবে এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন কার্লা সোফিয়া গাসকন। এরপরই তাঁর পুরোনো ও বিতর্কিত কয়েকটি টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে। ওই টুইটগুলোতে তিনি ধর্ম, ইসলাম, জর্জ ফ্লয়েড, কোভিড-১৯ ভ্যাকসিন এবং অস্কারের বৈচিত্র্য নীতি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
৭ ঘণ্টা আগে