Ajker Patrika

নাইজেরিয়ায় ১৪০ স্কুল শিক্ষার্থীকে অপহরণ

আপডেট : ০৬ জুলাই ২০২১, ১২: ১২
নাইজেরিয়ায় ১৪০ স্কুল শিক্ষার্থীকে অপহরণ

আবারও স্কুল থেকে শিক্ষার্থীদের অপহরণের ঘটনা ঘটল নাইজেরিয়ায়। গতকাল সোমবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকার একটি স্কুলে থেকে কমপক্ষে ১৪০ জন শিক্ষার্থীকে অপহরণ করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। নাইজেরিয়ার পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

এ ছাড়া দেশটির জারিয়া শহরের জাতীয় যক্ষ্মা ও কুষ্ঠরোগ কেন্দ্রের কমপক্ষে আটজনকে রোববার সকালে অপহরণ করা হয়েছে। হাসপাতালের এক কর্মী জানিয়েছেন, অপহৃতদের মধ্যে দুজন নার্স এবং ১২ মাস বয়সী একটি শিশুও রয়েছে।

সাম্প্রতিক সময়ে নাইজেরিয়ায় মুক্তিপণের জন্য শিক্ষার্থীদের অপহরণের ঘটনা বৃদ্ধি পেয়েছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, নাইজেরিয়ার জারিয়া শহর থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কাদুনা শহরের নিকটবর্তী বেথেল ব্যাপ্টিস্ট স্কুলে সোমবার হামলা চালায় বন্দুকধারীরা। পরে স্কুলটি থেকে কমপক্ষে ১৪০ শিক্ষার্থীকে অপহরণ করে তারা। 

অপহরণের শিকার ১৫ বছর বয়সী এক কিশোরী শিক্ষার্থীর মা বিবিসিকে জানান, সোমবার বহুসংখ্যক বন্দুকধারী মোটরবাইকে ঘটনাস্থলে আসে এবং বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে সেখান থেকে ১৪০ জন শিক্ষার্থীকে অপহরণ করে তারা। 

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, স্কুলে হামলা চালানোর পর বন্দুকধারীরা হোস্টেলে প্রবেশ করে এবং অজ্ঞাতসংখ্যক শিক্ষার্থীকে অপহরণ করে জঙ্গলে নিয়ে যায়। তবে একজন নারী শিক্ষকসহ মোট ২৬ জনকে উদ্ধার করা হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে। 

স্থানীয় এক খ্রিষ্টান নেতা জানিয়েছেন, স্কুলটিতে ১৮০ জন শিক্ষার্থী ছিল। এদের মধ্যে কিছু পালাতে সক্ষম হয়েছে। এদিকে পুলিশ জানিয়েছে, জারিয়া হাসপাতালেও বন্দুকধারীরা হামলা চালিয়েছে। ধারণা করা হচ্ছে, স্থানীয় অপরাধীরাই ওই হামলা চালিয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত