Ajker Patrika

দক্ষিণ আফ্রিকার সৈকতে উত্তাল ঢেউয়ে মৃত ৩, আহত ১৭ 

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ১৫: ০৫
দক্ষিণ আফ্রিকার সৈকতে উত্তাল ঢেউয়ে মৃত ৩, আহত ১৭ 

দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের জনপ্রিয় একটি সৈকতে আকস্মিক উত্তাল ঢেউয়ের তোড়ে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হয়েছে অন্তত ১৭ জন। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জরুরি স্বাস্থ্যসেবা বিভাগ কওয়াজুলু-নাটালের মুখপাত্র রবার্ট ম্যাকেঞ্জি জানান, শনিবার (১৭ ডিসেম্বর) ‘বে অব প্লেন্টি’র সৈকতে এ দুর্ঘটনা ঘটে। ঢেউয়ের তোড়ে কয়েকজন ভেসে গেলে তাঁদের মধ্যে তিনজনের মৃত্যু হয়। আহত হন আরও ১৭ জন। আহতদের অবস্থা ‘গুরুতর কিংবা আশঙ্কাজনক’ বলেও জানান রবার্ট।

স্থানীয় ইথেকওয়ানি মিউনিসিপ্যালটির বিবৃতিতে বলা হয়, শনিবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ৩৫ জন লাইফগার্ড সদস্য উদ্ধার কার্যক্রম পরিচালনা করছিলেন। বিবৃতিতে আরও বলা হয়, এই আকস্মিক ঢেউয়ের শিকার ১০০ জনের বেশি মানুষকে সেবা দিয়েছেন স্বাস্থ্যকর্মীরা।

এর আগে বেশ কিছুদিন ডারবানের সমুদ্রসৈকতগুলো জনসাধারণের জন্য বন্ধ রাখা হয়েছিল। শহরের পয়োনিষ্কাশনের ব্যবস্থা থেকে আসা ই-কোলি ব্যাকটেরিয়ার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়। চলতি বছরের শুরুর দিকে ভয়াবহ বন্যার কারণে শহরটির পয়োনিষ্কাশনের ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। গত এপ্রিলে দেশটির ইতিহাসে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ এই বন্যায় ৪০০ জনেরও বেশি প্রাণ হারান। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত