Ajker Patrika

গিনি-বিসাউয়ে সেনা অভ্যুত্থানের চেষ্টা, বেশ কয়েকজন নিহত

গিনি-বিসাউয়ে সেনা অভ্যুত্থানের চেষ্টা, বেশ কয়েকজন নিহত

পশ্চিম আফ্রিকার দেশ গিনি-বিসাউয়ে সেনা অভ্যুত্থানের চেষ্টাকালে বেশ কয়েকজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার এই ঘটনা ঘটে। দেশটির প্রেসিডেন্টের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

গিনি-বিসাউয়ের প্রেসিডেন্ট উমারো সিসোকো এম্বালো বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছ। অভ্যুত্থানের চেষ্টাকে গণতন্ত্রের বিরুদ্ধে ব্যর্থ আক্রমণ বলে অভিহিত করেছেন তিনি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, উমারো সিসোকো এম্বালো তাঁর সরকারি ভবনে মন্ত্রিসভার ওই বৈঠকটি করার সময় বন্দুকধারীরা গুলি চালায়।

সেনাদের দাবি, তারা প্রেসিডেন্ট ও তার মন্ত্রীদের আটক করেছে। তবে এই দাবি উড়িয়ে দিয়েছেন গিনি-বিসাউয়ের প্রেসিডেন্ট উমারো সিসোকো।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বিবিসিকে জানায়, বেসামরিক পোশাক পরে বন্দুকধারীরা হামলা চালায়।

পশ্চিম আফ্রিকার আঞ্চলিক নেতারা ঘটনাটিকে অভ্যুত্থানের প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন এবং সেনাদের ব্যারাকে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তবে ঠিক কী হয়েছে তা এখনো জানা যায়নি।

২০২০ সালের গিনি-বিসাউয়ের নির্বচনে এম্বালোকে বিজয়ী বলে ঘোষণা করা হয়েছিল। তবে তাঁর প্রতিদ্বন্দ্বী ডমিঙ্গোস সিমোয়েস পেরেইরা নির্বাচনের ওই ফল মেনে নেননি।

নির্বাচনের ফলাফল কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দায়ের করা মামলা বিচারাধীন থাকলেও, দেশটির সামরিক বাহিনীর সমর্থন নিয়ে একটি নতুন সরকার গঠন করতে তৎপরতা শুরু করেন এম্বালো।

মাত্র ১৫ লাখ জনসংখ্যার দেশটি ১৯৭৪ সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করার পর থেকে, দেশটিতে এ পর্যন্ত চারটি অভ্যুত্থান হয়েছে এবং ১২ টিরও বেশি অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।

 

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত