অনলাইন ডেস্ক
নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহামেদ বাজুমের বিরুদ্ধে ‘উচ্চ রাষ্ট্রদ্রোহিতা’ এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে ক্ষুণ্ন করায় বিচারের আওতায় আনবে দেশটির অভ্যুত্থানের নেতারা। জান্তা বলছে, তারা বাজুমের বিচার করবে এবং ক্রমবর্ধমান আঞ্চলিক সংকট সমাধানের জন্য পশ্চিম আফ্রিকার দেশগুলোর সঙ্গে আলোচনা করবে।
রোববার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির জান্তা সরকারের মুখপাত্র কর্নেল মেজর আমাদু আবদ্রামানে বলেছেন, সামরিক শাসক ‘যোগ্য জাতীয় ও আন্তর্জাতিক’ কর্তৃপক্ষের সামনে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট এবং তাঁর দেশি ও বিদেশি সহযোগীদের বিরুদ্ধে উচ্চ রাষ্ট্রদ্রোহিতার মামলা এবং এর বিচার করার জন্য প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করেছে।
নাইজারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট বাজুমকে গত ২৬ জুলাই তাঁর গার্ডের সদস্যরা ক্ষমতাচ্যুত করেছিলেন এবং তার পর থেকে রাজধানী নিয়ামেতে রাষ্ট্রপতির প্রাঙ্গণে তাঁর স্ত্রী এবং পুত্রের সঙ্গে গৃহবন্দী আছেন।
প্রেসিডেন্টের ঘনিষ্ঠ ব্যক্তিরা এবং তাঁর ক্ষমতাসীন দলের লোকেরা বলেছেন, তাঁদের বিদ্যুৎ এবং জলের লাইন কেটে দেওয়া হয়েছে। তাঁদের খাবার ফুরিয়ে গেছে। জান্তা রোববার রাতে এই দাবিগুলোকে প্রত্যাখ্যান করেছে এবং বলেছে পশ্চিম আফ্রিকার রাজনীতিবিদ ও আন্তর্জাতিক অংশীদারদের কাছে জান্তাকে অসম্মান করার জন্য একটি বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে।
বাজুমকে মুক্তি ও পুনর্বহাল করার জন্য জান্তার ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। অভ্যুত্থানের পরপরই পশ্চিম আফ্রিকার আঞ্চলিক ব্লক ইকোওয়াস তাঁকে ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য জান্তা শাসককে সাত দিন সময় দেয় বা সামরিক শক্তির হুমকি দেয়, কিন্তু সেই সময়সীমা পার হয়ে গেছে।
গত সপ্তাহে ইকোওয়াস একটি ‘স্ট্যান্ডবাই’ বাহিনী মোতায়েনের আদেশ দিয়েছে, তবে এটি কখন বা কোন দেশে প্রবেশ করবে তা এখনও স্পষ্ট নয়।
নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহামেদ বাজুমের বিরুদ্ধে ‘উচ্চ রাষ্ট্রদ্রোহিতা’ এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে ক্ষুণ্ন করায় বিচারের আওতায় আনবে দেশটির অভ্যুত্থানের নেতারা। জান্তা বলছে, তারা বাজুমের বিচার করবে এবং ক্রমবর্ধমান আঞ্চলিক সংকট সমাধানের জন্য পশ্চিম আফ্রিকার দেশগুলোর সঙ্গে আলোচনা করবে।
রোববার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির জান্তা সরকারের মুখপাত্র কর্নেল মেজর আমাদু আবদ্রামানে বলেছেন, সামরিক শাসক ‘যোগ্য জাতীয় ও আন্তর্জাতিক’ কর্তৃপক্ষের সামনে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট এবং তাঁর দেশি ও বিদেশি সহযোগীদের বিরুদ্ধে উচ্চ রাষ্ট্রদ্রোহিতার মামলা এবং এর বিচার করার জন্য প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করেছে।
নাইজারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট বাজুমকে গত ২৬ জুলাই তাঁর গার্ডের সদস্যরা ক্ষমতাচ্যুত করেছিলেন এবং তার পর থেকে রাজধানী নিয়ামেতে রাষ্ট্রপতির প্রাঙ্গণে তাঁর স্ত্রী এবং পুত্রের সঙ্গে গৃহবন্দী আছেন।
প্রেসিডেন্টের ঘনিষ্ঠ ব্যক্তিরা এবং তাঁর ক্ষমতাসীন দলের লোকেরা বলেছেন, তাঁদের বিদ্যুৎ এবং জলের লাইন কেটে দেওয়া হয়েছে। তাঁদের খাবার ফুরিয়ে গেছে। জান্তা রোববার রাতে এই দাবিগুলোকে প্রত্যাখ্যান করেছে এবং বলেছে পশ্চিম আফ্রিকার রাজনীতিবিদ ও আন্তর্জাতিক অংশীদারদের কাছে জান্তাকে অসম্মান করার জন্য একটি বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে।
বাজুমকে মুক্তি ও পুনর্বহাল করার জন্য জান্তার ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। অভ্যুত্থানের পরপরই পশ্চিম আফ্রিকার আঞ্চলিক ব্লক ইকোওয়াস তাঁকে ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য জান্তা শাসককে সাত দিন সময় দেয় বা সামরিক শক্তির হুমকি দেয়, কিন্তু সেই সময়সীমা পার হয়ে গেছে।
গত সপ্তাহে ইকোওয়াস একটি ‘স্ট্যান্ডবাই’ বাহিনী মোতায়েনের আদেশ দিয়েছে, তবে এটি কখন বা কোন দেশে প্রবেশ করবে তা এখনও স্পষ্ট নয়।
২০২০ সালের শুরুর দিকে করোনা মহামারির সময় সীমান্ত বন্ধ করে উত্তর কোরিয়া নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলেছিল। ২০২৪ সালে দেশটি শুধুমাত্র রুশ পর্যটকদের জন্য সীমান্ত উন্মুক্ত করেছিল। আর গত মাসে পশ্চিমা পর্যটকেরাও দেশটির পূর্বাঞ্চলীয় শহর রাসোনে প্রবেশের অনুমতি পেয়েছিল।
১ ঘণ্টা আগেএকটি সম্ভাব্য যুদ্ধবিরতির জন্য ইউক্রেনে ইতিমধ্যেই সৈন্য মোতায়েনের ইচ্ছা প্রকাশ করেছে ফ্রান্স ও যুক্তরাজ্য। এবার বৃহত্তর শান্তিরক্ষী মিশনের অংশ হিসেবে প্রয়োজন হলে ইউক্রেনে সৈন্য মোতায়েন করতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্কও।
১ ঘণ্টা আগেইউরোপের প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করা ও সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য পাঁচ ধাপে বাস্তবায়নযোগ্য একটি পরিকল্পনা ঘোষণা করেছে ইউরোপীয় কমিশন। কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেয়ন গত মঙ্গলবার ৮৬০ কোটি তথা ৮৬ হাজার কোটি ডলারের বেশি অর্থের এই প্যাকেজের পরিকল্পনার কথা ঘোষণা করেন।
৩ ঘণ্টা আগেসামরিক মহড়ার সময় ভুলবশত লোকালয়ে বোমাবর্ষণ করেছে দক্ষিণ কোরিয়ার বিমানবাহিনী। কোনো প্রাণহানি না ঘটলেও, এতে আহত হয়েছেন অন্তত ৭ জন। যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে সীমান্তবর্তী শহর পোচিয়নে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে