ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর কিশিশে অন্তত ২৭২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। দেশটির সরকার জানিয়েছে, গত সপ্তাহে এই গণহত্যা চালিয়েছে বিদ্রোহীরা।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত ২৯ নভেম্বর ওই গণহত্যার ঘটনা ঘটে। এরপর কঙ্গোর সশস্ত্র বাহিনী জানায়, এম২৩ বিদ্রোহী গোষ্ঠী এই গণহত্যা চালিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিদ্রোহী গোষ্ঠীটি।
সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে ৫০ জন বেসামরিক নাগরিককে হত্যার কথা জানানো হয়েছিল। তবে সোমবার (৫ নভেম্বর) সরকারের মুখপাত্র প্যাট্রিক মুয়ায়ার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে নতুন করে নিহতের সংখ্যা ২৭২ বলে জানান কঙ্গোর শিল্পমন্ত্রী জুলিয়েন পালুকু। নিহতদের মধ্যে বহু শিশু ও নারী রয়েছে বলেও জানান তিনি।
মধ্য আফ্রিকার দেশটির পূর্বাঞ্চলে কয়েক মাস ধরে সেনাবাহিনী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী তুতসি নেতৃত্বাধীন বিদ্রোহী বাহিনী এম২৩-এর মধ্যে লড়াই চলছে। এতে অঞ্চলটিতে চরম অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে।
এম২৩ বিদ্রোহী গোষ্ঠীটি বহু বছর নিষ্ক্রিয় ছিল। তবে গত বছরের নভেম্বরে আবার সশস্ত্র তৎপরতা শুরু করে। কয়েক মাস শান্ত থাকার পর ফের এ বছরের অক্টোবরে আক্রমণ শুরু করে এবং অনেক অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে থাকে।
কঙ্গো সরকারের অভিযোগ, তাদের প্রতিবেশী দেশ রুয়ান্ডা এম২৩ বিদ্রোহী গোষ্ঠীটি সমর্থন করছে। জাতিসংঘের বিশেষজ্ঞ এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও সাম্প্রতিক সময়ে এমন ইঙ্গিত দিয়েছেন। তবে রুয়ান্ডার পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়।
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর কিশিশে অন্তত ২৭২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। দেশটির সরকার জানিয়েছে, গত সপ্তাহে এই গণহত্যা চালিয়েছে বিদ্রোহীরা।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত ২৯ নভেম্বর ওই গণহত্যার ঘটনা ঘটে। এরপর কঙ্গোর সশস্ত্র বাহিনী জানায়, এম২৩ বিদ্রোহী গোষ্ঠী এই গণহত্যা চালিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিদ্রোহী গোষ্ঠীটি।
সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে ৫০ জন বেসামরিক নাগরিককে হত্যার কথা জানানো হয়েছিল। তবে সোমবার (৫ নভেম্বর) সরকারের মুখপাত্র প্যাট্রিক মুয়ায়ার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে নতুন করে নিহতের সংখ্যা ২৭২ বলে জানান কঙ্গোর শিল্পমন্ত্রী জুলিয়েন পালুকু। নিহতদের মধ্যে বহু শিশু ও নারী রয়েছে বলেও জানান তিনি।
মধ্য আফ্রিকার দেশটির পূর্বাঞ্চলে কয়েক মাস ধরে সেনাবাহিনী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী তুতসি নেতৃত্বাধীন বিদ্রোহী বাহিনী এম২৩-এর মধ্যে লড়াই চলছে। এতে অঞ্চলটিতে চরম অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে।
এম২৩ বিদ্রোহী গোষ্ঠীটি বহু বছর নিষ্ক্রিয় ছিল। তবে গত বছরের নভেম্বরে আবার সশস্ত্র তৎপরতা শুরু করে। কয়েক মাস শান্ত থাকার পর ফের এ বছরের অক্টোবরে আক্রমণ শুরু করে এবং অনেক অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে থাকে।
কঙ্গো সরকারের অভিযোগ, তাদের প্রতিবেশী দেশ রুয়ান্ডা এম২৩ বিদ্রোহী গোষ্ঠীটি সমর্থন করছে। জাতিসংঘের বিশেষজ্ঞ এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও সাম্প্রতিক সময়ে এমন ইঙ্গিত দিয়েছেন। তবে রুয়ান্ডার পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়।
দীর্ঘ ২৯ বছর সরকারি বাস চালিয়েছেন তিনি। মাত্র ৭ ডলার (প্রায় ৮০০ টাকা) সমপরিমাণ ভাড়া আত্মসাতের দায়ে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে। শুধু তা–ই নয়, সেই সঙ্গে তাঁর ৮৪ হাজার ডলার (প্রায় ৯২ লাখ টাকা) পেনশনও বাতিল করা হয়েছে।
৬ মিনিট আগেভারতের উত্তর-পূর্ব দিল্লির সীলমপুরে ১৭ বছর বয়সী এক কিশোর হত্যার ঘটনায় ফের আলোচনায় জিকরা নামের এক তরুণী। তিনি নিজেকে ‘লেডি ডন’ বলে পরিচয় দেন। সামাজিক মাধ্যমে তাঁর কার্যকলাপ এবং অপরাধ জগতের সঙ্গে যোগাযোগের জন্য পরিচিত এই তরুণী।
৪১ মিনিট আগেযুক্তরাষ্ট্র ক্রিমিয়া অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে পারে। মস্কো ও কিয়েভের মধ্যে একটি শান্তিচুক্তির অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আলোচনার সঙ্গে যুক্ত কয়েকজন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে। মার্কিন সংবাদমাধ্যম..
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর সাম্প্রতিক কঠোর পদক্ষেপ নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিয়ে বিশেষ করে ভারতীয় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আমেরিকান ইমিগ্রেশন ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের (এআইএলএ) একটি প্রতিবেদন অনুসারে, সংস্থাটি কর্তৃক সংগৃহীত ৩২৭টি সাম্প্রতিক ভিসা বাতিলের প্রায় অর্ধেকই ভারতীয়...
২ ঘণ্টা আগে