Ajker Patrika

বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট আটক

অনলাইন ডেস্ক
বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট আটক

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর প্রেসিডেন্টকে গ্রেপ্তার করেছে দেশটির সেনাবাহিনীর বিদ্রোহীদের একটি অংশ। সোমবার প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোরিয়েকে আটক করা হয়। দেশটির রাজধানী ওয়াগাদুগুর প্রেসিডেন্ট ভবন থেকে তাঁকে আটক করা হয়। 

সোমবার ভোররাতেই ওয়াগাদুগুর প্রেসিডেন্টের বাসভবন এলাকার বাইরে ও বিভিন্ন ব্যারাকে গোলাগুলির আওয়াজ পাওয়া গেছে বলে স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছে এএফপি। 

বুরকিনা ফাসোর সেনাবাহিনীর বিদ্রোহী অংশ সরকারের কাছে বর্তমান সেনাপ্রধানকে অপসারণসহ দেশটির ইসলামপন্থীদের মোকাবিলায় আরও অর্থায়ন দাবি করে। কিন্তু সরকার তা না মানায় এই বিদ্রোহ। 

তবে এর আগে, গত রোববার দেশটির সরকার কোনো ধরণের সামরিক অভ্যুত্থান কিংবা প্রেসিডেন্টের আটক হওয়ার সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছিল।

এর আগে, রোববার স্থানীয় সময় ভোর ৫টার দিকে বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাদুগুর স্যানগৌল লামিজানা সেনা শিবিরে তীব্র গোলাগুলি হয়েছে। এই শিবিরে দেশটির সেনাবাহিনীর সাধারণ কর্মীরা থাকেন ও সেখানে একটি কারাগার রয়েছে। সেখানে আটক রয়েছে ২০১৫ সালের ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে জড়িত সেনাসদস্যরা।

রয়টার্সের প্রতিনিধি জানান, সেনা শিবিরের সৈন্যদের আকাশে ফাঁকা গুলি ছুড়তে দেখেছেন তিনি। এ ছাড়া ওয়াগাদুগুর বিমানবন্দরের কাছেও গোলাগুলির ঘটনা ঘটেছে। 

স্থানীয় একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওয়াগাদৌগৌ থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরের কায়া এলাকার একটি সেনা শিবিরেও গোলাগুলি হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি রাখতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের তদবির

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত