পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর প্রেসিডেন্টকে গ্রেপ্তার করেছে দেশটির সেনাবাহিনীর বিদ্রোহীদের একটি অংশ। সোমবার প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোরিয়েকে আটক করা হয়। দেশটির রাজধানী ওয়াগাদুগুর প্রেসিডেন্ট ভবন থেকে তাঁকে আটক করা হয়।
সোমবার ভোররাতেই ওয়াগাদুগুর প্রেসিডেন্টের বাসভবন এলাকার বাইরে ও বিভিন্ন ব্যারাকে গোলাগুলির আওয়াজ পাওয়া গেছে বলে স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছে এএফপি।
বুরকিনা ফাসোর সেনাবাহিনীর বিদ্রোহী অংশ সরকারের কাছে বর্তমান সেনাপ্রধানকে অপসারণসহ দেশটির ইসলামপন্থীদের মোকাবিলায় আরও অর্থায়ন দাবি করে। কিন্তু সরকার তা না মানায় এই বিদ্রোহ।
তবে এর আগে, গত রোববার দেশটির সরকার কোনো ধরণের সামরিক অভ্যুত্থান কিংবা প্রেসিডেন্টের আটক হওয়ার সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছিল।
এর আগে, রোববার স্থানীয় সময় ভোর ৫টার দিকে বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাদুগুর স্যানগৌল লামিজানা সেনা শিবিরে তীব্র গোলাগুলি হয়েছে। এই শিবিরে দেশটির সেনাবাহিনীর সাধারণ কর্মীরা থাকেন ও সেখানে একটি কারাগার রয়েছে। সেখানে আটক রয়েছে ২০১৫ সালের ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে জড়িত সেনাসদস্যরা।
রয়টার্সের প্রতিনিধি জানান, সেনা শিবিরের সৈন্যদের আকাশে ফাঁকা গুলি ছুড়তে দেখেছেন তিনি। এ ছাড়া ওয়াগাদুগুর বিমানবন্দরের কাছেও গোলাগুলির ঘটনা ঘটেছে।
স্থানীয় একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওয়াগাদৌগৌ থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরের কায়া এলাকার একটি সেনা শিবিরেও গোলাগুলি হয়েছে।
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর প্রেসিডেন্টকে গ্রেপ্তার করেছে দেশটির সেনাবাহিনীর বিদ্রোহীদের একটি অংশ। সোমবার প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোরিয়েকে আটক করা হয়। দেশটির রাজধানী ওয়াগাদুগুর প্রেসিডেন্ট ভবন থেকে তাঁকে আটক করা হয়।
সোমবার ভোররাতেই ওয়াগাদুগুর প্রেসিডেন্টের বাসভবন এলাকার বাইরে ও বিভিন্ন ব্যারাকে গোলাগুলির আওয়াজ পাওয়া গেছে বলে স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছে এএফপি।
বুরকিনা ফাসোর সেনাবাহিনীর বিদ্রোহী অংশ সরকারের কাছে বর্তমান সেনাপ্রধানকে অপসারণসহ দেশটির ইসলামপন্থীদের মোকাবিলায় আরও অর্থায়ন দাবি করে। কিন্তু সরকার তা না মানায় এই বিদ্রোহ।
তবে এর আগে, গত রোববার দেশটির সরকার কোনো ধরণের সামরিক অভ্যুত্থান কিংবা প্রেসিডেন্টের আটক হওয়ার সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছিল।
এর আগে, রোববার স্থানীয় সময় ভোর ৫টার দিকে বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাদুগুর স্যানগৌল লামিজানা সেনা শিবিরে তীব্র গোলাগুলি হয়েছে। এই শিবিরে দেশটির সেনাবাহিনীর সাধারণ কর্মীরা থাকেন ও সেখানে একটি কারাগার রয়েছে। সেখানে আটক রয়েছে ২০১৫ সালের ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে জড়িত সেনাসদস্যরা।
রয়টার্সের প্রতিনিধি জানান, সেনা শিবিরের সৈন্যদের আকাশে ফাঁকা গুলি ছুড়তে দেখেছেন তিনি। এ ছাড়া ওয়াগাদুগুর বিমানবন্দরের কাছেও গোলাগুলির ঘটনা ঘটেছে।
স্থানীয় একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওয়াগাদৌগৌ থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরের কায়া এলাকার একটি সেনা শিবিরেও গোলাগুলি হয়েছে।
গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিতর্কিত এক মার্কিন বাইকার গ্যাংয়ের সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে বলে বিবিসির এক অনুসন্ধানে জানা গেছে। এই গ্যাংটির নাম ‘ইনফিডেলস মোটরসাইকেল ক্লাব’। অতীতে এই ক্লাবের ইসলামবিদ্বেষী কর্মকাণ্ডের ইতিহাস রয়েছে।
২২ মিনিট আগেনেপালের প্রভাবশালী রাজনৈতিক নেতা, সাবেক উপপ্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রী টপ বাহাদুর রায়মাঝি আবারও শিরোনাম হলেন। তবে নেপাল কমিউনিস্ট পার্টির (মার্কস ও লেনিনপন্থী) এই নেতা এবার শিরোনাম হয়েছেন দেশে বিশৃঙ্খলার সুযোগে কারাগার থেকে পলায়ন করে।
২ ঘণ্টা আগেনেপালের রাজধানী কাঠমান্ডুতে মঙ্গলবারের তুলনায় বুধবার সকাল কিছুটা শান্ত মনে হলেও পরিস্থিতি এখনো ভয়াবহ। ভোর থেকে এই শহরের প্রধান মোড়গুলোতে ব্যারিকেড বসিয়ে ভেতরের রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে সেনারা।
৩ ঘণ্টা আগেহিমালয়কন্যা নেপালে সরকারের দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে যে আন্দোলন শুরু হয়েছে, এরই মধ্যে অন্তত ২৯ জনের প্রাণ ঝরেছে। এরপর নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ করায় সরকারেরও পতন হয়েছে। দেশের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী।
৩ ঘণ্টা আগে