Ajker Patrika

নাইজেরিয়ায় ভবন ধসে নিহত ৪, আটকা বহু

আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১১: ১১
নাইজেরিয়ায় ভবন ধসে নিহত ৪, আটকা বহু

নাইজেরিয়ার রাজধানী লাগোসে নির্মাণাধীন একটি বহুতল ভবন ধসের ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভবনটির ভেতরে অনেকে আটকে রয়েছে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, লাগোসের ইকোয়িতে নির্মাণাধীন ২১ তলার ভবনটি স্থানীয় সময় গত সোমবার ধসে পড়ে। এর পরপরই উদ্ধারকর্মীরা কাজ শুরু করলেও ভবনটির ভেতরে ঠিক কতজন আটকে আছে, সেই সংখ্যা নিশ্চিত করতে পারেননি তাঁরা। ইতিমধ্যে কয়েকজনকে জীবিত উদ্ধারও করা হয়েছে। 

নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইব্রাহিম ফারিনলোয়ি জানিয়েছেন, ধসে পড়া ভবনটির ভেতর থেকে চারজনকে জীবিত এবং চারজনকে মৃত উদ্ধার করা হয়েছে।

লাগোস পুলিশ কমিশনার হাকিম ওদুমসু আটকে পড়ার সংখ্যা নিয়ে কোনো তথ্য জানাতে পারেননি। তিনি বলেন, `ভিড় নিয়ন্ত্রণে সহায়তা করার জন্য আমরা সেনাবাহিনীকেও আনার চেষ্টা করছি।' 

ভবনটির চারজন নির্মাণশ্রমিক বার্তা সংস্থা এএফপিকে জানান, ধসে পড়ার সময় কয়েক ডজন মানুষ ভবনটির ভেতরে কাজ করছিলেন। 

পিটার আজাবি নামে ২৬ বছর বয়সী ভবনটির এক শ্রমিক বলেন, `ভবনে অন্তত ৪০ জন ছিলেন, ১০ জনের মরদেহ দেখেছি। কারণ আমি ধ্বংসস্তূপের মধ্যে গিয়েছি। মারা যাওয়াদের মধ্যে একজন আমার কাছের ছিল।'

আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় প্রায়ই ভবনধসের ঘটনা ঘটে। ভবন নির্মাণের নীতিমালা খুব কমই মানা হয় দেশটিতে। এ ছাড়া ভেজাল ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগও প্রায়ই পাওয়া যায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত