সুদানে দেশটির সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষে অন্তত ৫৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে ৬০০ জন। বিবিসির প্রতিবেদনে জানা যায়, শনিবার (১৫ এপ্রিল) দেশটির একটি সামরিক ঘাঁটিতে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময়ের সময় এ হতাহতের ঘটনা ঘটে।
শনিবারের সংঘাতে বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছে বলে জানিয়েছেন সুদানের চিকিৎসকেরা। সংঘাত রাজধানী ছাড়াও কয়েকটি বেসামরিক আবাসিক এলাকায়ও ছড়িয়ে পড়েছে। দেশটির একটি ডক্টর’স ইউনিয়ন জানিয়েছে, রাজধানী খার্তুমে সহিংসতায় অন্তত ২৭ জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক। তবে বেশ কয়েকজন সামরিক সদস্যও নিহত হয়েছেন বলে জানায় ডক্টর’স ইউনিয়ন।
সুদানের সামরিক নেতৃত্ব ও ক্ষমতা নিয়ে তীব্র দ্বন্দ্বের জেরে এমন রক্তক্ষয়ী সংঘাত ঘটেছে। আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সদস্যরা প্রেসিডেন্টের প্রাসাদ, সেনাপ্রধানের বাসভবন, খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দর, রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশনসহ দুটি বিমানবন্দর দখলে নেওয়ার দাবি করেছে।
তবে আরএসএফের এই দাবি প্রত্যাখ্যান করেছে সেনাবাহিনী। বিমানবন্দরসহ খার্তুমের গুরুত্বপূর্ণ এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার পাল্টা দাবি করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে।
সুদানের সেনাবাহিনীর নেতৃত্বে রয়েছেন জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। আর আধাসামরিক আরএসএফের নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ হামদান দাগালু, যিনি হেমেদতি নামে অধিক পরিচিত।
রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, রাস্তায় কামান ও সাঁজোয়া যান নামানো হয়েছে। এমনকি সেনাবাহিনী ও আরএসএফ উভয়ের সদর দপ্তরের কাছে ভারী গোলাগুলির শব্দ পাওয়া গেছে। ভিডিও ফুটেজে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক সব এয়ারলাইনস সুদানের আকাশসীমা এড়িয়ে চলছে।
এদিকে আফ্রিকান ইউনিয়ন, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশ সুদানে উভয় পক্ষকে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সংকট সমাধানে আলোচনারও আহ্বান জানানো হয়েছে।
সুদানে দেশটির সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষে অন্তত ৫৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে ৬০০ জন। বিবিসির প্রতিবেদনে জানা যায়, শনিবার (১৫ এপ্রিল) দেশটির একটি সামরিক ঘাঁটিতে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময়ের সময় এ হতাহতের ঘটনা ঘটে।
শনিবারের সংঘাতে বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছে বলে জানিয়েছেন সুদানের চিকিৎসকেরা। সংঘাত রাজধানী ছাড়াও কয়েকটি বেসামরিক আবাসিক এলাকায়ও ছড়িয়ে পড়েছে। দেশটির একটি ডক্টর’স ইউনিয়ন জানিয়েছে, রাজধানী খার্তুমে সহিংসতায় অন্তত ২৭ জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক। তবে বেশ কয়েকজন সামরিক সদস্যও নিহত হয়েছেন বলে জানায় ডক্টর’স ইউনিয়ন।
সুদানের সামরিক নেতৃত্ব ও ক্ষমতা নিয়ে তীব্র দ্বন্দ্বের জেরে এমন রক্তক্ষয়ী সংঘাত ঘটেছে। আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সদস্যরা প্রেসিডেন্টের প্রাসাদ, সেনাপ্রধানের বাসভবন, খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দর, রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশনসহ দুটি বিমানবন্দর দখলে নেওয়ার দাবি করেছে।
তবে আরএসএফের এই দাবি প্রত্যাখ্যান করেছে সেনাবাহিনী। বিমানবন্দরসহ খার্তুমের গুরুত্বপূর্ণ এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার পাল্টা দাবি করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে।
সুদানের সেনাবাহিনীর নেতৃত্বে রয়েছেন জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। আর আধাসামরিক আরএসএফের নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ হামদান দাগালু, যিনি হেমেদতি নামে অধিক পরিচিত।
রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, রাস্তায় কামান ও সাঁজোয়া যান নামানো হয়েছে। এমনকি সেনাবাহিনী ও আরএসএফ উভয়ের সদর দপ্তরের কাছে ভারী গোলাগুলির শব্দ পাওয়া গেছে। ভিডিও ফুটেজে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক সব এয়ারলাইনস সুদানের আকাশসীমা এড়িয়ে চলছে।
এদিকে আফ্রিকান ইউনিয়ন, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশ সুদানে উভয় পক্ষকে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সংকট সমাধানে আলোচনারও আহ্বান জানানো হয়েছে।
ইরান বিভিন্ন দেশে অস্ত্র উৎপাদন কারখানা গড়ে তুলেছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে। তবে এসব দেশের নাম এখনই প্রকাশ করবেন না বলে তিনি স্পষ্ট করেছেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা কয়েকটি দেশে অস্ত্র কারখানা তৈরি করেছি।
২৩ মিনিট আগেভুক্তভোগী ওই সরকারি কর্মচারী একটি অজানা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে একটি বার্তা পান। সেই বার্তায় তাঁকে ২০২৫ সালের ৩০ আগস্ট একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। ওই মেসেজে একটি ফাইল ছিল, যা দেখতে পিডিএফ ফরম্যাটের বিয়ের কার্ডের মতো।
১ ঘণ্টা আগেগত কয়েক সপ্তাহ ধরে কমিশনকে বিরোধীদের একের পর এক অভিযোগের মুখে পড়তে হয়েছে। এসব অভিযোগের মধ্যে আছে ভোট জালিয়াতি, কারচুপি এবং ভোটার তালিকায় অসঙ্গতি।
৩ ঘণ্টা আগেসোনালি খাতুন এক অন্য রকম জীবন পেতে পারতেন, হয়তো মান্টোর ‘টোবা টেক সিং’-এর মতো একজন হতে পারতেন, যার নিজের বলে কোনো দেশ নেই। ভারতের পুলিশ তাঁকে ‘অবৈধ অভিবাসী’ আখ্যা দিয়ে বাংলাদেশে ঠেলে দিয়েছে, আর এখন বাংলাদেশ পুলিশ তাঁকে ‘অবৈধ অভিবাসী’ বলে কারাগারে পাঠিয়েছে। তিনি আট মাসের অন্তঃসত্ত্বা।
৫ ঘণ্টা আগে