পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে গত ২৬ জুলাই এক অভ্যুত্থানের মাধ্যমে পদচ্যুত করেন দেশটির একদল সেনাসদস্য। তবে বিশ্বের কোনো দেশই সেনাবাহিনীর এই অভ্যুত্থানকে সমর্থন দেয়নি। বরং পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট দ্য ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকা (ইকোওয়াস) নাইজারে প্রয়োজনে সামরিক হস্তক্ষেপের মাধ্যমে আবারও নির্বাচিত প্রেসিডেন্টকে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রস্তুতি নিচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইকোওয়াসভুক্ত দেশগুলোর সামরিক বাহিনীর প্রধানেরা নাইজারে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের বিষয়ে পরিকল্পনা করছেন। কবে, কখন, কোথায় এবং কীভাবে সেনা মোতায়েন করা হবে, সে বিষয়ে বিস্তারিত পরিকল্পনা প্রস্তুত করছেন তাঁরা।
ইকোওয়াসের রাজনীতিবিষয়ক কমিশনার আবদেল-ফাতাউ মুসাহ গতকাল শুক্রবার বলেছেন, ইকোওয়াস যেখানে যখন অভিযান চালাবে, সেখানে তাঁরা অভ্যুত্থানকারীদের কোনো ছাড় দেবেন না। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইকোওয়াসের সদস্য দেশগুলোর রাষ্ট্র বা সরকারপ্রধানেরা।
নাইজেরিয়ার রাজধানী আবুজায় ইকোওয়াসের তিন দিনের বৈঠক শেষে মুসাহ বলেন, ‘কোন পরিস্থিতিতে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপে যেতে হতে পারে, এখানে সে বিষয়ে আলোচনা করা হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় রসদসহ আমরা কীভাবে এবং কখন বাহিনী মোতায়েন করতে যাচ্ছি, সে বিষয়েও আলোচনা হয়েছে।’
ইকোওয়াস এরই মধ্যে নাইজারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। জোটটি নাইজারে অভ্যুত্থানকারীদের আল্টিমেটাম দিয়ে বলেছে, রোববারের মধ্যে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতা ফিরিয়ে না দিলে তারা শক্তি প্রয়োগের অনুমোদন দেবে।
এর আগে ইকোওয়াস নাইজারে গত বৃহস্পতিবার একটি প্রতিনিধিদল পাঠিয়েছিল একটি ‘সৌহার্দ্যপূর্ণ সমাধানের’ বার্তা দিয়ে। তবে সফরকারীরা জানিয়েছেন, সামরিক প্রতিনিধিদের সঙ্গে নাইজারের একটি বিমানবন্দরে অনুষ্ঠিত বৈঠক কোনো সাফল্য বয়ে আনেনি। এ বিষয়ে মুসাহ বলেন, ‘আমরা চেয়েছিলাম কূটনৈতিক উপায়ে বিষয়টি শেষ হোক এবং যা কিছু ঘটে গেছে তা আগের অবস্থায় ফিরিয়ে আনতে আমরা তাদের সব ধরনের সুযোগ দিতে চাই।’
আরও পড়ুন:
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে গত ২৬ জুলাই এক অভ্যুত্থানের মাধ্যমে পদচ্যুত করেন দেশটির একদল সেনাসদস্য। তবে বিশ্বের কোনো দেশই সেনাবাহিনীর এই অভ্যুত্থানকে সমর্থন দেয়নি। বরং পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট দ্য ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকা (ইকোওয়াস) নাইজারে প্রয়োজনে সামরিক হস্তক্ষেপের মাধ্যমে আবারও নির্বাচিত প্রেসিডেন্টকে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রস্তুতি নিচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইকোওয়াসভুক্ত দেশগুলোর সামরিক বাহিনীর প্রধানেরা নাইজারে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের বিষয়ে পরিকল্পনা করছেন। কবে, কখন, কোথায় এবং কীভাবে সেনা মোতায়েন করা হবে, সে বিষয়ে বিস্তারিত পরিকল্পনা প্রস্তুত করছেন তাঁরা।
ইকোওয়াসের রাজনীতিবিষয়ক কমিশনার আবদেল-ফাতাউ মুসাহ গতকাল শুক্রবার বলেছেন, ইকোওয়াস যেখানে যখন অভিযান চালাবে, সেখানে তাঁরা অভ্যুত্থানকারীদের কোনো ছাড় দেবেন না। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইকোওয়াসের সদস্য দেশগুলোর রাষ্ট্র বা সরকারপ্রধানেরা।
নাইজেরিয়ার রাজধানী আবুজায় ইকোওয়াসের তিন দিনের বৈঠক শেষে মুসাহ বলেন, ‘কোন পরিস্থিতিতে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপে যেতে হতে পারে, এখানে সে বিষয়ে আলোচনা করা হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় রসদসহ আমরা কীভাবে এবং কখন বাহিনী মোতায়েন করতে যাচ্ছি, সে বিষয়েও আলোচনা হয়েছে।’
ইকোওয়াস এরই মধ্যে নাইজারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। জোটটি নাইজারে অভ্যুত্থানকারীদের আল্টিমেটাম দিয়ে বলেছে, রোববারের মধ্যে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতা ফিরিয়ে না দিলে তারা শক্তি প্রয়োগের অনুমোদন দেবে।
এর আগে ইকোওয়াস নাইজারে গত বৃহস্পতিবার একটি প্রতিনিধিদল পাঠিয়েছিল একটি ‘সৌহার্দ্যপূর্ণ সমাধানের’ বার্তা দিয়ে। তবে সফরকারীরা জানিয়েছেন, সামরিক প্রতিনিধিদের সঙ্গে নাইজারের একটি বিমানবন্দরে অনুষ্ঠিত বৈঠক কোনো সাফল্য বয়ে আনেনি। এ বিষয়ে মুসাহ বলেন, ‘আমরা চেয়েছিলাম কূটনৈতিক উপায়ে বিষয়টি শেষ হোক এবং যা কিছু ঘটে গেছে তা আগের অবস্থায় ফিরিয়ে আনতে আমরা তাদের সব ধরনের সুযোগ দিতে চাই।’
আরও পড়ুন:
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন বলেছেন, ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনায় সফল হলে তিনি ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেবেন। তবে শর্ত হলো, এই সমঝোতা যেন রাশিয়া তথা পুতিনের কাছে আত্মসমর্পণের সমান না হয়।
৮ ঘণ্টা আগেআলাস্কায় আজ শুক্রবারের বহুল আলোচিত শীর্ষ বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আমরা আমেরিকার ওপর ভরসা করছি।’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি ট্রাম্পের মন্তব্যের সঙ্গে সুর মিলিয়ে জানান, আজকের বৈঠক নিঃসন্দেহে উচ্চঝুঁকির এবং এটি ন্যায়সংগত শান্তির পথে একটি
৮ ঘণ্টা আগেসিঙ্গাপুরভিত্তিক ধনকুবের ও হোটেল ব্যবসায়ী ওং বেন সেংকে উপহার কেলেঙ্কারির মামলায় ২৩ হাজার ৪০০ মার্কিন ডলার (২৮ লাখ ৪২ হাজার টাকা) জরিমানা করা হয়েছে। গত বছর তিনি সারা দেশকে নাড়া দেওয়া ওই ঘটনার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছিলেন।
৯ ঘণ্টা আগেআলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকটি ছয় থেকে সাত ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে বলে আশা করছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এমনটাই জানিয়েছেন। খবর বিবিসির।
৯ ঘণ্টা আগে