Ajker Patrika

কঙ্গোতে অগ্ন্যুৎপাতে ১৫ জনের প্রাণহানি

কঙ্গোতে অগ্ন্যুৎপাতে ১৫ জনের প্রাণহানি

ঢাকা: গোমা শহর থেকে ছয় মাইল দূরে নাইরাগঙ্গো পর্বতে স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টার দিকে আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় ১৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ধ্বংস হয়েছে পাঁচ শর বেশি বসতবাড়ি। বাস্তুচ্যুত হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ।

ইউনিসেফের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, এখনো ১৭০ শিশু নিখোঁজ রয়েছে।

গতকাল অগ্ন্যুৎপাত শুরু হলে কঙ্গোর গোমার বাসিন্দারা পালাতে শুরু করেন। অনেকেই জীবন বাঁচাতে রুয়ান্ডা সীমানা পাড়ি দেন। ইউনিসেফ জানিয়েছে, গোমার পাঁচ হাজার বাসিন্দা রুয়ান্ডা সীমানা পাড়ি দিয়েছেন। গোমা শহরের পশ্চিম দিকের উঁচু এলাকায় আশ্রয় নিয়েছিলেন ২৫ হাজার মানুষ।

গোমার বাসিন্দা এলিন বিচিকওয়েবো বলেন, সেদিনের ঘটনায় আমি ও আমার সন্তান পালাতে পারলেও, আমার মা-বাবা দুজনেই মারা গেছেন। অ্যালাম্বা সুতায়ে নামের আরেকজন বলেন, এখানকার লোকেরা এখন আতঙ্কিত এবং ক্ষুধার্ত। তাঁরা এখনো জানে না কোথায় গিয়ে উঠবে, কোথায় রাত কাটাবে।

সেদিনের অগ্ন্যুৎপাতের ভয়াবহতা নিয়ে কেরিন এমবালা নামে গোমার এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে বলেন, বাতাসে সালফারের গন্ধ পাওয়া যাচ্ছে। সামান্য দূরেই পাহাড় থেকে আসা আগুনের শিখা দেখা যায়।

শহরটিতে প্রায় ২০ লাখ মানুষের বসবাস। দেশটির সরকার রোববার কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর গোমা খালি করার নির্দেশ দিয়েছিল। কঙ্গোর যোগাযোগ মন্ত্রী প্যাট্রিক মুইয়াইয়া এক টুইট বার্তায় বলেছিলেন, গোমা শহর খালি করার ঘোষণা কার্যকর করা হয়েছে। সরকার জরুরি পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করছে। তবে সরকারের পক্ষ থেকে এই নির্দেশনা আসার আগেই শহরটির বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে সরে যেতে শুরু করেন।  

সর্বশেষ ২০০২ সালে এই পর্বতটিতে অগ্ন্যুৎপাত হয়েছিল। সে সময় প্রায় আড়াই শ মানুষ মারা গিয়েছিলেন, বাস্তুহারা হয়েছিলেন ১ লাখ ২০ হাজার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত