অনলাইন ডেস্ক
কেনিয়ার মোমবাসার জুমভু এলাকার জনবহুল ‘বাংলাদেশ সেটেলমেন্ট’-এ যানজট নিরসন এবং বাসিন্দাদের নিরাপত্তায় একটি নতুন ৪ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণ করা হয়েছে। এই সড়কটি এলাকার ব্যবসায়ী ও স্কুলগামী শিক্ষার্থীদের যাতায়াতে স্বস্তি আনবে বলে আশা করা হচ্ছে।
কেনিয়ার পুরোনো পত্রিকা দ্য স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার (১২ জুলাই) এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সড়কটি উদ্বোধন করা হয়। নামকরণ করা হয়েছে ‘কেনেডি ওদেদে একসেস রোড’। উদ্বোধন অনুষ্ঠানে মোমবাসা গভর্নর আবদুস্সামাদ নাসির এবং জুমভু’র সংসদ সদস্য বাদি তালিবসহ স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সড়কটির নামকরণ করা হয়েছে ড. কেনেডি ওদেদের নামে, তিনি কেনিয়াজুড়ে বসতি এলাকার বাসিন্দাদের জীবনমান উন্নয়নে কাজের জন্য পরিচিত। জুমভু’র সংসদ সদস্য বাদি তালিব জানান, এই নামকরণটি মোমবাসা উপকূলীয় অঞ্চলসহ কেনিয়ার বসতিগুলোতে মানুষের জীবনমান উন্নত করতে ড. ওদেদের প্রতিশ্রুতির স্বীকৃতি।
উদ্বোধন অনুষ্ঠানে তালিব বলেন, ‘এটি কেবল একটি সড়ক নয়, এটি বাংলাদেশ ওয়ার্ড এবং পুরো মোমবাসার প্রতিটি তরুণদের জন্য একটি বার্তা যে, আপনার হাতে কিছু না থাকলেও আপনি এমন কিছু তৈরি করতে পারেন যা বিশ্ব পরিবর্তন করে।’
ড. কেনেডি ওদেদে ‘শাইনিং হোপ ফর কমিউনিটিজ’-প্রতিষ্ঠাতা ও সিইও। তাঁর সংস্থা মোমবাসায় বিভিন্নভাবে ক্ষমতায়ন কর্মসূচি পরিচালনা করে। এই কর্মসূচির মধ্যে স্কুল লাইব্রেরি, কম্পিউটার ল্যাব, কমিউনিটি হল এবং নারীদের জন্য বিভিন্ন উদ্যোগ রয়েছে।
উল্লেখ্য, কেনিয়ার মোমবাসা শহরের ‘বাংলাদেশ সেটেলমেন্ট’ একটি দ্রুত বর্ধনশীল অনানুষ্ঠানিক শহুরে জনবসতি। এই এলাকাটি অবকাঠামো এবং পরিষেবা বিতরণে গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি।
এটি একটি ঘনবসতিপূর্ণ অঞ্চল, যেখানে বিপুলসংখ্যক মানুষ অনানুষ্ঠানিক কর্মসংস্থানের ওপর নির্ভরশীল। এলাকাটি জনাকীর্ণ এবং সেখানে পয়োনিষ্কাশন ব্যবস্থার সংকট এবং মৌলিক পরিষেবার অপর্যাপ্ততার মতো সমস্যা রয়েছে।
এই জনবসতির নাম ‘বাংলাদেশ’ হলেও, এর সঙ্গে বাংলাদেশ দেশের কোনো সরাসরি সংযোগ নেই। এটি কেবল মোমবাসার ওইই নির্দিষ্ট বসতিটির একটি অনানুষ্ঠানিক নামকরণ।
তবে এর নামকরণ বাংলাদেশ থেকে আগত অভিবাসীদের সম্মানে রাখা হয়েছে বলে জানা যায়।
কেনিয়ার মোমবাসার জুমভু এলাকার জনবহুল ‘বাংলাদেশ সেটেলমেন্ট’-এ যানজট নিরসন এবং বাসিন্দাদের নিরাপত্তায় একটি নতুন ৪ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণ করা হয়েছে। এই সড়কটি এলাকার ব্যবসায়ী ও স্কুলগামী শিক্ষার্থীদের যাতায়াতে স্বস্তি আনবে বলে আশা করা হচ্ছে।
কেনিয়ার পুরোনো পত্রিকা দ্য স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার (১২ জুলাই) এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সড়কটি উদ্বোধন করা হয়। নামকরণ করা হয়েছে ‘কেনেডি ওদেদে একসেস রোড’। উদ্বোধন অনুষ্ঠানে মোমবাসা গভর্নর আবদুস্সামাদ নাসির এবং জুমভু’র সংসদ সদস্য বাদি তালিবসহ স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সড়কটির নামকরণ করা হয়েছে ড. কেনেডি ওদেদের নামে, তিনি কেনিয়াজুড়ে বসতি এলাকার বাসিন্দাদের জীবনমান উন্নয়নে কাজের জন্য পরিচিত। জুমভু’র সংসদ সদস্য বাদি তালিব জানান, এই নামকরণটি মোমবাসা উপকূলীয় অঞ্চলসহ কেনিয়ার বসতিগুলোতে মানুষের জীবনমান উন্নত করতে ড. ওদেদের প্রতিশ্রুতির স্বীকৃতি।
উদ্বোধন অনুষ্ঠানে তালিব বলেন, ‘এটি কেবল একটি সড়ক নয়, এটি বাংলাদেশ ওয়ার্ড এবং পুরো মোমবাসার প্রতিটি তরুণদের জন্য একটি বার্তা যে, আপনার হাতে কিছু না থাকলেও আপনি এমন কিছু তৈরি করতে পারেন যা বিশ্ব পরিবর্তন করে।’
ড. কেনেডি ওদেদে ‘শাইনিং হোপ ফর কমিউনিটিজ’-প্রতিষ্ঠাতা ও সিইও। তাঁর সংস্থা মোমবাসায় বিভিন্নভাবে ক্ষমতায়ন কর্মসূচি পরিচালনা করে। এই কর্মসূচির মধ্যে স্কুল লাইব্রেরি, কম্পিউটার ল্যাব, কমিউনিটি হল এবং নারীদের জন্য বিভিন্ন উদ্যোগ রয়েছে।
উল্লেখ্য, কেনিয়ার মোমবাসা শহরের ‘বাংলাদেশ সেটেলমেন্ট’ একটি দ্রুত বর্ধনশীল অনানুষ্ঠানিক শহুরে জনবসতি। এই এলাকাটি অবকাঠামো এবং পরিষেবা বিতরণে গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি।
এটি একটি ঘনবসতিপূর্ণ অঞ্চল, যেখানে বিপুলসংখ্যক মানুষ অনানুষ্ঠানিক কর্মসংস্থানের ওপর নির্ভরশীল। এলাকাটি জনাকীর্ণ এবং সেখানে পয়োনিষ্কাশন ব্যবস্থার সংকট এবং মৌলিক পরিষেবার অপর্যাপ্ততার মতো সমস্যা রয়েছে।
এই জনবসতির নাম ‘বাংলাদেশ’ হলেও, এর সঙ্গে বাংলাদেশ দেশের কোনো সরাসরি সংযোগ নেই। এটি কেবল মোমবাসার ওইই নির্দিষ্ট বসতিটির একটি অনানুষ্ঠানিক নামকরণ।
তবে এর নামকরণ বাংলাদেশ থেকে আগত অভিবাসীদের সম্মানে রাখা হয়েছে বলে জানা যায়।
দক্ষিণ আফগানিস্তানের কান্দাহার শহরের তাপমাত্রা নিয়মিতই ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। কিন্তু গাড়ির ভেতরে থাকা এসি প্রায় সময়ই কাজ করে না, বলে অভিযোগ চালকদের। এর বদলে নিজেদের তৈরি কুলার দারুণ কাজে বলে মনে করছেন তাঁরা।
৬ মিনিট আগেশন ডাফি বর্তমানে ট্রাম্প প্রশাসনের পরিবহনমন্ত্রী হিসেবে কাজ করছেন। কিন্তু নাসার প্রধানের দায়িত্ব দেওয়ায় ডাফিকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। কারণ, তাঁর মহাকাশ-সংক্রান্ত কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। ডাফি একসময় টিভি অভিনেতা হিসেবেও কাজ করেছেন। ১৯৯৭ সালে এমটিভিতে প্রচারিত ‘দ্য রিয়েল ওয়ার্ল্ড’ রিয়েলিটি শোতে
১ ঘণ্টা আগেজাতিসংঘ জানিয়েছে, মাত্র ১৬ দিনের ব্যবধানে ইরান থেকে পাঁচ লাখের বেশি আফগানকে ফেরত পাঠানো হয়েছে। ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর এই বিশালসংখ্যক মানুষকে জোর করে বিতাড়নের ঘটনা ঘটেছে। এটিকে চলতি দশকের অন্যতম বৃহৎ জনসংখ্যা স্থানান্তরের একটি হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘ।
২ ঘণ্টা আগেরুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ভয়াবহ হামলার মধ্যেই ইউক্রেনের কিয়েভ শহরের রাস্তায় অ্যাম্বুলেন্সে করে দ্রুতগতিতে ছুটে যাচ্ছিলেন হৃদ্রোগ বিশেষজ্ঞ ড. বরিস তোদুরভ। তাঁর সঙ্গে ছিল এক অনন্য ও অমূল্য পাথেয়—একটি হৃৎপিণ্ড। তাঁর লক্ষ্য ছিল, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে একটি শিশুর জীবন বাঁচানো।
২ ঘণ্টা আগে