Ajker Patrika

ভূমধ্যসাগর থেকে ২৬৪ বাংলাদেশি উদ্ধার

আপডেট : ২৫ জুন ২০২১, ১৮: ২৯
ভূমধ্যসাগর থেকে ২৬৪ বাংলাদেশি উদ্ধার

ঢাকা: ভূমধ্যসাগর থেকে ভাসমান অবস্থায় ২৬৭ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ২৬৪ জন বাংলাদেশি। আর বাকি ৩ জন মিসরের নাগরিক। লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে অবৈধপথে ইউরোপে যাওয়ার সময় বৃহস্পতিবার (২৪ জুন) তাঁদের উদ্ধার করে তিউনিসিয়ার কোস্টগার্ড। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে।

তিউনিসিয়ার কোস্টগার্ড বলছে, অবৈধভাবে ভ্রমণের সময় নৌকা ক্ষতিগ্রস্ত হলে তাঁরা সাগরে ভাসছিলেন। পরে তাঁদের উদ্ধার করা হয়।

সংস্থাটি আরও জানিয়েছে, তিউনিসীয় নৌবাহিনীর সহায়তায় ভুক্তভোগীদের দেশটির দক্ষিণাঞ্চলীয় বেন গুয়ের্দেন বন্দরে নেওয়া হয়। সেখান থেকে উদ্ধার অভিবাসীদের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও রেড ক্রিসেন্টের হাতে তুলে দেওয়া হয়।

আইওএম জানিয়েছে, উদ্ধার অভিবাসীদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাঁরা তিউনেসীয় জেরবা দ্বীপের একটি হোটেলে আছেন।

সংস্থাটির তথ্য অনুযায়ী, লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টাকালে চলতি বছরের জানুয়ারি থেকে তিউনিসিয়ায় এক হাজারের বেশি অভিবাসী আটক হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত