ডা. পূজা সাহা
প্রাচীনকালে দাঁতের কোনো সমস্যা হলে তার সমাধান ছিল অসুস্থ দাঁতটি উপড়ে ফেলা। আধুনিক এ সময়ে চিকিৎসাপদ্ধতিতে পরিবর্তন এসেছে। এখন চিন্তা করা হয় কীভাবে ওই আক্রান্ত দাঁতটি রাখা যায়। রুট ক্যানেল এ রকমই একটি আধুনিক চিকিৎসাপদ্ধতি।
রুট ক্যানেল হলো দাঁতের এমন একটি চিকিৎসা, যেখানে দাঁত না ফেলে দাঁতের আক্রান্ত পাল্প বা দন্তমজ্জা বের করে দাঁতকে সংরক্ষণ করে পুনরায় কর্মক্ষম করা হয়।
যেসব লক্ষণে রুট ক্যানেল
রুট ক্যানেল যেভাবে
প্রথমে ইনজেকশনের মাধ্যমে আক্রান্ত দাঁতের নার্ভকে সাময়িক অবশ বা অনুভূতিহীন করা হবে, যাতে চিকিৎসা চলাকালে রোগী কোনো ব্যথা না পায়। এরপর ওই দাঁতের মাঝে ছোট গর্ত করে আক্রান্ত দন্তমজ্জা বের করা হয়। উপযুক্ত পদ্ধতিতে দাঁতের ভেতরের সংক্রমণ পরিষ্কার করে বিশেষ ধরনের ওষুধ ও ড্রেসিং দিয়ে দাঁতটি পুরোপুরিভাবে সিল করে দেওয়া হয়। এরপর উপযুক্ত ফিলিং ম্যাটেরিয়াল দিয়ে দাঁতের গর্তটি ভরাট করে দেওয়া হয়।
এতে দাঁতের শক্তি কমে যায়। তাই অনেক ক্ষেত্রে দাঁতটি কর্মক্ষম রাখার জন্য রুট ক্যানেল করার পর ক্যাপ বা ক্রাউন করে দেওয়া হয়। তাতে দাঁত আগের মতো শক্তিশালী না হলেও ৮০ থেকে ৯০ শতাংশ শক্তিশালী ও কর্মক্ষম থাকে। পুরো প্রক্রিয়া কত দিনে শেষ হবে তা নির্ভর করে দাঁতটির অবস্থান ও অবস্থার ওপর। অনেক ক্ষেত্রে কয়েক দিনেও শেষ হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে অপেক্ষা করতে হয় পুরো একটি বছর!
রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁতের সাধারণ দাঁতের তুলনায় একটু বেশি যত্ন নিতে হয়।
দাঁতের যত্নে যা করবেন
লেখক: ডেন্টাল সার্জন, সিকদার ডেন্টাল কেয়ার, ঢাকা
প্রাচীনকালে দাঁতের কোনো সমস্যা হলে তার সমাধান ছিল অসুস্থ দাঁতটি উপড়ে ফেলা। আধুনিক এ সময়ে চিকিৎসাপদ্ধতিতে পরিবর্তন এসেছে। এখন চিন্তা করা হয় কীভাবে ওই আক্রান্ত দাঁতটি রাখা যায়। রুট ক্যানেল এ রকমই একটি আধুনিক চিকিৎসাপদ্ধতি।
রুট ক্যানেল হলো দাঁতের এমন একটি চিকিৎসা, যেখানে দাঁত না ফেলে দাঁতের আক্রান্ত পাল্প বা দন্তমজ্জা বের করে দাঁতকে সংরক্ষণ করে পুনরায় কর্মক্ষম করা হয়।
যেসব লক্ষণে রুট ক্যানেল
রুট ক্যানেল যেভাবে
প্রথমে ইনজেকশনের মাধ্যমে আক্রান্ত দাঁতের নার্ভকে সাময়িক অবশ বা অনুভূতিহীন করা হবে, যাতে চিকিৎসা চলাকালে রোগী কোনো ব্যথা না পায়। এরপর ওই দাঁতের মাঝে ছোট গর্ত করে আক্রান্ত দন্তমজ্জা বের করা হয়। উপযুক্ত পদ্ধতিতে দাঁতের ভেতরের সংক্রমণ পরিষ্কার করে বিশেষ ধরনের ওষুধ ও ড্রেসিং দিয়ে দাঁতটি পুরোপুরিভাবে সিল করে দেওয়া হয়। এরপর উপযুক্ত ফিলিং ম্যাটেরিয়াল দিয়ে দাঁতের গর্তটি ভরাট করে দেওয়া হয়।
এতে দাঁতের শক্তি কমে যায়। তাই অনেক ক্ষেত্রে দাঁতটি কর্মক্ষম রাখার জন্য রুট ক্যানেল করার পর ক্যাপ বা ক্রাউন করে দেওয়া হয়। তাতে দাঁত আগের মতো শক্তিশালী না হলেও ৮০ থেকে ৯০ শতাংশ শক্তিশালী ও কর্মক্ষম থাকে। পুরো প্রক্রিয়া কত দিনে শেষ হবে তা নির্ভর করে দাঁতটির অবস্থান ও অবস্থার ওপর। অনেক ক্ষেত্রে কয়েক দিনেও শেষ হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে অপেক্ষা করতে হয় পুরো একটি বছর!
রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁতের সাধারণ দাঁতের তুলনায় একটু বেশি যত্ন নিতে হয়।
দাঁতের যত্নে যা করবেন
লেখক: ডেন্টাল সার্জন, সিকদার ডেন্টাল কেয়ার, ঢাকা
দেশের ৪১ জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ দিয়েছে সরকার। বদলি/পদায়নকৃত কর্মকর্তাগণ আগামী বৃহস্পতিবারের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগাদান করবেন। অন্যথায় আগামী রোববার থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন।
৮ ঘণ্টা আগেবিগত কয়েক দশক ধরেই বিশ্বে অন্যতম স্বাস্থ্য সমস্যা মুটিয়ে যাওয়া ও স্থূলতা। আগামী কয়েক দশকে এই সমস্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করছেন গবেষকেরা। তাঁরা বলছেন, বিশ্বব্যাপী ২০৫০ সালের মধ্যে অর্ধেকের বেশি প্রাপ্তবয়স্ক এবং এক-তৃতীয়াংশ শিশু ও কিশোর-কিশোরী অতিরিক্ত ওজন বা স্থূলতার শিকার হবে। এই বিষয়টি
১৪ ঘণ্টা আগে২০২৫ সালে এসেও এই চিত্র খুব একটা বদলায়নি। এখনো স্বাস্থ্যের জন্য জরুরি ৪টি উপাদান লৌহ, ভিটামিন ডি, ভিটামিন বি ১২, জিংকের ঘাটতিতে ভুগছে প্রায় ২৫ শতাংশ কিশোরী এবং স্থূলতায় আক্রান্ত কমপক্ষে ১০ শতাংশ।
১৫ ঘণ্টা আগেআত্মহত্যা একটি বৈশ্বিক স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবে বাংলাদেশে আত্মহত্যার প্রবণতা বিশেষভাবে উদ্বেগজনক। বিশ্বব্যাপী আত্মহত্যা প্রতিরোধের উদ্যোগ নেওয়া হলেও বাংলাদেশে এখনো আত্মহত্যা সংক্রান্ত পর্যাপ্ত গবেষণা ও কার্যকর নীতিমালা তৈরি হয়নি
১৬ ঘণ্টা আগে