ড. দিদারুল আহসান
বিভিন্ন ধরনের চর্মরোগের মধ্যে হাতের একজিমা অন্যতম। আমাদের দেশে নারীদের, বিশেষ করে গৃহবধূদের হাত প্রায়ই এতে আক্রান্ত হয়। যাঁরা খুব পানি ব্যবহার করেন, অনবরত সাবান বা সোডাজাতীয় জিনিসের সংস্পর্শে আসেন সাধারণত তাঁদের এ রোগ বেশি হয়।
শুরুতে আঙুলগুলো লাল ও শুকনো হয়ে ফেটে যায়, হাতের চামড়ায় ফোসকা পড়ে। অনেক সময় ত্বক ফেটে গিয়ে গভীর ক্ষতের সৃষ্টি হয়। আংটি বরাবর একই স্থানে থাকে বলে পানি ও সাবান আংটির তলায় জমে থাকে। তাই আঙুলে আংটি থাকলে তার চারপাশে একজিমা প্রকট হয়ে ওঠে।
শুধু গৃহবধূ নন, যেসব পেশায় অনেকক্ষণ পানির সংস্পর্শে থাকতে হয় বা সাবান দিয়ে বারবার হাত ধুতে হয়, সেই সব পেশার ব্যক্তিরা এ রোগের শিকার হন। খাবার বা আনাজপত্র, যেমন আদা, পেঁয়াজ, টমেটো, গাজর, ডুমুর, কুমড়া, বেগুন, পেঁপে ইত্যাদির অ্যালার্জি থেকেও নারীর হাতে একজিমা হতে পারে। খাবারে প্রোটিনজাতীয় অংশ প্রায়ই অ্যালার্জি সৃষ্টি করে। এর মধ্যে আছে আলু, গম, মাছ, বিশেষ করে খোলযুক্ত চিংড়ি, কাঁকড়া ইত্যাদি। এ ছাড়া গ্লাভসসহ প্লাস্টিকের পণ্য ও নিকেল-জাতীয় ধাতবের সংস্পর্শে, ফাইলোডেনড্রেন, পার্থোনিয়াম ইত্যাদি গাছ বা চুলের কলপে ব্যবহৃত প্যারাফিনাইল ডাই-অ্যামাইন রং কিংবা পটাশিয়াম ডাইক্রোমেট রাসায়নিক থেকেও অ্যালার্জি হতে পারে।
চিকিৎসা: পরীক্ষার মাধ্যমে অ্যালার্জির কারণ নির্ণয় করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে চলতে হবে।
বিভিন্ন ধরনের চর্মরোগের মধ্যে হাতের একজিমা অন্যতম। আমাদের দেশে নারীদের, বিশেষ করে গৃহবধূদের হাত প্রায়ই এতে আক্রান্ত হয়। যাঁরা খুব পানি ব্যবহার করেন, অনবরত সাবান বা সোডাজাতীয় জিনিসের সংস্পর্শে আসেন সাধারণত তাঁদের এ রোগ বেশি হয়।
শুরুতে আঙুলগুলো লাল ও শুকনো হয়ে ফেটে যায়, হাতের চামড়ায় ফোসকা পড়ে। অনেক সময় ত্বক ফেটে গিয়ে গভীর ক্ষতের সৃষ্টি হয়। আংটি বরাবর একই স্থানে থাকে বলে পানি ও সাবান আংটির তলায় জমে থাকে। তাই আঙুলে আংটি থাকলে তার চারপাশে একজিমা প্রকট হয়ে ওঠে।
শুধু গৃহবধূ নন, যেসব পেশায় অনেকক্ষণ পানির সংস্পর্শে থাকতে হয় বা সাবান দিয়ে বারবার হাত ধুতে হয়, সেই সব পেশার ব্যক্তিরা এ রোগের শিকার হন। খাবার বা আনাজপত্র, যেমন আদা, পেঁয়াজ, টমেটো, গাজর, ডুমুর, কুমড়া, বেগুন, পেঁপে ইত্যাদির অ্যালার্জি থেকেও নারীর হাতে একজিমা হতে পারে। খাবারে প্রোটিনজাতীয় অংশ প্রায়ই অ্যালার্জি সৃষ্টি করে। এর মধ্যে আছে আলু, গম, মাছ, বিশেষ করে খোলযুক্ত চিংড়ি, কাঁকড়া ইত্যাদি। এ ছাড়া গ্লাভসসহ প্লাস্টিকের পণ্য ও নিকেল-জাতীয় ধাতবের সংস্পর্শে, ফাইলোডেনড্রেন, পার্থোনিয়াম ইত্যাদি গাছ বা চুলের কলপে ব্যবহৃত প্যারাফিনাইল ডাই-অ্যামাইন রং কিংবা পটাশিয়াম ডাইক্রোমেট রাসায়নিক থেকেও অ্যালার্জি হতে পারে।
চিকিৎসা: পরীক্ষার মাধ্যমে অ্যালার্জির কারণ নির্ণয় করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে চলতে হবে।
রোজায় শরীরের সুস্থতা ও পুষ্টি চাহিদার কথা বিবেচনা করলে স্বাস্থ্যকর সেহরি ও ইফতার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার গরমের শুরুতে প্রায় ১৩ ঘণ্টা রোজা রেখে শরীরের পুষ্টির চাহিদা মিটিয়ে শরীর সতেজ রাখাটাই হবে বেশ চ্যালেঞ্জিং। তবে ডায়াবেটিস রোগীদের জন্য এই চ্যালেঞ্জ মোকাবিলা করা একটু বেশিই কঠিন।
২ দিন আগেরোজা রাখার রয়েছে অসংখ্য উপকারিতা। এটি শারীরিক, মানসিক ও আত্মিক দিক থেকে আমাদের জীবন সমৃদ্ধ করে।
২ দিন আগেকফি অনেকে নিয়ম করে পান করেন। কিন্তু কতটুকু পরিমাণ কফি শরীরের জন্য ভালো। সিএনএনের স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. লীনা ওয়েন কফির স্বাস্থ্য উপকারিতা, আদর্শ পরিমাণ এবং কফি খাওয়ার সময় সতর্কতা সম্পর্কে বিস্তারিত পরামর্শ দিয়েছেন।
২ দিন আগেবাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে ডায়াবেটিস একটি বড় স্বাস্থ্য সমস্যা; বিশেষ করে, আমাদের দেশে খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব এবং জীবনযাত্রার অস্বাস্থ্যকর রীতির কারণে ডায়াবেটিস বাড়ছে। এমন অবস্থায় রোজার সঙ্গে সম্পর্কিত কিছু ভুল ধারণা সমাজে ছড়িয়ে পড়ছে। এগুলো ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য...
২ দিন আগে