ডা. মাহমুদুল হাসান সরদার
ক্যানসারের সেরা চিকিৎসা হলো প্রতিরোধ। লক্ষণ জানা থাকলে ক্যানসার প্রতিরোধ করা ও চিকিৎসা নেওয়া সহজ হয়।
লক্ষণ বা উপসর্গ
দীর্ঘস্থায়ী ক্লান্তি: দীর্ঘ সময় ধরে ক্লান্তিবোধ করা বা অবসাদে ভোগা অনেক রোগের মতো হতে পারে ক্যানসারের লক্ষণও। সাধারণত মলাশয়ের ক্যানসার বা রক্ত ক্যানসার হলে এমন লক্ষণ দেখা যায়।
হঠাৎ শরীরের ওজন কমে যাওয়া: কোনো কারণ ছাড়া হঠাৎ করে দ্রুতগতিতে যদি ওজন কমে যেতে থাকে, তাহলে বিষয়টি গুরুত্বসহকারে নিতে হবে।
দীর্ঘদিনের ব্যথা: দীর্ঘদিন কোনো কারণ ছাড়া শরীরের কোনো জায়গায় ব্যথায় ভোগা এবং সেই ব্যথায় ওষুধ কাজ না করলে বিষয়টিকে গুরুত্বসহকারে নিতে হবে। শরীরের কোন জায়গায় ব্যথা করছে, তার ওপর নির্ভর করে রোগী ব্রেইন টিউমার, ডিম্বাশয়, পায়ুপথ নাকি মলাশয়ের ক্যানসার বা অন্য কিছুতে আক্রান্ত।
অস্বাভাবিক মাংসপিণ্ড: যদি শরীরের কোনো অংশে অস্বাভাবিক মাংসপিণ্ড বা মাংস জমাট হতে দেখেন কিংবা এ ধরনের পরিবর্তন বুঝতে পারেন, তবে বিলম্ব না করে চিকিৎসক দেখান।
বারবার জ্বর: শরীরে ক্যানসারের কারণে স্বাভাবিক রোগ প্রতিরোধক্ষমতা নষ্ট হয় বলে বারবার জ্বর দেখা দেয়। আবার কিছু ক্যানসারের শেষ পর্যায়ের উপসর্গই ঘন ঘন জ্বর। তবে ব্লাড ক্যানসারসহ এ ধরনের কিছু ক্যানসারের প্রাথমিক পর্যায়ে ঘন ঘন জ্বর দেখা দেয়।
ত্বকে দৃশ্যমান পরিবর্তন: ত্বকের অস্বাভাবিক পরিবর্তন ত্বকের ক্যানসার শনাক্ত করার সহজ উপায়। তাই ত্বকে অতিরিক্ত তিল বা ফ্রিকেল অথবা আঁচিলের দিকে খেয়াল করুন। এগুলোর রং ও আকারে পরিবর্তন দেখা দিলে চিকিৎসকের কাছে যান। ত্বক লালচে হয়ে যাওয়া, ফুসকুড়ি হওয়া এবং রক্তক্ষরণও অন্যান্য ক্যানসারের উপসর্গ।
দীর্ঘস্থায়ী কাশি: যদি দেখেন যে ওষুধ সেবনের পরও কাশি সারছে না এবং কাশির কারণে বুক, পিঠ বা কাঁধে ব্যথা করে, তবে চিকিৎসকের পরামর্শ নিন। এটিও ক্যানসারের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ।
মলমূত্র ত্যাগের অভ্যাসে পরিবর্তন: হঠাৎই মলত্যাগের অভ্যাস পরিবর্তন, মল কালো রঙের বা মলের সঙ্গে রক্ত যাওয়া, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য বেড়ে যাওয়া সাধারণত মলাশয়ের ক্যানসারের লক্ষণ। মূত্রত্যাগের সময় অন্ত্রে ব্যথা বা রক্তক্ষরণ মূত্রথলির ক্যানসারের উপসর্গ।
অকারণে রক্তক্ষরণ: যদি কাশির সময় রক্তক্ষরণ হয়, তবে তা ক্যানসারের লক্ষণ হতে পারে। এ ছাড়া নারীদের জননাঙ্গ বা মলদ্বার থেকে রক্তক্ষরণসহ এ ধরনের অন্যান্য অস্বাভাবিকতাও ক্যানসারের উপসর্গ হতে পারে।
খাবার গিলতে বা খেতে সমস্যা: নিয়মিত বদহজম হওয়া পেট, কণ্ঠনালি বা গলার ক্যানসারের লক্ষণ হতে পারে।
ক্যানসারের আরও কিছু লক্ষণ হলো পা ফুলে যাওয়া, শরীরের আকারের অস্বাভাবিক বৃদ্ধি বা পরিবর্তন ইত্যাদি।
লেখক: চিফ কনসালট্যান্ট, সরদার হোমিও হল
৬১/সি, আসাদ অ্যাভিনিউ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
ক্যানসারের সেরা চিকিৎসা হলো প্রতিরোধ। লক্ষণ জানা থাকলে ক্যানসার প্রতিরোধ করা ও চিকিৎসা নেওয়া সহজ হয়।
লক্ষণ বা উপসর্গ
দীর্ঘস্থায়ী ক্লান্তি: দীর্ঘ সময় ধরে ক্লান্তিবোধ করা বা অবসাদে ভোগা অনেক রোগের মতো হতে পারে ক্যানসারের লক্ষণও। সাধারণত মলাশয়ের ক্যানসার বা রক্ত ক্যানসার হলে এমন লক্ষণ দেখা যায়।
হঠাৎ শরীরের ওজন কমে যাওয়া: কোনো কারণ ছাড়া হঠাৎ করে দ্রুতগতিতে যদি ওজন কমে যেতে থাকে, তাহলে বিষয়টি গুরুত্বসহকারে নিতে হবে।
দীর্ঘদিনের ব্যথা: দীর্ঘদিন কোনো কারণ ছাড়া শরীরের কোনো জায়গায় ব্যথায় ভোগা এবং সেই ব্যথায় ওষুধ কাজ না করলে বিষয়টিকে গুরুত্বসহকারে নিতে হবে। শরীরের কোন জায়গায় ব্যথা করছে, তার ওপর নির্ভর করে রোগী ব্রেইন টিউমার, ডিম্বাশয়, পায়ুপথ নাকি মলাশয়ের ক্যানসার বা অন্য কিছুতে আক্রান্ত।
অস্বাভাবিক মাংসপিণ্ড: যদি শরীরের কোনো অংশে অস্বাভাবিক মাংসপিণ্ড বা মাংস জমাট হতে দেখেন কিংবা এ ধরনের পরিবর্তন বুঝতে পারেন, তবে বিলম্ব না করে চিকিৎসক দেখান।
বারবার জ্বর: শরীরে ক্যানসারের কারণে স্বাভাবিক রোগ প্রতিরোধক্ষমতা নষ্ট হয় বলে বারবার জ্বর দেখা দেয়। আবার কিছু ক্যানসারের শেষ পর্যায়ের উপসর্গই ঘন ঘন জ্বর। তবে ব্লাড ক্যানসারসহ এ ধরনের কিছু ক্যানসারের প্রাথমিক পর্যায়ে ঘন ঘন জ্বর দেখা দেয়।
ত্বকে দৃশ্যমান পরিবর্তন: ত্বকের অস্বাভাবিক পরিবর্তন ত্বকের ক্যানসার শনাক্ত করার সহজ উপায়। তাই ত্বকে অতিরিক্ত তিল বা ফ্রিকেল অথবা আঁচিলের দিকে খেয়াল করুন। এগুলোর রং ও আকারে পরিবর্তন দেখা দিলে চিকিৎসকের কাছে যান। ত্বক লালচে হয়ে যাওয়া, ফুসকুড়ি হওয়া এবং রক্তক্ষরণও অন্যান্য ক্যানসারের উপসর্গ।
দীর্ঘস্থায়ী কাশি: যদি দেখেন যে ওষুধ সেবনের পরও কাশি সারছে না এবং কাশির কারণে বুক, পিঠ বা কাঁধে ব্যথা করে, তবে চিকিৎসকের পরামর্শ নিন। এটিও ক্যানসারের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ।
মলমূত্র ত্যাগের অভ্যাসে পরিবর্তন: হঠাৎই মলত্যাগের অভ্যাস পরিবর্তন, মল কালো রঙের বা মলের সঙ্গে রক্ত যাওয়া, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য বেড়ে যাওয়া সাধারণত মলাশয়ের ক্যানসারের লক্ষণ। মূত্রত্যাগের সময় অন্ত্রে ব্যথা বা রক্তক্ষরণ মূত্রথলির ক্যানসারের উপসর্গ।
অকারণে রক্তক্ষরণ: যদি কাশির সময় রক্তক্ষরণ হয়, তবে তা ক্যানসারের লক্ষণ হতে পারে। এ ছাড়া নারীদের জননাঙ্গ বা মলদ্বার থেকে রক্তক্ষরণসহ এ ধরনের অন্যান্য অস্বাভাবিকতাও ক্যানসারের উপসর্গ হতে পারে।
খাবার গিলতে বা খেতে সমস্যা: নিয়মিত বদহজম হওয়া পেট, কণ্ঠনালি বা গলার ক্যানসারের লক্ষণ হতে পারে।
ক্যানসারের আরও কিছু লক্ষণ হলো পা ফুলে যাওয়া, শরীরের আকারের অস্বাভাবিক বৃদ্ধি বা পরিবর্তন ইত্যাদি।
লেখক: চিফ কনসালট্যান্ট, সরদার হোমিও হল
৬১/সি, আসাদ অ্যাভিনিউ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিগত কয়েক দশক ধরেই বিশ্বে অন্যতম স্বাস্থ্য সমস্যা মুটিয়ে যাওয়া ও স্থূলতা। আগামী কয়েক দশকে এই সমস্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করছেন গবেষকেরা। তাঁরা বলছেন, বিশ্বব্যাপী ২০৫০ সালের মধ্যে অর্ধেকের বেশি প্রাপ্তবয়স্ক এবং এক-তৃতীয়াংশ শিশু ও কিশোর-কিশোরী অতিরিক্ত ওজন বা স্থূলতার শিকার হবে। এই বিষয়টি
৫ ঘণ্টা আগে২০২৫ সালে এসেও এই চিত্র খুব একটা বদলায়নি। এখনো স্বাস্থ্যের জন্য জরুরি ৪টি উপাদান লৌহ, ভিটামিন ডি, ভিটামিন বি ১২, জিংকের ঘাটতিতে ভুগছে প্রায় ২৫ শতাংশ কিশোরী এবং স্থূলতায় আক্রান্ত কমপক্ষে ১০ শতাংশ।
৬ ঘণ্টা আগেআত্মহত্যা একটি বৈশ্বিক স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবে বাংলাদেশে আত্মহত্যার প্রবণতা বিশেষভাবে উদ্বেগজনক। বিশ্বব্যাপী আত্মহত্যা প্রতিরোধের উদ্যোগ নেওয়া হলেও বাংলাদেশে এখনো আত্মহত্যা সংক্রান্ত পর্যাপ্ত গবেষণা ও কার্যকর নীতিমালা তৈরি হয়নি
৭ ঘণ্টা আগেদেশে এক দশক আগে জিকা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এবার এক স্থানে একাধিক ব্যক্তির শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে, যাকে ক্লাস্টার (গুচ্ছ) সংক্রমণ বলা হয়। একই এলাকার পাঁচ ব্যক্তির সংক্রমণের বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)।
৮ ঘণ্টা আগে