ডাক্তার শুভাগত চৌধুরী
ঢাকা: প্রতি মিনিটে হৃৎপিণ্ড কতোবার পাম্প হচ্ছে তা মাপা হয় হৃৎস্পন্দনের হার দিয়ে। শান্ত হয়ে বসে বা বিশ্রামের সময় এই হার প্রতি মিনিটে ৬০ থেকে ১০০ বার হতে পারে। তবে ব্যক্তি বিশেষে কম-বেশি হয়ে থাকে।
এই হৃৎস্পন্দনের হার প্রতি মিনিটে ৬০ বারের কম হলে একে বলা হয়, ব্রাডিকার্ডিয়া বা মন্থর হৃৎস্পন্দন।
জেগে থাকা অবস্থায় হৃৎস্পন্দনের হার নিরবচ্ছিন্নভাবে প্রতি মিনিটে ৬০ এর কম থাকলে কিংবা গভীর ঘুমের সময় হৃৎস্পন্দন ৪০ থেকে ৬০ বার হলে তা ব্রাডিকার্ডিয়ার লক্ষণ।
যেসব উপসর্গ থাকে
• শরীরে বল শক্তি কম
• স্ট্যাঁমিনা কম।
• মাথা ঝিমঝিম
• দুর্বলতা
• বুক ব্যথা
• হতবুদ্ধি ভাব
• বুক ধড়ফড়
মন্থর হৃৎস্পন্দনের সঙ্গে এই উপসর্গগুলো থাকলে ডাক্তার দেখাতে হবে, অবহেলা চলবে না। হৃৎস্পন্দনের হার ৩০ এর নিচে নেমে গেলে মগজে যথেষ্ট অক্সিজেন পৌঁছায় না। এমন অবস্থায় রোগী অজ্ঞান হয়ে যায়। শ্বাসকষ্ট হয়, মাথাও হালকা হয়ে যায়। জেনে রাখা ভালো, স্বাভাবিকভাবেই খেলোয়াড় ও শরীরচর্চাকারীদের হৃৎস্পন্দনের হার ধীর বা কম হতে পারে। যারা হার্টের ওষুধ ‘বিটা ব্লকার্স’ খান তাদেরও হৃৎস্পন্দনের হার কম থাকতে পারে। অনেকক্ষণ ব্যায়ামের পর বিশ্রাম নিলে হৃৎস্পন্দন ৬০ এর নিচে নামতে পারে।
কেনো কমে হৃৎস্পন্দনের হার?
শরীরের সর্বত্র হৃৎপিণ্ডের উপর আর নিচের কক্ষ কতো দ্রুত রক্ত পাম্প করবে তা নিয়ন্ত্রণ করে পেস মেকার। হার্টের স্বাভাবিক পেস মেকার এসএনোড এর কাজকর্মে ব্যাঘাত ঘটলে হৃৎস্পন্দন মন্থর হয়ে যায়। হার্টের অলিন্দ ও নিলয় দুটোর মধ্যে যোগাযোগ বন্ধ হলেও স্পন্দনের হার কমে।
কখন কমে হৃৎস্পন্দনের হার
• করোনারি হৃদরোগের কারণে হার্ট অ্যাটাক হলে
• হৃদ পেশির প্রদাহ হলে
• রক্তের ভেতর ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটলে
• থাইরয়েডের কাজ-কর্ম কমে গেলে
• রক্তে বেশি পটাসিয়াম হলে
• বিটা ব্লকার্স ওষুধ খেলে
করণীয়
ধীরগতির স্পন্দন নিয়ে ভাবনায় পড়লে ডাক্তার দেখানো যেতে পারে। তবে যদি উপসর্গসহ হৃদস্পন্দনের হার কম থাকে তবে চিকিৎসকের কাছে যাওয়া আবশ্যক। উপসর্গ না থাকলে ভাবনার কিছু নেই। বেশি বয়সে শরীরের পাশাপাশি হৃৎস্পন্দনেও মন্থরতা আসে।
চিকিৎসা
হার্টের ইলেকট্রিক্যাল কাজকর্ম পরীক্ষার জন্য ডাক্তার ইকেজি করতে বলতে পারেন। ওষুধ দিতে পারেন। প্রয়োজনে খুব ছোটখাটো অস্ত্রোপচার করে স্থাপন করতে পারেন পেস মেকার।
লেখক: মেডিসিন বিশেষজ্ঞ সাবেক অধ্যক্ষ চট্টগ্রাম মেডিকেল কলেজ
ঢাকা: প্রতি মিনিটে হৃৎপিণ্ড কতোবার পাম্প হচ্ছে তা মাপা হয় হৃৎস্পন্দনের হার দিয়ে। শান্ত হয়ে বসে বা বিশ্রামের সময় এই হার প্রতি মিনিটে ৬০ থেকে ১০০ বার হতে পারে। তবে ব্যক্তি বিশেষে কম-বেশি হয়ে থাকে।
এই হৃৎস্পন্দনের হার প্রতি মিনিটে ৬০ বারের কম হলে একে বলা হয়, ব্রাডিকার্ডিয়া বা মন্থর হৃৎস্পন্দন।
জেগে থাকা অবস্থায় হৃৎস্পন্দনের হার নিরবচ্ছিন্নভাবে প্রতি মিনিটে ৬০ এর কম থাকলে কিংবা গভীর ঘুমের সময় হৃৎস্পন্দন ৪০ থেকে ৬০ বার হলে তা ব্রাডিকার্ডিয়ার লক্ষণ।
যেসব উপসর্গ থাকে
• শরীরে বল শক্তি কম
• স্ট্যাঁমিনা কম।
• মাথা ঝিমঝিম
• দুর্বলতা
• বুক ব্যথা
• হতবুদ্ধি ভাব
• বুক ধড়ফড়
মন্থর হৃৎস্পন্দনের সঙ্গে এই উপসর্গগুলো থাকলে ডাক্তার দেখাতে হবে, অবহেলা চলবে না। হৃৎস্পন্দনের হার ৩০ এর নিচে নেমে গেলে মগজে যথেষ্ট অক্সিজেন পৌঁছায় না। এমন অবস্থায় রোগী অজ্ঞান হয়ে যায়। শ্বাসকষ্ট হয়, মাথাও হালকা হয়ে যায়। জেনে রাখা ভালো, স্বাভাবিকভাবেই খেলোয়াড় ও শরীরচর্চাকারীদের হৃৎস্পন্দনের হার ধীর বা কম হতে পারে। যারা হার্টের ওষুধ ‘বিটা ব্লকার্স’ খান তাদেরও হৃৎস্পন্দনের হার কম থাকতে পারে। অনেকক্ষণ ব্যায়ামের পর বিশ্রাম নিলে হৃৎস্পন্দন ৬০ এর নিচে নামতে পারে।
কেনো কমে হৃৎস্পন্দনের হার?
শরীরের সর্বত্র হৃৎপিণ্ডের উপর আর নিচের কক্ষ কতো দ্রুত রক্ত পাম্প করবে তা নিয়ন্ত্রণ করে পেস মেকার। হার্টের স্বাভাবিক পেস মেকার এসএনোড এর কাজকর্মে ব্যাঘাত ঘটলে হৃৎস্পন্দন মন্থর হয়ে যায়। হার্টের অলিন্দ ও নিলয় দুটোর মধ্যে যোগাযোগ বন্ধ হলেও স্পন্দনের হার কমে।
কখন কমে হৃৎস্পন্দনের হার
• করোনারি হৃদরোগের কারণে হার্ট অ্যাটাক হলে
• হৃদ পেশির প্রদাহ হলে
• রক্তের ভেতর ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটলে
• থাইরয়েডের কাজ-কর্ম কমে গেলে
• রক্তে বেশি পটাসিয়াম হলে
• বিটা ব্লকার্স ওষুধ খেলে
করণীয়
ধীরগতির স্পন্দন নিয়ে ভাবনায় পড়লে ডাক্তার দেখানো যেতে পারে। তবে যদি উপসর্গসহ হৃদস্পন্দনের হার কম থাকে তবে চিকিৎসকের কাছে যাওয়া আবশ্যক। উপসর্গ না থাকলে ভাবনার কিছু নেই। বেশি বয়সে শরীরের পাশাপাশি হৃৎস্পন্দনেও মন্থরতা আসে।
চিকিৎসা
হার্টের ইলেকট্রিক্যাল কাজকর্ম পরীক্ষার জন্য ডাক্তার ইকেজি করতে বলতে পারেন। ওষুধ দিতে পারেন। প্রয়োজনে খুব ছোটখাটো অস্ত্রোপচার করে স্থাপন করতে পারেন পেস মেকার।
লেখক: মেডিসিন বিশেষজ্ঞ সাবেক অধ্যক্ষ চট্টগ্রাম মেডিকেল কলেজ
দেশের ৪১ জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ দিয়েছে সরকার। বদলি/পদায়নকৃত কর্মকর্তাগণ আগামী বৃহস্পতিবারের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগাদান করবেন। অন্যথায় আগামী রোববার থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন।
২ দিন আগেবিগত কয়েক দশক ধরেই বিশ্বে অন্যতম স্বাস্থ্য সমস্যা মুটিয়ে যাওয়া ও স্থূলতা। আগামী কয়েক দশকে এই সমস্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করছেন গবেষকেরা। তাঁরা বলছেন, বিশ্বব্যাপী ২০৫০ সালের মধ্যে অর্ধেকের বেশি প্রাপ্তবয়স্ক এবং এক-তৃতীয়াংশ শিশু ও কিশোর-কিশোরী অতিরিক্ত ওজন বা স্থূলতার শিকার হবে। এই বিষয়টি
২ দিন আগে২০২৫ সালে এসেও এই চিত্র খুব একটা বদলায়নি। এখনো স্বাস্থ্যের জন্য জরুরি ৪টি উপাদান লৌহ, ভিটামিন ডি, ভিটামিন বি ১২, জিংকের ঘাটতিতে ভুগছে প্রায় ২৫ শতাংশ কিশোরী এবং স্থূলতায় আক্রান্ত কমপক্ষে ১০ শতাংশ।
২ দিন আগেআত্মহত্যা একটি বৈশ্বিক স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবে বাংলাদেশে আত্মহত্যার প্রবণতা বিশেষভাবে উদ্বেগজনক। বিশ্বব্যাপী আত্মহত্যা প্রতিরোধের উদ্যোগ নেওয়া হলেও বাংলাদেশে এখনো আত্মহত্যা সংক্রান্ত পর্যাপ্ত গবেষণা ও কার্যকর নীতিমালা তৈরি হয়নি
২ দিন আগে