Ajker Patrika

ফুসফুসের চেয়ে শ্বাসনালিতে দ্রুত ছড়ায় ওমিক্রন: গবেষণা

ফুসফুসের চেয়ে শ্বাসনালিতে দ্রুত ছড়ায় ওমিক্রন: গবেষণা

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ফুসফুসের চেয়ে শ্বাসনালিতে দ্রুত ছড়ায়। হংকং বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এ তথ্য জানা গেছে।

গবেষণায় বলা হয়, মূল করোনাভাইরাস ও তার অন্যান্য ধরনগুলোর সংক্রমণের সংক্রমণের ধরন প্রায় এক হলেও ভাইরাসটির নতুন ধরন ওমিক্রনের সংক্রমণের ধরনে কিছু ব্যতিক্রমী দিক রয়েছে।

এর প্রধান ব্যতিক্রমী দিক হচ্ছে-মানবদেহে সংক্রমণের পর শ্বাসনালিতে এই ভাইরাসটি যত দ্রুতগতিতে বংশবিস্তার করে, সেই তুলনায় ফুসফুসে এটির বংশবিস্তারের গতি বেশ কম। এমনকি মূল করোনাভাইরাসের তুলনায়ও এই হার ১০ গুণ কম।

গবেষক দলের প্রধান এবং হংকং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাইকেল চ্যান শিওয়াই বলেন, একটি ভাইরাস কত দ্রুতগতিতে ছড়িয়ে পড়তে ও বংশবিস্তার করতে পারে-তা দিয়ে সেই ভাইরাসটির ভয়াবহতা পরিমাপ করা সম্ভব নয়। এটি নির্ধারণের সবচেয়ে আদর্শ উপায় হলো-ভাইরাসটিকে নিষ্ক্রিয় করতে কোনো ব্যক্তির রোগ প্রতিরোধ শক্তি কতটা কার্যকর। এ কারণে, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে দুর্বল, করোনায় আক্রান্ত হওয়ার পর তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

গবেষণার ফলাফলগুলো একটি আনুষ্ঠানিক প্রতিবেদন আকারে প্রকাশের জন্য পর্যালোচনার অধীনে রয়েছে এবং গবেষকেরাও এখনো এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত