Ajker Patrika

ইনসাফ বারাকাহ হাসপাতালের সঙ্গে সোনালী লাইফ ইন্স্যুরেন্সর চুক্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইনসাফ বারাকাহ হাসপাতালের সঙ্গে সোনালী লাইফ ইন্স্যুরেন্সর চুক্তি

ইনসাফ বারাকাহ হাসপাতালের সঙ্গে সোনালী লাইফ ইন্স্যুরেন্স এর (স্বাস্থ্য সেবা) করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ বুধবার প্রিভিলেজ কার্ডের আওতাভুক্ত সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সম্মানিত গ্রাহক, এজেন্ট ও কর্মকর্তাবৃন্দদের জন্য ডিসকাউন্ট সুবিধা পাওয়ার লক্ষ্যে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হসপিটালের সঙ্গে এ সমঝোতা চুক্তি-স্বাক্ষর অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মীর রাশেদ বিন আমান (চলতি দায়িত্ব), জেনারেল ম্যানেজার বিকাশ চন্দ্র বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট এজেন্সি ডাইরেক্টর মো. রফিকুল ইসলাম ও ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হসপিটালের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলতাফ হোসেন ও জেনারেল ম্যানেজার মোজাফফর হাসান খান, সহকারী ব্যবস্থাপক (মিডিয়া ও বিপণন), হিরো মিয়া, সাদ আব্দুল্লাহ সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

এখন থেকে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সম্মানিত গ্রাহক, এজেন্ট ও কর্মকর্তাবৃন্দ ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হসপিটালের ডায়াগনস্টিক পরীক্ষা নিরীক্ষাসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা ৬% থেকে ৪০% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত