Ajker Patrika

গর্ভাবস্থায় অ্যালার্জি সৃষ্টিকারী খাবার নয়

জাকিয়া নাজনীন
আপডেট : ১০ মার্চ ২০২২, ১০: ৫১
গর্ভাবস্থায় অ্যালার্জি সৃষ্টিকারী খাবার নয়

স্বাস্থ্য
আমার মায়ের বয়স ৬৯ বছর। গ্লাস, প্লেট বা ভারী কিছু ধরলে তাঁর বাঁ হাত কাঁপে। ডান হাতও কাঁপে, তবে খেয়াল না করলে বোঝা যায় না। তাঁর হাতে কোনো ব্যথা নেই। তাঁর ডায়াবেটিসও নেই। হাইপ্রেশার ও আর্থরাইটিস আছে। এটা কি স্নায়ুর সমস্যা, নাকি মাংসপেশির? এটা কী কারণে হচ্ছে? কোন ধরনের চিকিৎসকের পরামর্শ নিতে পারি?

শায়লা খানম, জয়পুরহাট

মাংসপেশি বা স্নায়ুর সমস্যা আসলে পরিপূর্ণ পরীক্ষা ছাড়া আলাদা করে বলা কঠিন। তবে, যদি হাত কাঁপার সঙ্গে আড়ষ্টভাব ও জয়েন্ট শক্ত হওয়ার লক্ষণ থাকে, সেটা পারকিনসনিজমের লক্ষণ, যা বয়স্কদের জন্য খুবই সাধারণ ঘটনা। সে ক্ষেত্রে একজন নিউরোলজিস্টের পরামর্শে উপকার পেতে পারেন।

ডা. মালিহা আহমেদ, অর্থোপেডিকস, মা ও শিশু মেডিকেল কলেজ, চট্টগ্রাম

আমার স্ত্রীর গর্ভকাল ৬ মাস ১৫ দিন চলছে। সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু হঠাৎ করে 
পাঁচ-সাত দিন ধরে তার শরীরে বিভিন্ন ধরনের ছোট ছোট লালচে গোটার মতো কিছু বের হচ্ছে, আবার কমে যাচ্ছে। সেই সঙ্গে পুরো শরীরের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে চুলকানি হয়। এ অবস্থায় করণীয় কী? 

জেমস স্টিভেনস, ঢাকা

কিছু কিছু চর্মরোগ গর্ভাবস্থার সঙ্গে সম্পৃক্ত। আপনার স্ত্রীর যদি কোনো খাবারের প্রতি অ্যালার্জি থেকে থাকে, তবে সেগুলো এড়িয়ে চলতে হবে। এ ক্ষেত্রে একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। 

ফরিদা ইয়াসমিন সুমি, সহকারী অধ্যাপক (গাইনি), চট্টগ্রাম মেডিকেল কলেজ

পুষ্টি
আমার ছেলের বয়স ১৪। কয়েক দিন ধরেই ফুড পয়জনিংয়ের সমস্যায় ভুগছে। কী খেলে উপকার পাওয়া যাবে দ্রুত?

নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা

আদা ব্লেন্ড করে কুসুম গরম পানিতে ভালোভাবে মিশিয়ে ছেঁকে অল্প মধু দিয়ে দুই-তিনবার খাওয়াতে হবে। খুব ভালো হয় যদি সকালে খালি পেটে ২ কোয়া রসুন চিবিয়ে খাওয়া যায়। রসুন খাওয়ার পর এক ঘণ্টা কিছু খাওয়া যাবে না। এ ছাড়া প্রচুর পরিমাণে পানি পান করতে হবে।

জাকিয়া নাজনীন, পুষ্টিবিদ ও হলিস্টিক লাইফস্টাইল মোডিফায়ার, ঢাকা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত