Ajker Patrika

এইচআইভি রোগীর দেহে ৯ মাসে করোনার ২১ বার মিউটেশন: গবেষণা

আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১৭: ২৪
এইচআইভি রোগীর দেহে ৯ মাসে করোনার ২১ বার মিউটেশন: গবেষণা

এইচআইভি এইডসে আক্রান্ত দক্ষিণ আফ্রিকার একজন নারীর দেহে নয় মাসে ২১ বার মিউটেশন বা রূপান্তর হয়েছে করোনাভাইরাস। একটি গবেষণায় এমনটি বলা হয়েছে। আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

গবেষণাটি করেছে দক্ষিণ আফ্রিকার স্টেলেনবোশ ও কোয়াজুলু-নাটাল ইউনিভার্সিটির গবেষকেরা। তবে গবেষণাটির এখনো পিয়ার রিভিউ হয়নি। 
গবেষণায় বলা হয়, ২২ বছরে এইচআইভি এইডসে আক্রান্ত ওই নারী করোনার বেটা ধরনে সংক্রমিত হয়েছিলেন। এ থেকে বোঝা যায়, কারও দেহে রোগপ্রতিরোধ ক্ষমতা কম হলে করোনার নতুন রূপের বিকাশ ঘটতে পারে। যেমন এইচআইভি আক্রান্ত ওই নারীর ক্ষেত্রে হয়েছে। 

গবেষকেরা বলছেন, এইচআইভির আক্রান্ত ওই রোগীর দেহে করোনভাইরাসটি স্পাইক প্রোটিনে কমপক্ষে ১০ বার রূপান্তর বা মিউটেশন ঘটেছে। আর অন্যান্য ক্ষেত্রে ১১ বার রূপান্তর বা মিউটেশন ঘটেছে। এর মধ্যে কিছু পরিবর্তন ওমিক্রন ও ল্যাম্বডা ধরনেও দেখা যায়। আর কিছু রূপান্তর ভাইরাসকে অ্যান্টিবডি ভাঙতে সহায়তা করে। 

গবেষণাটি এখনো অনুসিদ্ধান্ত পর্যায়ে রয়েছে জানিয়ে উল্লেখ করে গবেষকেরা বলছেন, এই গবেষণা করোনার নতুন রূপের উত্থানের একটি সম্ভাব্য পথ বর্ণনা করে। আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি যে এইচআইভির চিকিৎসা নেওয়ার মাধ্যমে এই ধরনের ঘটনাগুলো নিয়ন্ত্রণ করা যেতে পারে। 

দক্ষিণ আফ্রিকার ছয় কোটি মানুষের ৮২ লাখই এইচআইভি এইডসে আক্রান্ত। আর এই ভাইরাসটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত