এইচআইভি এইডসে আক্রান্ত দক্ষিণ আফ্রিকার একজন নারীর দেহে নয় মাসে ২১ বার মিউটেশন বা রূপান্তর হয়েছে করোনাভাইরাস। একটি গবেষণায় এমনটি বলা হয়েছে। আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
গবেষণাটি করেছে দক্ষিণ আফ্রিকার স্টেলেনবোশ ও কোয়াজুলু-নাটাল ইউনিভার্সিটির গবেষকেরা। তবে গবেষণাটির এখনো পিয়ার রিভিউ হয়নি।
গবেষণায় বলা হয়, ২২ বছরে এইচআইভি এইডসে আক্রান্ত ওই নারী করোনার বেটা ধরনে সংক্রমিত হয়েছিলেন। এ থেকে বোঝা যায়, কারও দেহে রোগপ্রতিরোধ ক্ষমতা কম হলে করোনার নতুন রূপের বিকাশ ঘটতে পারে। যেমন এইচআইভি আক্রান্ত ওই নারীর ক্ষেত্রে হয়েছে।
গবেষকেরা বলছেন, এইচআইভির আক্রান্ত ওই রোগীর দেহে করোনভাইরাসটি স্পাইক প্রোটিনে কমপক্ষে ১০ বার রূপান্তর বা মিউটেশন ঘটেছে। আর অন্যান্য ক্ষেত্রে ১১ বার রূপান্তর বা মিউটেশন ঘটেছে। এর মধ্যে কিছু পরিবর্তন ওমিক্রন ও ল্যাম্বডা ধরনেও দেখা যায়। আর কিছু রূপান্তর ভাইরাসকে অ্যান্টিবডি ভাঙতে সহায়তা করে।
গবেষণাটি এখনো অনুসিদ্ধান্ত পর্যায়ে রয়েছে জানিয়ে উল্লেখ করে গবেষকেরা বলছেন, এই গবেষণা করোনার নতুন রূপের উত্থানের একটি সম্ভাব্য পথ বর্ণনা করে। আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি যে এইচআইভির চিকিৎসা নেওয়ার মাধ্যমে এই ধরনের ঘটনাগুলো নিয়ন্ত্রণ করা যেতে পারে।
দক্ষিণ আফ্রিকার ছয় কোটি মানুষের ৮২ লাখই এইচআইভি এইডসে আক্রান্ত। আর এই ভাইরাসটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়।
এইচআইভি এইডসে আক্রান্ত দক্ষিণ আফ্রিকার একজন নারীর দেহে নয় মাসে ২১ বার মিউটেশন বা রূপান্তর হয়েছে করোনাভাইরাস। একটি গবেষণায় এমনটি বলা হয়েছে। আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
গবেষণাটি করেছে দক্ষিণ আফ্রিকার স্টেলেনবোশ ও কোয়াজুলু-নাটাল ইউনিভার্সিটির গবেষকেরা। তবে গবেষণাটির এখনো পিয়ার রিভিউ হয়নি।
গবেষণায় বলা হয়, ২২ বছরে এইচআইভি এইডসে আক্রান্ত ওই নারী করোনার বেটা ধরনে সংক্রমিত হয়েছিলেন। এ থেকে বোঝা যায়, কারও দেহে রোগপ্রতিরোধ ক্ষমতা কম হলে করোনার নতুন রূপের বিকাশ ঘটতে পারে। যেমন এইচআইভি আক্রান্ত ওই নারীর ক্ষেত্রে হয়েছে।
গবেষকেরা বলছেন, এইচআইভির আক্রান্ত ওই রোগীর দেহে করোনভাইরাসটি স্পাইক প্রোটিনে কমপক্ষে ১০ বার রূপান্তর বা মিউটেশন ঘটেছে। আর অন্যান্য ক্ষেত্রে ১১ বার রূপান্তর বা মিউটেশন ঘটেছে। এর মধ্যে কিছু পরিবর্তন ওমিক্রন ও ল্যাম্বডা ধরনেও দেখা যায়। আর কিছু রূপান্তর ভাইরাসকে অ্যান্টিবডি ভাঙতে সহায়তা করে।
গবেষণাটি এখনো অনুসিদ্ধান্ত পর্যায়ে রয়েছে জানিয়ে উল্লেখ করে গবেষকেরা বলছেন, এই গবেষণা করোনার নতুন রূপের উত্থানের একটি সম্ভাব্য পথ বর্ণনা করে। আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি যে এইচআইভির চিকিৎসা নেওয়ার মাধ্যমে এই ধরনের ঘটনাগুলো নিয়ন্ত্রণ করা যেতে পারে।
দক্ষিণ আফ্রিকার ছয় কোটি মানুষের ৮২ লাখই এইচআইভি এইডসে আক্রান্ত। আর এই ভাইরাসটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়।
সহকারী অধ্যাপক পদে সুপারনিউমারারি পদোন্নতির হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্তের পরেও ৩৩তম বিসিএসের স্বাস্থ্য ক্যাডারের (বিসিএস) দেড় হাজারের অধিক চিকিৎসককে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। ঘোষিত সুপারনিউমারারি পদোন্নতিতে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন তাঁরা।
১৬ ঘণ্টা আগেসেবাকে আরও জনমুখী করার কিছু প্রস্তাবনা তুলে ধরে উপদেষ্টা বলেন, পোস্টমর্টেম সেবাকে থানা পর্যায়ে নিয়ে যাওয়া; নারীদের পোস্টমর্টেম নারী ডাক্তার দিয়ে পরীক্ষা করানো; ধর্ষণ মামলার ক্ষেত্রে নারী ডাক্তার দিয়ে পরীক্ষা করানো, না পাওয়া গেলে নারী সেবিকা দিয়ে করিয়ে পুরুষ ডাক্তার দিয়ে প্রতিস্বাক্ষর করা, শিক্ষক
১ দিন আগেনূরজাহান বেগম বলেন, ‘অনেক চিকিৎসক নিয়মিত হাসপাতালে যাচ্ছেন না। গ্রামে ভালো ডাক্তার নেই। প্রয়োজনে অভিজ্ঞদের যেখানে যেতে হবে। সংস্কার নিজের ভেতরে আগে করতে হবে। যাঁরা ভালো করছেন, তাঁদেরই দায়িত্ব দিতে হবে। দেশের বিভিন্ন প্রান্তে ভালো চিকিৎসক পাঠাতে হবে। প্রয়োজনে বেশি বেতন দিয়ে হলেও।’
১ দিন আগেচলমান তাপপ্রবাহে হিট স্ট্রোকে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ডিএনসিসি ডেডিকেটেড কোভিড মহাখালী হাসপাতালে চালু করা হয়েছে হিট স্ট্রোক সেন্টার। ঢাকা উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ২৫ শয্যাবিশিষ্ট এই হিট স্ট্রোক সেন্টারে তাপজনিত অসুস্থতায় আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা বিনা মূল্যে দেওয়া হবে।
২ দিন আগে