ডা. মো. আব্দুল হাফিজ শাফী
আমাদের শ্রবণেন্দ্রিয় কানকে বহিঃকর্ণ, মধ্যকর্ণ ও অন্তঃকর্ণ–এই তিন অংশে ভাগ করা হয়েছে। বহিঃকর্ণের এক-তৃতীয়াংশের দেয়ালের মধ্যকার পরিবর্তিত এপোক্রিন ঘর্ম গ্রন্থি ও সেবাম গ্রন্থির মিশ্রিত ক্ষরণই সেরুমেন বা ওয়াক্স। যাকে আমরা কানের ময়লা বা খৈল হিসেবে চিনি।
আমাদের শরীরে ইয়ার ওয়াক্সের বিশেষ প্রয়োজনীয়তা আছে। এই খৈলের বিশেষ গুণ হচ্ছে, এটি পানি প্রতিরোধী এবং এতে এনজাইম থাকে, যা অণুজীব ধ্বংস করে কানের পর্দাকে সুরক্ষিত রাখে। এ ছাড়া এটি কর্ণকুহরের ত্বকের স্বাস্থ্য বজায় রাখে। তবে গ্রন্থি থেকে অতিরিক্ত পরিমাণে ময়লা তৈরি হলে তা শক্ত হয়ে বহিঃকর্ণের পুরোটা আটকে গিয়ে কানের পর্দার ওপর চাপ সৃষ্টি করতে পারে। তাতে শ্রবণশক্তি কমে যাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। ওয়াক্স, অর্থাৎ কানের খৈলের রং সাধারণত খয়েরি। কিন্তু বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তা কখনো কখনো কালো রঙেরও হতে পারে।
ময়লা জমলে যেসব সমস্যা হয়
অনেক সময় কানের খৈল বা ময়লা বেশি শক্ত হয়ে যায়। তখন তা সহজে পরিষ্কার করা যায় না। কানে অতিরিক্ত ময়লা জমলে বেশ কিছু সমস্যা দেখা দেয়। যেমন
এ সমস্যা যাদের বেশি হয়
যেকোনো বয়সের যে কেউ এ ধরনের সমস্যায় ভুগতে পারে। তবে শিশু, বয়স্ক এবং যাদের জন্মগতভাবে কানের ছিদ্র ছোট, তারা এ সমস্যায় বেশি আক্রান্ত হয়ে থাকে।
সমস্যায় করণীয়
কোনো কিছু চিবানো কিংবা হাই তোলার সময় স্বাভাবিকভাবে কানের ময়লা বেরিয়ে যায়। এগুলো সাধারণত হালকা ধরনের হয়ে থাকে এবং তা অনুভব করা যায় না। কিন্তু আপনি যদি ময়লার উপস্থিতি অনুভব করতে পারেন, তাহলে চিকিৎসকের শরণাপন্ন হোন। এ রকম হলে কান খোঁচাখুঁচি করবেন না। খৈল থাকা অবস্থায় কান খোঁচাখুঁচি করলে কানের পর্দা ছিদ্র হয়ে যেতে পারে। তাতে শ্রবণশক্তি কমে যেতে পারে। নাক, কান, গলারোগ বিশেষজ্ঞ চিকিৎসকেরা খুব সহজেই কান দেখে বুঝে নিতে পারেন ভেতরের অবস্থা। কানের ভেতরে ময়লা থাকলে তা বের করে দেওয়ারও ব্যবস্থা করবেন আপনার চিকিৎসক। ময়লা খুব শক্ত হয়ে গেলে বের করে আনা একটু কঠিন। সে ক্ষেত্রে ময়লা নরম করার জন্য কানে অলিভ অয়েল পাঁচ ফোঁটা পাঁচবার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। পরবর্তী ফলোআপে ময়লা বিভিন্ন পদ্ধতিতে বের করে আনা হয়। তবে কানের পর্দা ছিদ্র থাকলে অলিভ অয়েল তেল দেওয়া যাবে না। শিশুদের ক্ষেত্রে কানের ময়লা পরিষ্কারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সে জন্য বাড়িতে কিছু না করে চিকিৎসকের কাছে যাওয়া ভালো। তাতে কানের পর্দার ক্ষতি হওয়ার আশঙ্কা থাকবে না।
ডা. মো. আব্দুল হাফিজ শাফী, এফসিপিএস (ইএনটি) রেজিস্ট্রার, নাক-কান-গলারোগ বিভাগ,সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল
আমাদের শ্রবণেন্দ্রিয় কানকে বহিঃকর্ণ, মধ্যকর্ণ ও অন্তঃকর্ণ–এই তিন অংশে ভাগ করা হয়েছে। বহিঃকর্ণের এক-তৃতীয়াংশের দেয়ালের মধ্যকার পরিবর্তিত এপোক্রিন ঘর্ম গ্রন্থি ও সেবাম গ্রন্থির মিশ্রিত ক্ষরণই সেরুমেন বা ওয়াক্স। যাকে আমরা কানের ময়লা বা খৈল হিসেবে চিনি।
আমাদের শরীরে ইয়ার ওয়াক্সের বিশেষ প্রয়োজনীয়তা আছে। এই খৈলের বিশেষ গুণ হচ্ছে, এটি পানি প্রতিরোধী এবং এতে এনজাইম থাকে, যা অণুজীব ধ্বংস করে কানের পর্দাকে সুরক্ষিত রাখে। এ ছাড়া এটি কর্ণকুহরের ত্বকের স্বাস্থ্য বজায় রাখে। তবে গ্রন্থি থেকে অতিরিক্ত পরিমাণে ময়লা তৈরি হলে তা শক্ত হয়ে বহিঃকর্ণের পুরোটা আটকে গিয়ে কানের পর্দার ওপর চাপ সৃষ্টি করতে পারে। তাতে শ্রবণশক্তি কমে যাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। ওয়াক্স, অর্থাৎ কানের খৈলের রং সাধারণত খয়েরি। কিন্তু বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তা কখনো কখনো কালো রঙেরও হতে পারে।
ময়লা জমলে যেসব সমস্যা হয়
অনেক সময় কানের খৈল বা ময়লা বেশি শক্ত হয়ে যায়। তখন তা সহজে পরিষ্কার করা যায় না। কানে অতিরিক্ত ময়লা জমলে বেশ কিছু সমস্যা দেখা দেয়। যেমন
এ সমস্যা যাদের বেশি হয়
যেকোনো বয়সের যে কেউ এ ধরনের সমস্যায় ভুগতে পারে। তবে শিশু, বয়স্ক এবং যাদের জন্মগতভাবে কানের ছিদ্র ছোট, তারা এ সমস্যায় বেশি আক্রান্ত হয়ে থাকে।
সমস্যায় করণীয়
কোনো কিছু চিবানো কিংবা হাই তোলার সময় স্বাভাবিকভাবে কানের ময়লা বেরিয়ে যায়। এগুলো সাধারণত হালকা ধরনের হয়ে থাকে এবং তা অনুভব করা যায় না। কিন্তু আপনি যদি ময়লার উপস্থিতি অনুভব করতে পারেন, তাহলে চিকিৎসকের শরণাপন্ন হোন। এ রকম হলে কান খোঁচাখুঁচি করবেন না। খৈল থাকা অবস্থায় কান খোঁচাখুঁচি করলে কানের পর্দা ছিদ্র হয়ে যেতে পারে। তাতে শ্রবণশক্তি কমে যেতে পারে। নাক, কান, গলারোগ বিশেষজ্ঞ চিকিৎসকেরা খুব সহজেই কান দেখে বুঝে নিতে পারেন ভেতরের অবস্থা। কানের ভেতরে ময়লা থাকলে তা বের করে দেওয়ারও ব্যবস্থা করবেন আপনার চিকিৎসক। ময়লা খুব শক্ত হয়ে গেলে বের করে আনা একটু কঠিন। সে ক্ষেত্রে ময়লা নরম করার জন্য কানে অলিভ অয়েল পাঁচ ফোঁটা পাঁচবার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। পরবর্তী ফলোআপে ময়লা বিভিন্ন পদ্ধতিতে বের করে আনা হয়। তবে কানের পর্দা ছিদ্র থাকলে অলিভ অয়েল তেল দেওয়া যাবে না। শিশুদের ক্ষেত্রে কানের ময়লা পরিষ্কারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সে জন্য বাড়িতে কিছু না করে চিকিৎসকের কাছে যাওয়া ভালো। তাতে কানের পর্দার ক্ষতি হওয়ার আশঙ্কা থাকবে না।
ডা. মো. আব্দুল হাফিজ শাফী, এফসিপিএস (ইএনটি) রেজিস্ট্রার, নাক-কান-গলারোগ বিভাগ,সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল
যুগ পাল্টেছে, বদলেছে আমাদের চারপাশের সবকিছু—বাড়ি হয়েছে বিশাল, টিভির পর্দা হয়েছে চওড়া, গাড়ি হয়েছে ভারী। তবে এই ‘বড়’ হওয়ার হাওয়ায় পাল্লা দিয়ে বেড়েছে খাবারের পরিমাণ এবং আমাদের কোমরের মাপও।
১৮ ঘণ্টা আগেশুঁটকির নমুনায় মিলেছে ক্যানসার সৃষ্টিকারী উপাদান। একটি গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। আজ বুধবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
১৯ ঘণ্টা আগেসহকারী অধ্যাপক পদে সুপারনিউমারারি পদোন্নতির হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্তের পরেও ৩৩তম বিসিএসের স্বাস্থ্য ক্যাডারের (বিসিএস) দেড় হাজারের অধিক চিকিৎসককে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। ঘোষিত সুপারনিউমারারি পদোন্নতিতে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন তাঁরা।
১ দিন আগেসেবাকে আরও জনমুখী করার কিছু প্রস্তাবনা তুলে ধরে উপদেষ্টা বলেন, পোস্টমর্টেম সেবাকে থানা পর্যায়ে নিয়ে যাওয়া; নারীদের পোস্টমর্টেম নারী ডাক্তার দিয়ে পরীক্ষা করানো; ধর্ষণ মামলার ক্ষেত্রে নারী ডাক্তার দিয়ে পরীক্ষা করানো, না পাওয়া গেলে নারী সেবিকা দিয়ে করিয়ে পুরুষ ডাক্তার দিয়ে প্রতিস্বাক্ষর করা, শিক্ষক
২ দিন আগে