ডা. মো. আব্দুল হাফিজ শাফী
আমাদের শ্রবণেন্দ্রিয় কানকে বহিঃকর্ণ, মধ্যকর্ণ ও অন্তঃকর্ণ–এই তিন অংশে ভাগ করা হয়েছে। বহিঃকর্ণের এক-তৃতীয়াংশের দেয়ালের মধ্যকার পরিবর্তিত এপোক্রিন ঘর্ম গ্রন্থি ও সেবাম গ্রন্থির মিশ্রিত ক্ষরণই সেরুমেন বা ওয়াক্স। যাকে আমরা কানের ময়লা বা খৈল হিসেবে চিনি।
আমাদের শরীরে ইয়ার ওয়াক্সের বিশেষ প্রয়োজনীয়তা আছে। এই খৈলের বিশেষ গুণ হচ্ছে, এটি পানি প্রতিরোধী এবং এতে এনজাইম থাকে, যা অণুজীব ধ্বংস করে কানের পর্দাকে সুরক্ষিত রাখে। এ ছাড়া এটি কর্ণকুহরের ত্বকের স্বাস্থ্য বজায় রাখে। তবে গ্রন্থি থেকে অতিরিক্ত পরিমাণে ময়লা তৈরি হলে তা শক্ত হয়ে বহিঃকর্ণের পুরোটা আটকে গিয়ে কানের পর্দার ওপর চাপ সৃষ্টি করতে পারে। তাতে শ্রবণশক্তি কমে যাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। ওয়াক্স, অর্থাৎ কানের খৈলের রং সাধারণত খয়েরি। কিন্তু বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তা কখনো কখনো কালো রঙেরও হতে পারে।
ময়লা জমলে যেসব সমস্যা হয়
অনেক সময় কানের খৈল বা ময়লা বেশি শক্ত হয়ে যায়। তখন তা সহজে পরিষ্কার করা যায় না। কানে অতিরিক্ত ময়লা জমলে বেশ কিছু সমস্যা দেখা দেয়। যেমন
এ সমস্যা যাদের বেশি হয়
যেকোনো বয়সের যে কেউ এ ধরনের সমস্যায় ভুগতে পারে। তবে শিশু, বয়স্ক এবং যাদের জন্মগতভাবে কানের ছিদ্র ছোট, তারা এ সমস্যায় বেশি আক্রান্ত হয়ে থাকে।
সমস্যায় করণীয়
কোনো কিছু চিবানো কিংবা হাই তোলার সময় স্বাভাবিকভাবে কানের ময়লা বেরিয়ে যায়। এগুলো সাধারণত হালকা ধরনের হয়ে থাকে এবং তা অনুভব করা যায় না। কিন্তু আপনি যদি ময়লার উপস্থিতি অনুভব করতে পারেন, তাহলে চিকিৎসকের শরণাপন্ন হোন। এ রকম হলে কান খোঁচাখুঁচি করবেন না। খৈল থাকা অবস্থায় কান খোঁচাখুঁচি করলে কানের পর্দা ছিদ্র হয়ে যেতে পারে। তাতে শ্রবণশক্তি কমে যেতে পারে। নাক, কান, গলারোগ বিশেষজ্ঞ চিকিৎসকেরা খুব সহজেই কান দেখে বুঝে নিতে পারেন ভেতরের অবস্থা। কানের ভেতরে ময়লা থাকলে তা বের করে দেওয়ারও ব্যবস্থা করবেন আপনার চিকিৎসক। ময়লা খুব শক্ত হয়ে গেলে বের করে আনা একটু কঠিন। সে ক্ষেত্রে ময়লা নরম করার জন্য কানে অলিভ অয়েল পাঁচ ফোঁটা পাঁচবার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। পরবর্তী ফলোআপে ময়লা বিভিন্ন পদ্ধতিতে বের করে আনা হয়। তবে কানের পর্দা ছিদ্র থাকলে অলিভ অয়েল তেল দেওয়া যাবে না। শিশুদের ক্ষেত্রে কানের ময়লা পরিষ্কারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সে জন্য বাড়িতে কিছু না করে চিকিৎসকের কাছে যাওয়া ভালো। তাতে কানের পর্দার ক্ষতি হওয়ার আশঙ্কা থাকবে না।
ডা. মো. আব্দুল হাফিজ শাফী, এফসিপিএস (ইএনটি) রেজিস্ট্রার, নাক-কান-গলারোগ বিভাগ,সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল
আমাদের শ্রবণেন্দ্রিয় কানকে বহিঃকর্ণ, মধ্যকর্ণ ও অন্তঃকর্ণ–এই তিন অংশে ভাগ করা হয়েছে। বহিঃকর্ণের এক-তৃতীয়াংশের দেয়ালের মধ্যকার পরিবর্তিত এপোক্রিন ঘর্ম গ্রন্থি ও সেবাম গ্রন্থির মিশ্রিত ক্ষরণই সেরুমেন বা ওয়াক্স। যাকে আমরা কানের ময়লা বা খৈল হিসেবে চিনি।
আমাদের শরীরে ইয়ার ওয়াক্সের বিশেষ প্রয়োজনীয়তা আছে। এই খৈলের বিশেষ গুণ হচ্ছে, এটি পানি প্রতিরোধী এবং এতে এনজাইম থাকে, যা অণুজীব ধ্বংস করে কানের পর্দাকে সুরক্ষিত রাখে। এ ছাড়া এটি কর্ণকুহরের ত্বকের স্বাস্থ্য বজায় রাখে। তবে গ্রন্থি থেকে অতিরিক্ত পরিমাণে ময়লা তৈরি হলে তা শক্ত হয়ে বহিঃকর্ণের পুরোটা আটকে গিয়ে কানের পর্দার ওপর চাপ সৃষ্টি করতে পারে। তাতে শ্রবণশক্তি কমে যাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। ওয়াক্স, অর্থাৎ কানের খৈলের রং সাধারণত খয়েরি। কিন্তু বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তা কখনো কখনো কালো রঙেরও হতে পারে।
ময়লা জমলে যেসব সমস্যা হয়
অনেক সময় কানের খৈল বা ময়লা বেশি শক্ত হয়ে যায়। তখন তা সহজে পরিষ্কার করা যায় না। কানে অতিরিক্ত ময়লা জমলে বেশ কিছু সমস্যা দেখা দেয়। যেমন
এ সমস্যা যাদের বেশি হয়
যেকোনো বয়সের যে কেউ এ ধরনের সমস্যায় ভুগতে পারে। তবে শিশু, বয়স্ক এবং যাদের জন্মগতভাবে কানের ছিদ্র ছোট, তারা এ সমস্যায় বেশি আক্রান্ত হয়ে থাকে।
সমস্যায় করণীয়
কোনো কিছু চিবানো কিংবা হাই তোলার সময় স্বাভাবিকভাবে কানের ময়লা বেরিয়ে যায়। এগুলো সাধারণত হালকা ধরনের হয়ে থাকে এবং তা অনুভব করা যায় না। কিন্তু আপনি যদি ময়লার উপস্থিতি অনুভব করতে পারেন, তাহলে চিকিৎসকের শরণাপন্ন হোন। এ রকম হলে কান খোঁচাখুঁচি করবেন না। খৈল থাকা অবস্থায় কান খোঁচাখুঁচি করলে কানের পর্দা ছিদ্র হয়ে যেতে পারে। তাতে শ্রবণশক্তি কমে যেতে পারে। নাক, কান, গলারোগ বিশেষজ্ঞ চিকিৎসকেরা খুব সহজেই কান দেখে বুঝে নিতে পারেন ভেতরের অবস্থা। কানের ভেতরে ময়লা থাকলে তা বের করে দেওয়ারও ব্যবস্থা করবেন আপনার চিকিৎসক। ময়লা খুব শক্ত হয়ে গেলে বের করে আনা একটু কঠিন। সে ক্ষেত্রে ময়লা নরম করার জন্য কানে অলিভ অয়েল পাঁচ ফোঁটা পাঁচবার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। পরবর্তী ফলোআপে ময়লা বিভিন্ন পদ্ধতিতে বের করে আনা হয়। তবে কানের পর্দা ছিদ্র থাকলে অলিভ অয়েল তেল দেওয়া যাবে না। শিশুদের ক্ষেত্রে কানের ময়লা পরিষ্কারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সে জন্য বাড়িতে কিছু না করে চিকিৎসকের কাছে যাওয়া ভালো। তাতে কানের পর্দার ক্ষতি হওয়ার আশঙ্কা থাকবে না।
ডা. মো. আব্দুল হাফিজ শাফী, এফসিপিএস (ইএনটি) রেজিস্ট্রার, নাক-কান-গলারোগ বিভাগ,সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল
যেকোনো অপারেশনের আগে রোগী ও তাঁর আত্মীয়স্বজনের মধ্যে ভয় বা দুশ্চিন্তা কাজ করে। এই ভয় অমূলকও নয়। কারণ, অপারেশন মানেই কাটাছেঁড়া, অজ্ঞান থেকে জ্ঞান ফিরবে কি না, সে চিন্তা মাথায় কাজ করে। তা ছাড়া অপারেশনের ক্ষেত্রে অ্যানেসথেসিয়ার বিষয়ে জানাশোনা ও সতর্কতার স্পষ্ট ধারণা থাকে না বেশির ভাগ মানুষের।
৪ ঘণ্টা আগেডায়াবেটিসের কারণে আপনার মুখ ও দাঁতে নানা ধরনের রোগ সৃষ্টি হতে পারে। ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি অসুস্থতা; যা রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়। এটি শুধু হার্ট, কিডনি অথবা চোখেরই ক্ষতি করে না, বরং দাঁত ও মাড়ির ওপরও ফেলতে পারে মারাত্মক প্রভাব।
৫ ঘণ্টা আগেআপনি সুস্থ অবস্থায় রাতে ঘুমিয়ে ছিলেন। প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার জন্য আয়নার সামনে দাঁড়িয়েছেন। দেখলেন, মুখটা একদিকে বেঁকে গেছে। চোখ পুরোপুরি বন্ধ হচ্ছে না। মুখে পানি নিয়ে ঠিকমতো কুলি করতে পারছেন না। এমন সমস্যা অনেকের দেখা দেয়। এই সমস্যাই আসলে বেলস পালসি বা ফেশিয়াল পালসি।
৬ ঘণ্টা আগেবিশ্বব্যাপী নারীর স্বাস্থ্যঝুঁকির বড় কারণ স্তন ক্যানসার। তবে সচেতন জীবনযাপন এবং কিছু অভ্যাস বদলাতে পারলে এই ঝুঁকি অনেকটা কমিয়ে আনা সম্ভব। এ জন্য যা করবেন—
৭ ঘণ্টা আগে