Ajker Patrika

সঠিকভাবে ব্রাশ করছেন তো

ডা. পূজা সাহা
আপডেট : ০১ মার্চ ২০২২, ১১: ২৯
সঠিকভাবে ব্রাশ করছেন তো

সকালে ঘুম থেকে উঠেই আমাদের প্রথম কাজ দাঁত ব্রাশ করা। নিয়ম করে প্রতিদিন সকালে, আবার অনেকে সকাল ও রাতে দাঁত ব্রাশ করছি। তারপরও দাঁতের কিছু না 
কিছু সমস্যা হচ্ছেই! দাঁত তো ব্রাশ করছি, কিন্তু সেটা কি সঠিক নিয়মে হচ্ছে?

দাঁত ব্রাশের সঠিক পদ্ধতি

  • ভালো ব্র্যান্ডের নরম ব্রিসেলের ব্রাশ ব্যবহার করবেন। প্রথমে ব্রাশ পানিতে ভিজিয়ে তাতে অল্প পরিমাণ ফ্লুরাইডযুক্ত টুথপেস্ট লাগিয়ে ওপর-নিচ করে ব্রাশ করবেন। এতে দাঁতের ফাঁকে আটকে থাকা খাদ্যকণা বের হয়ে যাবে।
  • ব্রাশ করার আগে ডেন্টাল ফ্লস দিয়ে দুই দাঁতের ফাঁকে ফ্লসিং করে নিন। তারপর কুলকুচি করে ব্রাশ করুন।
  • দুই পাটির দাঁত একসঙ্গে করে ব্রাশ দাঁতের সঙ্গে ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে আলতোভাবে ওপর-নিচ করে দাঁত ব্রাশ করবেন।
  • ছোট ছোট বৃত্তের মতো করে ব্রাশ করতে হবে। দাঁতের ভেতরের দিকে দাঁত ও মাড়ির সংযোগস্থলে বৃত্তাকারে আলতো করে দাঁত ব্রাশ করতে হবে।
  • তিন মাস অন্তর টুথব্রাশ পরিবর্তন করতে হবে। দীর্ঘদিন ব্যবহারে ব্রাশের ব্রিসল বাঁকা হয়ে গেলে তা পরিবর্তন করতে হয়।
  • দীর্ঘ সময় নিয়ে দাঁত ব্রাশ করার প্রয়োজন নেই। বেশি জোরে ও দ্রুত ব্রাশ করা থেকেও বিরত থাকুন। ব্রাশের আঘাতে যেন মুখগহ্বরের ভেতরে ঝিল্লির পর্দা ক্ষতিগ্রস্তনা হয়, সে বিষয়ে সতর্ক থাকুন।
  • দুই মিনিট ধরে দাঁত ব্রাশ করা ভালো। জরিপ বলে, বেশির ভাগ মানুষ ৩০ থেকে ৪৫ সেকেন্ডেই দাঁত ব্রাশের পাট চুকিয়ে ফেলেন। ফলে পেরিওডনটাইটিস ও জিনজিভাইটিস নামক জটিলতা দেখা দিতে পারে। আবার মুখে পুরু প্লাকের আস্তর থেকে ধমনিতেও প্লাক জমতে পারে।
  • প্রতিদিন সকালে নাশতা করার পর ও রাতে খাওয়ার পর দাঁত ব্রাশ করতে হয়। অনেকে ঘুম থেকে উঠেই দাঁত ব্রাশ করেন, এটার দরকার নেই। 

বছরে অন্তত একবার একজন দাঁতের চিকিৎসকের কাছে যান ও পরামর্শ নিন। 

লেখক: ডেন্টাল সার্জন, সিকদার ডেন্টাল কেয়ার, ঢাকা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত