Ajker Patrika

পিসিএসবি ও আইপিএম কেরালার মধ্যে সমঝোতা চুক্তি

পিসিএসবি ও আইপিএম কেরালার মধ্যে সমঝোতা চুক্তি

প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ (পিসিএসবি) এবং ইনস্টিটিউট অব প্যালিয়েটিভ মেডিসিন (আইপিএম) কেরালার মধ্যে একটি দ্বিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

ভারতের কেরালাতে আইপিএম কেরালার পক্ষে এর পরিচালক ডা. আনোয়ার হোসাইন এবং পিসিএসবির পক্ষে এর সদস্যসচিব অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া চুক্তিপত্রে স্বাক্ষর করেন। 

বিশ্বের ৫২টি দেশের ২০০ জনের বেশি অংশগ্রহণকারী নিয়ে আয়োজিত 'মাস্টার ক্লাস ইন প্যালিয়েটিভ কেয়ার' অনুষ্ঠানে এই চুক্তি সই হয়। ভিরিজে বিশ্ববিদ্যালয় ব্রাসেলসের অধ্যাপক ডা. লিবী সালনো এই মুহূর্তকে আঞ্চলিক সম্প্রীতির এক ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেন। 

ডাব্লুএইচও ফেলো ফর কমিউনিটি পার্টিসিপেশন ইন প্যালিয়েটিভ কেয়ার অ্যান্ড লং টার্ম কেয়ার ডা. সুরেশ কুমার বলেন, ভবিষ্যতে বাংলাদেশের প্যালিয়েটিভ কেয়ার বিস্তারে বিশ্বস্বাস্থ্য সংস্থার সম্পৃক্ততা আরও জোরদার করা হবে বলে আশা করছি। 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. নিজামউদ্দিন আহমাদ বলেন, 'বাংলাদেশ সততা, খোলামেলা সংলাপ এবং আশা নিয়ে সবার সঙ্গে যুক্ত হতে আন্তরিক। কারণ মৃত্যু সবার জন্যই অমোঘ।' 

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. হিদার রিচার্ডসন বাংলাদেশে আগামী দিনগুলোতে আরও সক্রিয় কার্যক্রম বিস্তারে ইচ্ছা প্রকাশ করেন। 

এই দ্বিপক্ষীয় সমঝোতার চুক্তির সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন, বাংলাদেশের পক্ষে অধ্যাপক (ডা.) হিদার রিচার্ডসন (সদ্য প্রাক্তন সিইও সেন্ট ক্রিস্টোফার হসপিস ইউকে; অধ্যাপক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়) এবং অধ্যাপক (ডা.) নিজামুদ্দিন আহমাদ (প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্যালিয়েটিভ মেডিসিন বিভাগ বিএসএমএমইউ; বিশ্বের নিম্ন এবং মধ্যম আয়ের দেশগুলোর প্রথম প্যালিয়েটিভ মেডিসিনের অধ্যাপক) এবং আইপিএম এর পক্ষ থেকে ডা. সুরেশ কুমার (ডিরেক্টর; ডাব্লুএইচও ফেলো ফর কমিউনিটি পার্টিসিপেশন ইন প্যালিয়েটিভ কেয়ার অ্যান্ড লং টার্ম কেয়ার) এবং অধ্যাপক (ডা.) লিবি সালনো (ল্যানসেট কমিশন ভ্যালু অব ডেথ চিফ; কনসালট্যান্ট প্যালিয়েটিভ মেডিসিন সিএনডাব্লিউএল ন্যাশনাল হেলথ ট্রাস্ট ইউকে; অধ্যাপক ভিরিজে বিশ্ববিদ্যালয় ব্রাসেলস)। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

চীনা পণ্যে শুল্ক ‘উল্লেখযোগ্য’ পরিমাণে কমিয়ে সুখে বসবাসের ঘোষণা ট্রাম্পের

২৫ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১৪১৪ কোটি টাকার অনিয়ম

কাশ্মীরে হামলায় নিহতদের মধ্যে ছিলেন এক গোয়েন্দা কর্মকর্তা

যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক ঘনিষ্ঠ না হলে মানবজাতির সামনে ‘চরম অন্ধকার’, ভ্যান্সের হুঁশিয়ারি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত