Ajker Patrika

গুরুতর করোনা রোগী ছাড়া প্লাজমা নয়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১১: ৩৩
Thumbnail image

করোনার মৃদু বা মাঝারি উপসর্গ থাকা রোগীদের প্লাজমা থেরাপি না দেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আজ মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এমনটি বলা হয়। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ১৬ হাজার ২৩৬ জন করোনা রোগীর ওপর পরীক্ষা চালিয়ে তারা এই পরামর্শ দিয়েছে। 

চিকিৎসাবিষয়ক সাময়িকী ব্রিটিশ মেডিকেল জার্নালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, বর্তমান প্রমাণে দেখায় যে এটি বেঁচে থাকার জন্য খুব সহায়তা করে না। এ ছাড়া ভেন্টিলেটরের প্রয়োজনীয়তা হ্রাস করে না। পাশাপাশি এটি ব্যয়বহুল ও সময়সাপেক্ষ।

মানুষের রক্তের জলীয় অংশকে বলা হয় প্লাজমা বা রক্তরস। রক্তের মধ্যে প্রায় ৫৫ শতাংশ ই থাকে হলুদাভ রঙের এই প্লাজমা। 

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরে যাঁরা পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন, তাঁদের শরীরে একধরনের অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধক্ষমতা তৈরি হয়। 

তাদের শরীর থেকে প্লাজমার মাধ্যমে সংগ্রহ করা এই অ্যান্টিবডি যদি করোনাভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তির শরীরে প্রয়োগ করা হয়, তখন তার শরীরে সেই অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধক্ষমতা তৈরি হয়। তখন সেও সুস্থ হয়ে ওঠে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত