Ajker Patrika

মহাকাশ স্টেশন থেকে তোলা ‘চন্দ্রগ্রহণের দুর্লভ ছবি’টি ডিজিটাল আর্ট

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৪: ৪৮
মহাকাশ স্টেশন থেকে তোলা ‘চন্দ্রগ্রহণের দুর্লভ ছবি’টি ডিজিটাল আর্ট

উত্তর আমেরিকার দেশ মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে আজ রোববার (৮ এপ্রিল) দেখা যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের মতে, ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম (ইএসটি) অনুযায়ী, আজ বেলা ১টা থেকে বিকেল ৪টা এবং বাংলাদেশ সময় ৮ এপ্রিল রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত দেখা যাবে এ সূর্যগ্রহণ। বাংলাদেশ থেকে দেখা না গেলেও, বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে এই বিরল দৃশ্য সরাসরি দেখার সুযোগ থাকছে।

তবে এরই মধ্যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় মহাকাশ স্টেশন থেকে চন্দ্রগ্রহণের তোলা দুর্লভ ছবি দাবিতে একটি ছবি ভাইরাল হয়েছে।আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল ছবিটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তোলা চন্দ্রগ্রহণের কোনো ছবি নয়। এটি প্রযুক্তির সহায়তায় তৈরি একটি ডিজিটাল আর্ট। 

ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসভিত্তিক অনলাইন আর্ট কমিউনিটি ‘ডেভিয়ান আর্ট’-এর ওয়েবসাইটে ছবিটি খুঁজে পাওয়া যায়। শিল্পীদের এই উন্মুক্ত প্ল্যাটফর্মটিতে ২০০৯ সালের ২০ নভেম্বর ছবিটি ‘Eclipse’ শিরোনামে পোস্ট করা হয়। ছবিটি পোস্ট করা হয় ‘A4 size-ska’ নামের একটি অ্যাকাউন্ট থেকে। 

 (ডেভিয়ান আর্টের) 

ছবিটির বিস্তারিত বিবরণীতে অ্যাকাউন্টটি থেকে বলা হয়েছে, ছবিটি ‘Terragen 2’ নামের একটি সফটওয়্যার ব্যবহার করে তৈরি করা হয়েছে। ১৬টি সদস্য রাষ্ট্রের সমন্বয়ে গঠিত আন্তসরকার গবেষণা প্রতিষ্ঠান ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরির (ইএসও) ডেটা নিয়ে ছবিটি তৈরি করা হয়েছে। এটি ‘A4 size-ska’ অ্যাকাউন্ট থেকে ডেভিয়ান আর্ট ওয়েবসাইটে করা প্রথম পোস্ট।মহাকাশ স্টেশন থেকে চন্দ্রগ্রহণের তোলা দুর্লভ ছবি দাবিতে ভাইরাল ছবিটি ডিজিটাল আর্টছবিটি পরে ফেসবুকে ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে ‘A4 size-ska’ অ্যাকাউন্ট থেকে কমেন্ট করে বলা হয়, ‘Eclipse’ ছবিটি নির্মাতার অনুমতি ছাড়া ফেসবুকে ব্যবহার করা হচ্ছে। যা আমার কপিরাইটকে লঙ্ঘন করে। তাই কেউ ছবিটি কপিরাইট ছাড়া শেয়ার করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ইতিপূর্বে ছবিটি একই দাবিতে ভাইরাল হলে মধ্যপ্রাচ্য ভিত্তিক ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ‘মিসবার’ ২০২১ সালের ৩০ জুলাই একটি ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল।

উপরোক্ত তথ্যের ভিত্তিতে এটি স্পষ্ট যে ‘মহাকাশ স্টেশন থেকে চন্দ্রগ্রহণের তোলা দুর্লভ ছবি’ দাবিতে ভাইরাল ছবিটি একটি ডিজিটাল আর্ট।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত