Ajker Patrika

নির্মাণাধীন ‘সিরাজগঞ্জ ইন্টারচেঞ্জের’ দাবিতে চীনের ছবি ভাইরাল 

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৪: ৫৮
Thumbnail image

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে একটি ইন্টারচেঞ্জ সড়কের ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি সিরাজগঞ্জে নির্মাণাধীন ইন্টারচেঞ্জ সড়কের সম্পূর্ণ নকশা। কাশিনাথপুর ডট পাবনা (Kashinatpur. Pabna) নামের একটি পেজ থেকে গত ২৪ মার্চ দেওয়া এমন একটি পোস্ট সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে। পোস্টটি আজ রোববার (৩১ মার্চ) দুপুর ২টা পর্যন্ত ১ হাজারের বেশি শেয়ার হয়েছে। এতে রিয়েকশন পড়েছে ১৪ হাজারের বেশি। ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে স্টক ফটোর ওয়েবসাইট গেটি ইমেজে একটি ছবি খুঁজে পাওয়া যায়। এই ছবির সঙ্গে সিরাজগঞ্জ ইন্টারচেঞ্জের দাবিতে ভাইরাল ছবিটির মিল পাওয়া যায়। গেটি ইমেজে ছবিটির বিবরণীতে বলা হয়েছে ইন্টারচেঞ্জটির নাম বিনহাই ইন্টারচেঞ্জ। এটি এশিয়ার বৃহত্তম মেরিটাইম এক্সপ্রেসওয়ে ইন্টারচেঞ্জ হাব। ইন্টারচেঞ্জটি চীনের ঝেজিয়াং প্রদেশের নিংবোতে অবস্থিত। 

এই সূত্রে আরও খুঁজে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইকোনমিক ডেইলির ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টের একটি টুইটে একই ইন্টারচেঞ্জের ছবি পাওয়া যায়। চলতি বছরের গত ৩১ জানুয়ারি করা টুইটটি থেকে জানা যায়, এটি ওইদিনই যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।নির্মাণাধীন সিরাজগঞ্জ ইন্টারচেঞ্জের ছবি দাবিতে ভাইরাল ছবিটি চীনেরঅর্থাৎ সিরাজগঞ্জের নির্মাণাধীন ইন্টারচেঞ্জের ছবি দাবিতে ভাইরাল ছবিটি চীনের ঝেজিয়াং প্রদেশে অবস্থিত এশিয়ার বৃহত্তম মেরিটাইম এক্সপ্রেসওয়ে ইন্টারচেঞ্জের। 

সিরাজগঞ্জের হাটিকুমরুলে নির্মাণাধীন ইন্টারচেঞ্জটির নকশা কেমন নির্মাণাধীন সিরাজগঞ্জ ইন্টারচেঞ্জের ত্রিমাত্রিক নকশার ছবি। ছবি: এডিবি পরে আরও খুঁজে বঙ্গবন্ধু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের হাটিকুমরুলে নির্মাণাধীন ইন্টারচেঞ্জটির ছবি খুঁজে পাওয়া যায়। ইন্টারচেঞ্জটি নির্মাণ করা হচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে। এডিবির এ প্রকল্প সম্পর্কিত একটি রিপোর্ট থেকে হাটিকুমরুল ইন্টারচেঞ্জটির ত্রিমাত্রিক নকশা খুঁজে পাওয়া যায়। এই নকশার সঙ্গে ফেসবুকে ভাইরাল ইন্টারচেঞ্জের মিল পাওয়া যায়নি। 

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত