ফ্যাক্টচেক ডেস্ক
মাইকসদৃশ একটি বস্তুর ছবির সঙ্গে আজানের ধ্বনিসংবলিত একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনি আজানের ধ্বনি। বাংলাদেশ সেই চিরচেনা বেতারের আজানের সুর, যতই শুনি ততই ভালো লাগে।’
গত বুধবার (১০ এপ্রিল) প্রখ্যাত ভারতীয় ইসলামি বক্তা ডা. জাকির নায়েকের নাম ও ছবি ব্যবহার করে খোলা ৩ লাখের বেশি সদস্যের একটি ফেসবুক গ্রুপে এমন একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটি পোস্ট করা হয় বাংলাদেশের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ সালেহ আহমেদ তাকরিমের নামে খোলা আরেকটি পেজ থেকে।
একই ভিডিও ২০২২ সালে ‘এশিয়ার সর্ববৃহৎ মাইক দিয়ে আজান দেওয়া হয় বাংলাদেশে। শুধুমাত্র আজানের সুর মুসল্লিদের কানে পৌঁছে দিতে বাংলাদেশ বেতারের স্থায়ী এই সিস্টেম’ দাবিতেও ফেসবুকে পোস্ট করা হয়েছে।
ভাইরাল মাইক-সদৃশ বস্তুটি কী? এটি কি বাংলাদেশে অবস্থিত বাংলাদেশ বেতারের তৈরি এশিয়ার সর্ববৃহৎ মাইক?
ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে ইন্দোনেশিয়ার ‘ট্রাভেলোপিডিয়া’ নামের একটি ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে মাইকসদৃশ বস্তুর ছবিটি পাওয়া যায়। বস্তুটি সম্পর্কে ওয়েবসাইটটিতে বলা হয়েছে, এটি একটি ট্রামপেট। ট্রামপেট হলো পিতলের তৈরি বাদ্যযন্ত্র বিশেষ, যা সাধারণত ধ্রুপদি এবং জ্যাজ সংগীতে ব্যবহৃত হয়। পৃথিবীর সবচেয়ে বড় ট্রামপেট হিসেবে এটির বিশ্ব রেকর্ড রয়েছে। ট্রামপেটটি ইন্দোনেশিয়ার উত্তর সোলাওয়েসি দ্বীপের টুম্পাসুতে পা ডিওর কালচারাল সেন্টারে অবস্থিত। এটি আজান দেওয়ার কাজে ব্যবহৃত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।
আরও খুঁজে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকের ওয়েবসাইটে ট্রামপেটটি সম্পর্কে আরও তথ্য পাওয়া যায়। এখানে বলা হয়েছে, এটিই বিশ্বের সবচেয়ে বড় ট্রামপেট, যেটি বাজানোও যায়। এটি ৩২ মিটার বা প্রায় ১০৫ ফুট লম্বা। এতে ৫ দশমিক ২০ মিটার বা ১৭ ফুট ব্যাসের এবং ৬ দশমিক ৮ মিটার বা ২২ ফুট পরিধির একটি ঘণ্টা আছে। ট্রামপেটটি কম্প্রেসারের সাহায্যে বাজানো যায়।
এই ওয়েবসাইটেও ট্রামপেটটি আজান দেওয়ার কাজে ব্যবহৃত হওয়ার ব্যাপারে এখানে কোনো তথ্য পাওয়া যায়নি।
ইউটিউবের বিভিন্ন চ্যানেলে পা ডিওর কালচারাল সেন্টারে দর্শনার্থীদের ট্রামপেটটি বাজানোর বেশ কিছু ভিডিও খুঁজে পাওয়া যায়।
এসব ভিডিওতেও ট্রামপেটটি দিয়ে আজান দেওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।
অর্থাৎ, ‘বাংলাদেশে এশিয়ার সর্ববৃহৎ মাইক দিয়ে আজান দেওয়া হয়’ দাবিতে ভাইরাল ভিডিওটিতে থাকা বস্তুটি মূলত ট্রামপেট, যা ইন্দোনেশিয়ায় অবস্থিত। অনুসন্ধানে এর সঙ্গে আজান দেওয়ার কোনো সম্পর্ক পাওয়া যায়নি।
মাইকসদৃশ একটি বস্তুর ছবির সঙ্গে আজানের ধ্বনিসংবলিত একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনি আজানের ধ্বনি। বাংলাদেশ সেই চিরচেনা বেতারের আজানের সুর, যতই শুনি ততই ভালো লাগে।’
গত বুধবার (১০ এপ্রিল) প্রখ্যাত ভারতীয় ইসলামি বক্তা ডা. জাকির নায়েকের নাম ও ছবি ব্যবহার করে খোলা ৩ লাখের বেশি সদস্যের একটি ফেসবুক গ্রুপে এমন একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটি পোস্ট করা হয় বাংলাদেশের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ সালেহ আহমেদ তাকরিমের নামে খোলা আরেকটি পেজ থেকে।
একই ভিডিও ২০২২ সালে ‘এশিয়ার সর্ববৃহৎ মাইক দিয়ে আজান দেওয়া হয় বাংলাদেশে। শুধুমাত্র আজানের সুর মুসল্লিদের কানে পৌঁছে দিতে বাংলাদেশ বেতারের স্থায়ী এই সিস্টেম’ দাবিতেও ফেসবুকে পোস্ট করা হয়েছে।
ভাইরাল মাইক-সদৃশ বস্তুটি কী? এটি কি বাংলাদেশে অবস্থিত বাংলাদেশ বেতারের তৈরি এশিয়ার সর্ববৃহৎ মাইক?
ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে ইন্দোনেশিয়ার ‘ট্রাভেলোপিডিয়া’ নামের একটি ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে মাইকসদৃশ বস্তুর ছবিটি পাওয়া যায়। বস্তুটি সম্পর্কে ওয়েবসাইটটিতে বলা হয়েছে, এটি একটি ট্রামপেট। ট্রামপেট হলো পিতলের তৈরি বাদ্যযন্ত্র বিশেষ, যা সাধারণত ধ্রুপদি এবং জ্যাজ সংগীতে ব্যবহৃত হয়। পৃথিবীর সবচেয়ে বড় ট্রামপেট হিসেবে এটির বিশ্ব রেকর্ড রয়েছে। ট্রামপেটটি ইন্দোনেশিয়ার উত্তর সোলাওয়েসি দ্বীপের টুম্পাসুতে পা ডিওর কালচারাল সেন্টারে অবস্থিত। এটি আজান দেওয়ার কাজে ব্যবহৃত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।
আরও খুঁজে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকের ওয়েবসাইটে ট্রামপেটটি সম্পর্কে আরও তথ্য পাওয়া যায়। এখানে বলা হয়েছে, এটিই বিশ্বের সবচেয়ে বড় ট্রামপেট, যেটি বাজানোও যায়। এটি ৩২ মিটার বা প্রায় ১০৫ ফুট লম্বা। এতে ৫ দশমিক ২০ মিটার বা ১৭ ফুট ব্যাসের এবং ৬ দশমিক ৮ মিটার বা ২২ ফুট পরিধির একটি ঘণ্টা আছে। ট্রামপেটটি কম্প্রেসারের সাহায্যে বাজানো যায়।
এই ওয়েবসাইটেও ট্রামপেটটি আজান দেওয়ার কাজে ব্যবহৃত হওয়ার ব্যাপারে এখানে কোনো তথ্য পাওয়া যায়নি।
ইউটিউবের বিভিন্ন চ্যানেলে পা ডিওর কালচারাল সেন্টারে দর্শনার্থীদের ট্রামপেটটি বাজানোর বেশ কিছু ভিডিও খুঁজে পাওয়া যায়।
এসব ভিডিওতেও ট্রামপেটটি দিয়ে আজান দেওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।
অর্থাৎ, ‘বাংলাদেশে এশিয়ার সর্ববৃহৎ মাইক দিয়ে আজান দেওয়া হয়’ দাবিতে ভাইরাল ভিডিওটিতে থাকা বস্তুটি মূলত ট্রামপেট, যা ইন্দোনেশিয়ায় অবস্থিত। অনুসন্ধানে এর সঙ্গে আজান দেওয়ার কোনো সম্পর্ক পাওয়া যায়নি।
রাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
২ দিন আগেবিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
১৬ দিন আগেপটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
১৭ দিন আগেপিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চণ্ডীপুর ইউনিয়নে চরবলেশ্বর এলাকায় গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম হাওলাদার ও তাঁর ভাবি মৌকলি বেগমকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।
১৮ দিন আগে