Ajker Patrika

কুয়েতে সরকারিভাবে ১২৩২ কর্মী নিয়োগের খবর কি সত্য 

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৩: ৪০
কুয়েতে সরকারিভাবে ১২৩২ কর্মী নিয়োগের খবর কি সত্য 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে সরকারিভাবে ১২৩২ জন কর্মী নিয়োগের খবর তথ্য ছড়িয়ে পড়েছে। আরটিভির একটি ফটোকার্ড ও আবেদনের মাধ্যম হিসেবে কিছু ওয়েবসাইটের লিংক এতে যুক্ত করা হয়েছে। ফটোকার্ডে লেখা, ‘সরকারিভাবে কুয়েতে যাওয়ার সুযোগ, নেবে ১২৩২ জন’। 

গত ১৪ এপ্রিল (রোববার) ‘সাপ্তাহিক চাকরির খবর’ নামের ফেসবুক গ্রুপে কামরুল ইসলাম হৃদয় নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এমন একটি পোস্ট দেওয়া হয়। পোস্টটির কমেন্টে ‘jobs. bdlatestupdate’ নামে একটি ওয়েবসাইটের লিংক যুক্ত করা হয়েছে। 

দাবিটির সত্যতা যাচাইয়ে কমেন্টে যুক্ত ওয়েবসাইটটিতে গিয়ে সরকারিভাবে কুয়েতে ১২৩২ জনের যাওয়ার সুযোগ নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। পোস্টে থাকা আরটিভির ফটোকার্ডটির সূত্রে কি-ওয়ার্ড অনুসন্ধানে সম্প্রচার মাধ্যমটির ওয়েবসাইটে ২০২৩ সালের ২৭ অক্টোবর ‘সরকারিভাবে কুয়েতে যাওয়ার সুযোগ, নেবে ১২৩২ জন’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদন সূত্রে জানা যায়, ওই সময় রাষ্ট্রীয় মালিকানাধীন জনশক্তি প্রেরণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) মেডিকেল টেকনিশিয়ান পদে কুয়েতে ১২৩২ জনকে নিয়োগের একটি বিজ্ঞপ্তি দেয়। বিজ্ঞপ্তিটি দেওয়া হয় ২৬ অক্টোবর। 

বর্তমানে কুয়েতে সরকারিভাবে ১২৩২ জন যাওয়ার আবেদন আর গ্রহণ করা হচ্ছে না। ছবি: বোয়েসেলের আবেদনের গুগল ফরম বিজ্ঞপ্তি অনুযায়ী, কুয়েতে সরকারিভাবে যাওয়ার আবেদনের শেষ সময় ছিল ওই বছরের ৫ নভেম্বর। প্রতিবেদনে আবেদনের একটি লিংকও যুক্ত করে দেওয়া হয়েছে। আবেদনের এই লিংকে প্রবেশ করে দেখা যায়, বর্তমানে এই পদে আর আবেদন গ্রহণ করা হচ্ছে না। বোয়েসেলের ওয়েবসাইট ঘুরেও সাম্প্রতিক সময়ে কুয়েতে নিয়োগের কোনো বিজ্ঞপ্তি পাওয়া যায়নি। ওয়েবসাইটটিতে গত ২২ এপ্রিল থেকে আজ ২৫ এপ্রিল পর্যন্ত জর্ডানের বেশ কিছু গার্মেন্টসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। 

পরে নিয়োগ বিজ্ঞপ্তিটির বর্তমান অবস্থা সম্পর্কে জানতে বোয়েসেলের সহকারী মহাব্যবস্থাপক (বৈদেশিক কর্মসংস্থান) নোমান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। তিনি বলেন, কুয়েতে টেকনিশিয়ান পদে নিয়োগের কথা ছিল। এ জন্য কুয়েতের সঙ্গে বাংলাদেশ সরকারের একটি চুক্তি হওয়ার কথা ছিল। সেটি এখনো না হওয়ায় নিয়োগটি এখন ‘ফ্রিজ’ অবস্থায় আছে। 

স্পষ্টত, ২০২৩ সালে সরকারিভাবে কুয়েতে নিয়োগের আবেদনের সময় শেষ হওয়া একটি বিজ্ঞপ্তিকে নতুন করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে। নতুন করে সরকারিভাবে কুয়েতে যাওয়ার ব্যাপারে সরকারি কোনো প্রকল্পের বিষয়ে তথ্য পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত