ফ্যাক্টচেক ডেস্ক
সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, লিটন দাশ ও মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে একটি তথ্য প্রচার করে দাবি করা হচ্ছে, ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারে বাংলাদেশের উল্লাসের কারণে আইপিএল থেকে তাঁদের বাদ দেওয়া হয়েছে।
আজিম গাজী নামের এক আইডি থেকে ফেসবুকে এই দাবিতে ভাইরাল এক পোস্টে মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেল ৫টা পর্যন্ত প্রায় ৫ হাজার রিয়েক্ট পড়েছে। এর মধ্যে হা হা রিয়েক্টই প্রায় সাড়ে ৩ হাজার। এটি শেয়ার হয়েছে ৪০ বারের বেশি। মন্তব্য পড়েছে বেশি। এসব মন্তব্যে নেটিজেনদের এই পোস্টের পক্ষে-বিপক্ষে মন্তব্য করতে দেখা গেছে।
অনুসন্ধানে দেখা যায়, ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারে বাংলাদেশের উল্লাসের কারণে আইপিএল থেকে সাকিবদের বাদ দেওয়ার তথ্যটি সঠিক নয়। বরং কোনো নির্ভরযোগ্য সূত্র উল্লেখ ছাড়াই ভিত্তিহীন তথ্যটি প্রচার করা হয়েছে।
দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধানে খেলাধুলাভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিক ইনফোতে ২৬ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ২৬ নভেম্বর ছিল আইপিএলের দলগুলোর খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার শেষ দিন। আগামী ১৯ ডিসেম্বর আইপিএলের দলগুলোর নিলাম অনুষ্ঠিত হবে।
প্রতিবেদনটি থেকে দেখা যায়, কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস কেবল বাংলাদেশি খেলোয়াড়দের ছেড়ে দেয়নি। দল দুটি তাদের স্কোয়াড থেকে বাংলাদেশি খেলোয়াড় ছাড়াও ভারতেরসহ অন্য দেশের খেলোয়াড়দের ছেড়ে দিয়েছে। যেমন, কলকাতার ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকায় সাকিব, লিটন ছাড়াও বিদেশিদের মধ্যে নিউজিল্যান্ডের টিম সাউদি, লকি ফার্গুসন, দক্ষিণ আফ্ৰিকান-নামিবিয়ান ক্রিকেটার ডেভিড ওয়াইজ, ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লসের নাম আছে। আবার ভারতীয় ক্রিকেটারদের মধ্যে উমেশ যাদব, শার্দুল ঠাকুর, মনদীপ সিং প্রমুখ ক্রিকেটারের নাম রয়েছে। অনুরূপ দিল্লি ক্যাপিটালসের ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকায় মোস্তাফিজ ছাড়াও ভারতসহ বিভিন্ন দেশের খেলোয়াড়দের নাম রয়েছে।
স্বভাবতই, ভারতের হারে বাংলাদেশের উল্লাসের কারণে আইপিএল থেকে সাকিবদের বাদ দেওয়া হলে তা নিয়ে ভারত ও বাংলাদেশি গণমাধ্যমে সংবাদ প্রচার হতো। কিন্তু প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধানে এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
ভারতীয় বাংলা ভাষার দৈনিক আনন্দবাজার পত্রিকায় ২৬ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, গতবারের নিলামে সাকিবকে দেড় কোটি টাকা দিয়ে কিনেছিল কলকাতা। লিটনকে কিনতে খরচ হয়েছিল ৫০ লাখ টাকা। কিন্তু সাকিব গতবার আইপিএল খেলতেই আসেননি। দেশের হয়ে খেলতে ব্যস্ত ছিলেন তিনি। লিটনও আইপিএলে প্রথম দিকে খেলতে আসেননি। পরে এলেও এক মাসও থাকেননি। তার মধ্যে একটি ম্যাচ খেলেছিলেন। তাতে খুব একটা ছাপও ফেলতে পারেননি। তাই তাঁর বদলে জনসন চার্লসকে দলে নিয়েছিল কেকেআর। তবে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত আইপিএলের নিলামে বাংলাদেশের যেকোনো ক্রিকেটারকে কিনতে পারবে দলগুলো।
এ ছাড়া কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালসের ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ঘুরেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ২০২৩ আইপিএলের নিলামে কলকাতা দলে ভেড়ায় সাকিবকে। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে পরে নিজেকে সরিয়ে নেন সাকিব। লিটন দাসও ২০২৩ সংস্করণেই প্রথমবারের মতো কলকাতার হয়ে খেলার সুযোগ পান। তবে মাঠে এক ম্যাচে সুযোগ পেয়েও ৪ রানের বেশি করতে পারেননি বাংলাদেশের এই ওপেনার। উইকেটের পেছনেও হাতছাড়া করেন দুটি স্টাম্পিং। অন্যদিকে আইপিএলের গত মৌসুমে মোস্তাফিজ দিল্লি ক্যাপিটালসের হয়ে দুই ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। এ দুই ম্যাচে মাত্র একটি উইকেটই নিতে পেরেছিলেন। বিপরীতে ওভারপ্রতি ১১.২৯ রান করে দিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, ১৯ নভেম্বর ভারতের আহমেদাবাদ স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় ভারত ও অস্ট্রেলিয়া। ফাইনালে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২৪১ রান করে স্বাগতিকেরা। জবাবে ৪২ বল হাতে রেখে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার এ জয় নিয়ে বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের সামাজিক যোগাযোগমাধ্যমে নানাভাবে উদ্যাপন করতে দেখা যায়। বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের উদ্যাপনের প্রতিক্রিয়ায় ট্রল করছে ভারতীয়রা।
সিদ্ধান্ত
ক্রিকেট বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। আগামী ১৯ ডিসেম্বর আইপিএলের নিলামের আগে ২৬ নভেম্বর ছিল দলগুলোর খেলোয়াড় ছাড়া ও ধরে রাখার ঘোষণার শেষ দিন। এদিন কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস বাংলাদেশের তিন ক্রিকেটারকে ছেড়ে দেয়। দলগুলোর এ ঘোষণাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারে বাংলাদেশের উল্লাসের কারণে আইপিএল থেকে তাঁদের বাদ দেওয়া হয়েছে। তবে তথ্যটি ভিত্তিহীন ও মিথ্যা।
সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, লিটন দাশ ও মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে একটি তথ্য প্রচার করে দাবি করা হচ্ছে, ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারে বাংলাদেশের উল্লাসের কারণে আইপিএল থেকে তাঁদের বাদ দেওয়া হয়েছে।
আজিম গাজী নামের এক আইডি থেকে ফেসবুকে এই দাবিতে ভাইরাল এক পোস্টে মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেল ৫টা পর্যন্ত প্রায় ৫ হাজার রিয়েক্ট পড়েছে। এর মধ্যে হা হা রিয়েক্টই প্রায় সাড়ে ৩ হাজার। এটি শেয়ার হয়েছে ৪০ বারের বেশি। মন্তব্য পড়েছে বেশি। এসব মন্তব্যে নেটিজেনদের এই পোস্টের পক্ষে-বিপক্ষে মন্তব্য করতে দেখা গেছে।
অনুসন্ধানে দেখা যায়, ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারে বাংলাদেশের উল্লাসের কারণে আইপিএল থেকে সাকিবদের বাদ দেওয়ার তথ্যটি সঠিক নয়। বরং কোনো নির্ভরযোগ্য সূত্র উল্লেখ ছাড়াই ভিত্তিহীন তথ্যটি প্রচার করা হয়েছে।
দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধানে খেলাধুলাভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিক ইনফোতে ২৬ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ২৬ নভেম্বর ছিল আইপিএলের দলগুলোর খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার শেষ দিন। আগামী ১৯ ডিসেম্বর আইপিএলের দলগুলোর নিলাম অনুষ্ঠিত হবে।
প্রতিবেদনটি থেকে দেখা যায়, কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস কেবল বাংলাদেশি খেলোয়াড়দের ছেড়ে দেয়নি। দল দুটি তাদের স্কোয়াড থেকে বাংলাদেশি খেলোয়াড় ছাড়াও ভারতেরসহ অন্য দেশের খেলোয়াড়দের ছেড়ে দিয়েছে। যেমন, কলকাতার ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকায় সাকিব, লিটন ছাড়াও বিদেশিদের মধ্যে নিউজিল্যান্ডের টিম সাউদি, লকি ফার্গুসন, দক্ষিণ আফ্ৰিকান-নামিবিয়ান ক্রিকেটার ডেভিড ওয়াইজ, ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লসের নাম আছে। আবার ভারতীয় ক্রিকেটারদের মধ্যে উমেশ যাদব, শার্দুল ঠাকুর, মনদীপ সিং প্রমুখ ক্রিকেটারের নাম রয়েছে। অনুরূপ দিল্লি ক্যাপিটালসের ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকায় মোস্তাফিজ ছাড়াও ভারতসহ বিভিন্ন দেশের খেলোয়াড়দের নাম রয়েছে।
স্বভাবতই, ভারতের হারে বাংলাদেশের উল্লাসের কারণে আইপিএল থেকে সাকিবদের বাদ দেওয়া হলে তা নিয়ে ভারত ও বাংলাদেশি গণমাধ্যমে সংবাদ প্রচার হতো। কিন্তু প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধানে এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
ভারতীয় বাংলা ভাষার দৈনিক আনন্দবাজার পত্রিকায় ২৬ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, গতবারের নিলামে সাকিবকে দেড় কোটি টাকা দিয়ে কিনেছিল কলকাতা। লিটনকে কিনতে খরচ হয়েছিল ৫০ লাখ টাকা। কিন্তু সাকিব গতবার আইপিএল খেলতেই আসেননি। দেশের হয়ে খেলতে ব্যস্ত ছিলেন তিনি। লিটনও আইপিএলে প্রথম দিকে খেলতে আসেননি। পরে এলেও এক মাসও থাকেননি। তার মধ্যে একটি ম্যাচ খেলেছিলেন। তাতে খুব একটা ছাপও ফেলতে পারেননি। তাই তাঁর বদলে জনসন চার্লসকে দলে নিয়েছিল কেকেআর। তবে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত আইপিএলের নিলামে বাংলাদেশের যেকোনো ক্রিকেটারকে কিনতে পারবে দলগুলো।
এ ছাড়া কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালসের ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ঘুরেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ২০২৩ আইপিএলের নিলামে কলকাতা দলে ভেড়ায় সাকিবকে। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে পরে নিজেকে সরিয়ে নেন সাকিব। লিটন দাসও ২০২৩ সংস্করণেই প্রথমবারের মতো কলকাতার হয়ে খেলার সুযোগ পান। তবে মাঠে এক ম্যাচে সুযোগ পেয়েও ৪ রানের বেশি করতে পারেননি বাংলাদেশের এই ওপেনার। উইকেটের পেছনেও হাতছাড়া করেন দুটি স্টাম্পিং। অন্যদিকে আইপিএলের গত মৌসুমে মোস্তাফিজ দিল্লি ক্যাপিটালসের হয়ে দুই ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। এ দুই ম্যাচে মাত্র একটি উইকেটই নিতে পেরেছিলেন। বিপরীতে ওভারপ্রতি ১১.২৯ রান করে দিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, ১৯ নভেম্বর ভারতের আহমেদাবাদ স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় ভারত ও অস্ট্রেলিয়া। ফাইনালে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২৪১ রান করে স্বাগতিকেরা। জবাবে ৪২ বল হাতে রেখে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার এ জয় নিয়ে বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের সামাজিক যোগাযোগমাধ্যমে নানাভাবে উদ্যাপন করতে দেখা যায়। বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের উদ্যাপনের প্রতিক্রিয়ায় ট্রল করছে ভারতীয়রা।
সিদ্ধান্ত
ক্রিকেট বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। আগামী ১৯ ডিসেম্বর আইপিএলের নিলামের আগে ২৬ নভেম্বর ছিল দলগুলোর খেলোয়াড় ছাড়া ও ধরে রাখার ঘোষণার শেষ দিন। এদিন কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস বাংলাদেশের তিন ক্রিকেটারকে ছেড়ে দেয়। দলগুলোর এ ঘোষণাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারে বাংলাদেশের উল্লাসের কারণে আইপিএল থেকে তাঁদের বাদ দেওয়া হয়েছে। তবে তথ্যটি ভিত্তিহীন ও মিথ্যা।
ভারতীয় গণমাধ্যম ‘জি ২৪ ঘণ্টা’ (Zee 24 Ghanta) একই তথ্যে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে গণমাধ্যমটি একটি ছবি যুক্ত করেছে এবং জি ২৪ ঘণ্টার (Zee 24 Ghanta) ফেসবুক পেজেও ছবিটি প্রকাশ করা হয়। অর্থাৎ, ছবিটি দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার চিত্র তুলে ধরা হয়েছে।
৬ ঘণ্টা আগেএটি বিশ্ব ইজতেমার ৫৮ তম আয়োজন। প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তাবলিগ জামাতের শুরায়ি নেজামের তত্ত্বাবধানে অর্থাৎ মাওলানা জুবায়ের অনুসারীরা এবারের ইজতেমা পালন করছেন। আগামীকাল রোববার প্রথম পর্বের আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই বছরের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরই মধ্যে, ২০২৫
১৫ ঘণ্টা আগেভারতে তিনি প্রথমবার প্রকাশ্যে আসার দাবিতে এর আগে একাধিক ভিডিও ছড়ালে সেগুলো শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। এরই মধ্যে ভারত থেকে শেখ হাসিনা ভাষণ দিয়েছেন—এমন দাবিতে আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
৩ দিন আগেসামরিক পোশাক পরা এবং সাধারণ পোশাক পরা লোকজনের মধ্যে হাতাহাতি চলছে। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, গ্রুপ ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ভিডিওটি ছড়ানো হয়েছে।
৪ দিন আগে