ফ্যাক্টচেক ডেস্ক
দেশব্যাপী চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। এ নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নৌকায় সিলযুক্ত কিছু ব্যালট পেপারের ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, নির্বাচনে ভোট গ্রহণ শুরুর পূর্বেই রাতের বেলা ব্যালটে সিল মারা হয়েছে।
অনুসন্ধানে দেখা যায়, সিলযুক্ত ব্যালট পেপারের ছবিগুলো সাম্প্রতিক অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নয়।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিগুলো যাচাই করে দেখা যায়, ব্যালট পেপারগুলোতে ধানের শীষ প্রতীক রয়েছে। দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। ধানের শীষ প্রতীকে নির্বাচন করে থাকে।
এই অসংগতি থেকে রিভার্স ইমেজ অনুসন্ধানে বার্তা সংস্থা ডয়েচে ভেলেতে প্রকাশিত এক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে ২০১৮ সালের ৩০ জুলাই এ প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটিতে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। তবে প্রতিবেদনে ছবিটি সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। একই বছরের ১৬ নভেম্বর বার্তা সংস্থাটিতে প্রকাশিত এক ভিডিও প্রতিবেদনেও ছবিটি খুঁজে পাওয়া যায়।
পরে ছবিটি কোন নির্বাচনের তা নিয়ে অনুসন্ধানে ব্যালটে থাকা প্রতীকগুলোর সূত্রে দেখা যায়, গত ২৬ জুন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মেয়র প্রার্থীদের মধ্যে সিপিবিকে দেওয়া কাস্তে প্রতীক, ইসলামী ঐক্যজোটের প্রতীক মিনার, স্বতন্ত্র মেয়র প্রার্থীর প্রতীক টেবিল ঘড়ি, আওয়ামী লীগের প্রতীক নৌকা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা ও বিএনপি ধানের শীষ প্রতীকে মেয়র পদে নির্বাচন করে। এই প্রতীকগুলো ব্যালট পেপারটিতেও দৃশ্যমান। অর্থাৎ সিলযুক্ত ব্যালট পেপারটি চলমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহনের নয়। এটি ২০১৮ সালের গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের।
একই দাবিতে ভাইরাল ভিডিওটি নিয়ে অনুসন্ধানে সেটি কোন সময় ধারণ করা হয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। তবে ভিডিওটিতে থাকা ব্যালট পেপারটি যাচাই করে দেখা যায়, এখানেও ধানের শীষ প্রতীক রয়েছে। ব্যালটটিতে ধানের শীষ ছাড়াও মই, হাতপাখা প্রতীক দেখা যায়। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের বরাদ্দকৃত প্রতীকের মধ্যে ধানের শীষসহ ব্যালট পেপারটিতে দৃশ্যমান মই, হাতপাখা প্রতীক দেখা যায়নি।
৩০০ আসনের প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন দেখতে ক্লিক করুন এখানে।
এসব বিশ্লেষণ থেকে স্পষ্ট, ব্যালট পেপারে সিল মারার ভাইরাল ভিডিওটিও চলমান নির্বাচনের নয়।
প্রসঙ্গত, চলমান নির্বাচনের ভোট গ্রহণ নিয়ে দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্যে সিল মারার অভিযোগ ও ভোটকেন্দ্র দখল নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে আজকের পত্রিকা।
এমন কিছু প্রতিবেদন দেখুন:
দেশব্যাপী চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। এ নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নৌকায় সিলযুক্ত কিছু ব্যালট পেপারের ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, নির্বাচনে ভোট গ্রহণ শুরুর পূর্বেই রাতের বেলা ব্যালটে সিল মারা হয়েছে।
অনুসন্ধানে দেখা যায়, সিলযুক্ত ব্যালট পেপারের ছবিগুলো সাম্প্রতিক অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নয়।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিগুলো যাচাই করে দেখা যায়, ব্যালট পেপারগুলোতে ধানের শীষ প্রতীক রয়েছে। দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। ধানের শীষ প্রতীকে নির্বাচন করে থাকে।
এই অসংগতি থেকে রিভার্স ইমেজ অনুসন্ধানে বার্তা সংস্থা ডয়েচে ভেলেতে প্রকাশিত এক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে ২০১৮ সালের ৩০ জুলাই এ প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটিতে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। তবে প্রতিবেদনে ছবিটি সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। একই বছরের ১৬ নভেম্বর বার্তা সংস্থাটিতে প্রকাশিত এক ভিডিও প্রতিবেদনেও ছবিটি খুঁজে পাওয়া যায়।
পরে ছবিটি কোন নির্বাচনের তা নিয়ে অনুসন্ধানে ব্যালটে থাকা প্রতীকগুলোর সূত্রে দেখা যায়, গত ২৬ জুন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মেয়র প্রার্থীদের মধ্যে সিপিবিকে দেওয়া কাস্তে প্রতীক, ইসলামী ঐক্যজোটের প্রতীক মিনার, স্বতন্ত্র মেয়র প্রার্থীর প্রতীক টেবিল ঘড়ি, আওয়ামী লীগের প্রতীক নৌকা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা ও বিএনপি ধানের শীষ প্রতীকে মেয়র পদে নির্বাচন করে। এই প্রতীকগুলো ব্যালট পেপারটিতেও দৃশ্যমান। অর্থাৎ সিলযুক্ত ব্যালট পেপারটি চলমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহনের নয়। এটি ২০১৮ সালের গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের।
একই দাবিতে ভাইরাল ভিডিওটি নিয়ে অনুসন্ধানে সেটি কোন সময় ধারণ করা হয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। তবে ভিডিওটিতে থাকা ব্যালট পেপারটি যাচাই করে দেখা যায়, এখানেও ধানের শীষ প্রতীক রয়েছে। ব্যালটটিতে ধানের শীষ ছাড়াও মই, হাতপাখা প্রতীক দেখা যায়। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের বরাদ্দকৃত প্রতীকের মধ্যে ধানের শীষসহ ব্যালট পেপারটিতে দৃশ্যমান মই, হাতপাখা প্রতীক দেখা যায়নি।
৩০০ আসনের প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন দেখতে ক্লিক করুন এখানে।
এসব বিশ্লেষণ থেকে স্পষ্ট, ব্যালট পেপারে সিল মারার ভাইরাল ভিডিওটিও চলমান নির্বাচনের নয়।
প্রসঙ্গত, চলমান নির্বাচনের ভোট গ্রহণ নিয়ে দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্যে সিল মারার অভিযোগ ও ভোটকেন্দ্র দখল নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে আজকের পত্রিকা।
এমন কিছু প্রতিবেদন দেখুন:
গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
৭ দিন আগেরাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
১০ দিন আগেবিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
২৪ দিন আগেপটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
২৯ জুন ২০২৫