ফ্যাক্টচেক ডেস্ক
কোটা সংস্কার আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে এমন অভিযোগ তুলে গতকাল রোববার রাতে হঠাৎই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন। মধ্যরাতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হন। পরে ছাত্রলীগের নেতা–কর্মীরাও ক্যাম্পাসে জড়ো হতে থাকেন। পরে তাঁরা ডাকসুর সামনে অবস্থান নেন।
রাতের বেলার বিশাল জনসমাবেশের একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবিটিকে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ উভয়ই নিজেদের জনসমাবেশের ছবি বলে প্রচার করছে।
‘বাংলাদেশ ১৯৭১’ নামের একটি ফেসবুক পেজে আজ সোমবার সকাল সাড়ে ৭টায় ছবিটি পোস্ট করে দাবি করা হয়, এটি গভীর রাতে স্যাটেলাইটে ধারণ করা। সঙ্গে যুক্ত করা হয়েছে কোটা সংস্কারের পক্ষে কিছু স্লোগান। আবার ‘নূরি মোহাম্মাদিয়া ইতি’ নামের আরেকটি অ্যাকাউন্ট থেকে ছবিটি শেয়ার করে কোটা সংস্কার আন্দোলনকারীদের উদ্দেশে বলা হয়েছে, ‘তোদের ২ হাজারে আমরা ১০ লাখ, শুধু একটি স্ফুলিঙ্গের দরকার হয়!’
ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘নিউ সোশ্যালিস্ট অলটারনেটিভ’ নামের একটি ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে ছবিটি পাওয়া যায়। প্রতিবেদনটির শিরোনাম ‘শাহবাগে বিপ্লবের আগুন’। এটি ২০১৩ সালের গণজাগরণ মঞ্চের বিষয়ে লেখা। ওয়েবসাইটে ছবিটি ২০১৩ সালের ৭ মার্চ আপলোড করা হয়। ছবির কৃতজ্ঞতা দেওয়া হয়েছে সুদীপ্ত সালাম নামে এক ব্যক্তিকে।
এসব তথ্যের সূত্রে সুদীপ্ত সালামের ফেসবুক অ্যাকাউন্টে ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি পোস্ট করা ছবিটি পাওয়া যায়। ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, ছবিটি সুদীপ্ত সালামের তোলা। অর্থাৎ গতকাল রোববার রাতের স্যাটেলাইট থেকে ধারণ করা ছাত্র জমায়েত দাবিতে ভাইরাল ছবিটি ২০১৩ সাল থেকেই ইন্টারনেটে বিদ্যমান। ছবিটি তোলেন সুদীপ্ত সালাম।
এদিকে ছবিটি সম্প্রতি ভাইরাল হওয়ার পরিপ্রেক্ষিতে আজ বিকেল সাড়ে ৫টায় সুদীপ্ত সালাম নিজের প্রোফাইলে একটি পোস্ট দিয়ে বলেন, ‘আমার তোলা গণজাগরণ মঞ্চের ছবি কোটা আন্দোলনের ছবি বলে চালানোর তীব্র নিন্দা জানাই।’
কোটা সংস্কার আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে এমন অভিযোগ তুলে গতকাল রোববার রাতে হঠাৎই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন। মধ্যরাতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হন। পরে ছাত্রলীগের নেতা–কর্মীরাও ক্যাম্পাসে জড়ো হতে থাকেন। পরে তাঁরা ডাকসুর সামনে অবস্থান নেন।
রাতের বেলার বিশাল জনসমাবেশের একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবিটিকে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ উভয়ই নিজেদের জনসমাবেশের ছবি বলে প্রচার করছে।
‘বাংলাদেশ ১৯৭১’ নামের একটি ফেসবুক পেজে আজ সোমবার সকাল সাড়ে ৭টায় ছবিটি পোস্ট করে দাবি করা হয়, এটি গভীর রাতে স্যাটেলাইটে ধারণ করা। সঙ্গে যুক্ত করা হয়েছে কোটা সংস্কারের পক্ষে কিছু স্লোগান। আবার ‘নূরি মোহাম্মাদিয়া ইতি’ নামের আরেকটি অ্যাকাউন্ট থেকে ছবিটি শেয়ার করে কোটা সংস্কার আন্দোলনকারীদের উদ্দেশে বলা হয়েছে, ‘তোদের ২ হাজারে আমরা ১০ লাখ, শুধু একটি স্ফুলিঙ্গের দরকার হয়!’
ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘নিউ সোশ্যালিস্ট অলটারনেটিভ’ নামের একটি ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে ছবিটি পাওয়া যায়। প্রতিবেদনটির শিরোনাম ‘শাহবাগে বিপ্লবের আগুন’। এটি ২০১৩ সালের গণজাগরণ মঞ্চের বিষয়ে লেখা। ওয়েবসাইটে ছবিটি ২০১৩ সালের ৭ মার্চ আপলোড করা হয়। ছবির কৃতজ্ঞতা দেওয়া হয়েছে সুদীপ্ত সালাম নামে এক ব্যক্তিকে।
এসব তথ্যের সূত্রে সুদীপ্ত সালামের ফেসবুক অ্যাকাউন্টে ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি পোস্ট করা ছবিটি পাওয়া যায়। ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, ছবিটি সুদীপ্ত সালামের তোলা। অর্থাৎ গতকাল রোববার রাতের স্যাটেলাইট থেকে ধারণ করা ছাত্র জমায়েত দাবিতে ভাইরাল ছবিটি ২০১৩ সাল থেকেই ইন্টারনেটে বিদ্যমান। ছবিটি তোলেন সুদীপ্ত সালাম।
এদিকে ছবিটি সম্প্রতি ভাইরাল হওয়ার পরিপ্রেক্ষিতে আজ বিকেল সাড়ে ৫টায় সুদীপ্ত সালাম নিজের প্রোফাইলে একটি পোস্ট দিয়ে বলেন, ‘আমার তোলা গণজাগরণ মঞ্চের ছবি কোটা আন্দোলনের ছবি বলে চালানোর তীব্র নিন্দা জানাই।’
গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
৭ দিন আগেরাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
১০ দিন আগেবিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
২৩ দিন আগেপটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
২৪ দিন আগে