Ajker Patrika

শাহবাগে মধ্যরাতে বিশাল জমায়েতের আলোকজ্জ্বল ভাইরাল ছবিটি পুরোনো

ফ্যাক্টচেক ডেস্ক
Thumbnail image

কোটা সংস্কার আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে এমন অভিযোগ তুলে গতকাল রোববার রাতে হঠাৎই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন। মধ্যরাতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হন। পরে ছাত্রলীগের নেতা–কর্মীরাও ক্যাম্পাসে জড়ো হতে থাকেন। পরে তাঁরা ডাকসুর সামনে অবস্থান নেন।

রাতের বেলার বিশাল জনসমাবেশের একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবিটিকে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ উভয়ই নিজেদের জনসমাবেশের ছবি বলে প্রচার করছে।

‘বাংলাদেশ ১৯৭১’ নামের একটি ফেসবুক পেজে আজ সোমবার সকাল সাড়ে ৭টায় ছবিটি পোস্ট করে দাবি করা হয়, এটি গভীর রাতে স্যাটেলাইটে ধারণ করা। সঙ্গে যুক্ত করা হয়েছে কোটা সংস্কারের পক্ষে কিছু স্লোগান। আবার ‘নূরি মোহাম্মাদিয়া ইতি’ নামের আরেকটি অ্যাকাউন্ট থেকে ছবিটি শেয়ার করে কোটা সংস্কার আন্দোলনকারীদের উদ্দেশে বলা হয়েছে, ‘তোদের ২ হাজারে আমরা ১০ লাখ, শুধু একটি স্ফুলিঙ্গের দরকার হয়!’

ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘নিউ সোশ্যালিস্ট অলটারনেটিভ’ নামের একটি ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে ছবিটি পাওয়া যায়। প্রতিবেদনটির শিরোনাম ‘শাহবাগে বিপ্লবের আগুন’। এটি ২০১৩ সালের গণজাগরণ মঞ্চের বিষয়ে লেখা। ওয়েবসাইটে ছবিটি ২০১৩ সালের ৭ মার্চ আপলোড করা হয়। ছবির কৃতজ্ঞতা দেওয়া হয়েছে সুদীপ্ত সালাম নামে এক ব্যক্তিকে।

ভাইরাল ছবিটি তোলা হয় ২০১৩ সালে গণজাগরণ মঞ্চের আন্দোলনের সময়। ছবি: ফটো সাংবাদিক সুদীপ্ত সালামের ফেসবুক থেকেএসব তথ্যের সূত্রে সুদীপ্ত সালামের ফেসবুক অ্যাকাউন্টে ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি পোস্ট করা ছবিটি পাওয়া যায়। ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, ছবিটি সুদীপ্ত সালামের তোলা। অর্থাৎ গতকাল রোববার রাতের স্যাটেলাইট থেকে ধারণ করা ছাত্র জমায়েত দাবিতে ভাইরাল ছবিটি ২০১৩ সাল থেকেই ইন্টারনেটে বিদ্যমান। ছবিটি তোলেন সুদীপ্ত সালাম।

এদিকে ছবিটি সম্প্রতি ভাইরাল হওয়ার পরিপ্রেক্ষিতে আজ বিকেল সাড়ে ৫টায় সুদীপ্ত সালাম নিজের প্রোফাইলে একটি পোস্ট দিয়ে বলেন, ‘আমার তোলা গণজাগরণ মঞ্চের ছবি কোটা আন্দোলনের ছবি বলে চালানোর তীব্র নিন্দা জানাই।’

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত