ফ্যাক্টচেক ডেস্ক
কোটা সংস্কার আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে এমন অভিযোগ তুলে গতকাল রোববার রাতে হঠাৎই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন। মধ্যরাতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হন। পরে ছাত্রলীগের নেতা–কর্মীরাও ক্যাম্পাসে জড়ো হতে থাকেন। পরে তাঁরা ডাকসুর সামনে অবস্থান নেন।
রাতের বেলার বিশাল জনসমাবেশের একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবিটিকে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ উভয়ই নিজেদের জনসমাবেশের ছবি বলে প্রচার করছে।
‘বাংলাদেশ ১৯৭১’ নামের একটি ফেসবুক পেজে আজ সোমবার সকাল সাড়ে ৭টায় ছবিটি পোস্ট করে দাবি করা হয়, এটি গভীর রাতে স্যাটেলাইটে ধারণ করা। সঙ্গে যুক্ত করা হয়েছে কোটা সংস্কারের পক্ষে কিছু স্লোগান। আবার ‘নূরি মোহাম্মাদিয়া ইতি’ নামের আরেকটি অ্যাকাউন্ট থেকে ছবিটি শেয়ার করে কোটা সংস্কার আন্দোলনকারীদের উদ্দেশে বলা হয়েছে, ‘তোদের ২ হাজারে আমরা ১০ লাখ, শুধু একটি স্ফুলিঙ্গের দরকার হয়!’
ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘নিউ সোশ্যালিস্ট অলটারনেটিভ’ নামের একটি ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে ছবিটি পাওয়া যায়। প্রতিবেদনটির শিরোনাম ‘শাহবাগে বিপ্লবের আগুন’। এটি ২০১৩ সালের গণজাগরণ মঞ্চের বিষয়ে লেখা। ওয়েবসাইটে ছবিটি ২০১৩ সালের ৭ মার্চ আপলোড করা হয়। ছবির কৃতজ্ঞতা দেওয়া হয়েছে সুদীপ্ত সালাম নামে এক ব্যক্তিকে।
এসব তথ্যের সূত্রে সুদীপ্ত সালামের ফেসবুক অ্যাকাউন্টে ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি পোস্ট করা ছবিটি পাওয়া যায়। ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, ছবিটি সুদীপ্ত সালামের তোলা। অর্থাৎ গতকাল রোববার রাতের স্যাটেলাইট থেকে ধারণ করা ছাত্র জমায়েত দাবিতে ভাইরাল ছবিটি ২০১৩ সাল থেকেই ইন্টারনেটে বিদ্যমান। ছবিটি তোলেন সুদীপ্ত সালাম।
এদিকে ছবিটি সম্প্রতি ভাইরাল হওয়ার পরিপ্রেক্ষিতে আজ বিকেল সাড়ে ৫টায় সুদীপ্ত সালাম নিজের প্রোফাইলে একটি পোস্ট দিয়ে বলেন, ‘আমার তোলা গণজাগরণ মঞ্চের ছবি কোটা আন্দোলনের ছবি বলে চালানোর তীব্র নিন্দা জানাই।’
কোটা সংস্কার আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে এমন অভিযোগ তুলে গতকাল রোববার রাতে হঠাৎই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন। মধ্যরাতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হন। পরে ছাত্রলীগের নেতা–কর্মীরাও ক্যাম্পাসে জড়ো হতে থাকেন। পরে তাঁরা ডাকসুর সামনে অবস্থান নেন।
রাতের বেলার বিশাল জনসমাবেশের একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবিটিকে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ উভয়ই নিজেদের জনসমাবেশের ছবি বলে প্রচার করছে।
‘বাংলাদেশ ১৯৭১’ নামের একটি ফেসবুক পেজে আজ সোমবার সকাল সাড়ে ৭টায় ছবিটি পোস্ট করে দাবি করা হয়, এটি গভীর রাতে স্যাটেলাইটে ধারণ করা। সঙ্গে যুক্ত করা হয়েছে কোটা সংস্কারের পক্ষে কিছু স্লোগান। আবার ‘নূরি মোহাম্মাদিয়া ইতি’ নামের আরেকটি অ্যাকাউন্ট থেকে ছবিটি শেয়ার করে কোটা সংস্কার আন্দোলনকারীদের উদ্দেশে বলা হয়েছে, ‘তোদের ২ হাজারে আমরা ১০ লাখ, শুধু একটি স্ফুলিঙ্গের দরকার হয়!’
ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘নিউ সোশ্যালিস্ট অলটারনেটিভ’ নামের একটি ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে ছবিটি পাওয়া যায়। প্রতিবেদনটির শিরোনাম ‘শাহবাগে বিপ্লবের আগুন’। এটি ২০১৩ সালের গণজাগরণ মঞ্চের বিষয়ে লেখা। ওয়েবসাইটে ছবিটি ২০১৩ সালের ৭ মার্চ আপলোড করা হয়। ছবির কৃতজ্ঞতা দেওয়া হয়েছে সুদীপ্ত সালাম নামে এক ব্যক্তিকে।
এসব তথ্যের সূত্রে সুদীপ্ত সালামের ফেসবুক অ্যাকাউন্টে ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি পোস্ট করা ছবিটি পাওয়া যায়। ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, ছবিটি সুদীপ্ত সালামের তোলা। অর্থাৎ গতকাল রোববার রাতের স্যাটেলাইট থেকে ধারণ করা ছাত্র জমায়েত দাবিতে ভাইরাল ছবিটি ২০১৩ সাল থেকেই ইন্টারনেটে বিদ্যমান। ছবিটি তোলেন সুদীপ্ত সালাম।
এদিকে ছবিটি সম্প্রতি ভাইরাল হওয়ার পরিপ্রেক্ষিতে আজ বিকেল সাড়ে ৫টায় সুদীপ্ত সালাম নিজের প্রোফাইলে একটি পোস্ট দিয়ে বলেন, ‘আমার তোলা গণজাগরণ মঞ্চের ছবি কোটা আন্দোলনের ছবি বলে চালানোর তীব্র নিন্দা জানাই।’
এটি বিশ্ব ইজতেমার ৫৮ তম আয়োজন। প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তাবলিগ জামাতের শুরায়ি নেজামের তত্ত্বাবধানে অর্থাৎ মাওলানা জুবায়ের অনুসারীরা এবারের ইজতেমা পালন করছেন। আগামীকাল রোববার প্রথম পর্বের আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই বছরের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরই মধ্যে, ২০২৫
৭ ঘণ্টা আগেভারতে তিনি প্রথমবার প্রকাশ্যে আসার দাবিতে এর আগে একাধিক ভিডিও ছড়ালে সেগুলো শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। এরই মধ্যে ভারত থেকে শেখ হাসিনা ভাষণ দিয়েছেন—এমন দাবিতে আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
২ দিন আগেসামরিক পোশাক পরা এবং সাধারণ পোশাক পরা লোকজনের মধ্যে হাতাহাতি চলছে। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, গ্রুপ ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ভিডিওটি ছড়ানো হয়েছে।
৩ দিন আগেছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এর পর থেকে মাঝে মাঝে তাকে নিয়ে নানা তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তেমনি একটি তথ্য...
৩ দিন আগে