ফ্যাক্টচেক ডেস্ক
ইরানের দুর্গম পার্বত্য অঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ মোট ৯ জন। গত সোমবার (২০ মে) তাঁদের মরদেহ উদ্ধার করে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। এই ঘটনায় শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও নেতৃবৃন্দ। সম্প্রতি তাঁর এ মৃত্যু ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, রাজা তৃতীয় চার্লস কালো পর্দায় ঘেরা একটি প্রতিকৃতি উন্মোচন করছেন। পর্দার পেছন থেকে উন্মোচিত হচ্ছে কোরআন হাতে তোলা ইব্রাহিম রাইসির একটি ছবি।
গত বুধবার (২২ মে) মুহাম্মদ সাঈদ রাজ নামের ফেসবুক পেজে এমন একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটি আজ রোববার (২৬ মে) বিকেল ৩টা পর্যন্ত ১১ হাজার শেয়ার হয়েছে, দেখা হয়েছে ২৭ লাখ বার। গত বৃহস্পতিবার (২৩ মে) এম সোহেল নামের আরেকটি পেজ থেকে পোস্ট করা একই ভিডিও দেখা হয়েছে ২ লাখ ৯০ হাজার, পোস্টটিতে রিয়েকশন পড়েছে ৫ হাজারের বেশি। একই ভিডিও ইউটিউওবেও ভাইরাল হয়েছে।
ভিডিওটির সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
রিভার্স ইমেজ অনুসন্ধানে ব্রিটেনের রাজ পরিবারের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে রাজা তৃতীয় চার্লসের প্রতিকৃতি উন্মোচনের ভিডিওটি পাওয়া যায়। ১৭ সেকেন্ডের ভিডিওটি গত ১৪ মে এক্স অ্যাকাউন্টটিতে টুইট করা হয়। ভিডিওটির সঙ্গে ইব্রাহিম রাইসির প্রতিকৃতি উন্মোচনের ভিডিওয়ের হুবহু মিল পাওয়া যায়। রাজা তৃতীয় চার্লস পর্দা উন্মোচনের পরেই দেখা যায়, সেখানে তাঁর নিজেরই প্রতিকৃতি রয়েছে। টুইটটির ক্যাপশনে প্রতিকৃতিটির নির্মাতার অনুভূতি শেয়ার করা হয়েছে।
ব্রিটেনের রাজপরিবারের ওয়েবসাইট থেকেও একই প্রতিকৃতিটি সম্পর্কে একই বর্ণনা পাওয়া যায়।
পরে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে ১৪ মে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, রাজা হিসেবে অভিষেকের পর এটিই তাঁর প্রথম উন্মোচিত অফিশিয়াল প্রতিকৃতি। ৮ ফুট ৬ ইঞ্চি বাই ৬ ফুট ৬ ফুট দৈর্ঘ্যের প্রতিকৃতিটি এঁকেছেন ব্রিটিশ শিল্পী জোনাথন ইয়েও। তিনি এর আগে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, নোবেল বিজয়ী মালালা ইউসুফজাইয়ের মতো মানুষদের প্রতিকৃতি এঁকেছেন।
উপরিউক্ত তথ্যের ভিত্তিতে এটি স্পষ্ট, ব্রিটেনের রাজা চার্লসের ইরানের সদ্য প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রতিকৃতি উন্মোচনের ভিডিওটি এডিটেড। প্রকৃতপক্ষে ওই প্রতিকৃতিতে রাজা চার্লসেরই ছবি ছিল।
প্রসঙ্গত, রাইসির মৃত্যুতে যুক্তরাজ্যের পক্ষ থেকে কোনো শোকবার্তা বা বিবৃতি পাওয়া যায়নি।
ইরানের দুর্গম পার্বত্য অঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ মোট ৯ জন। গত সোমবার (২০ মে) তাঁদের মরদেহ উদ্ধার করে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। এই ঘটনায় শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও নেতৃবৃন্দ। সম্প্রতি তাঁর এ মৃত্যু ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, রাজা তৃতীয় চার্লস কালো পর্দায় ঘেরা একটি প্রতিকৃতি উন্মোচন করছেন। পর্দার পেছন থেকে উন্মোচিত হচ্ছে কোরআন হাতে তোলা ইব্রাহিম রাইসির একটি ছবি।
গত বুধবার (২২ মে) মুহাম্মদ সাঈদ রাজ নামের ফেসবুক পেজে এমন একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটি আজ রোববার (২৬ মে) বিকেল ৩টা পর্যন্ত ১১ হাজার শেয়ার হয়েছে, দেখা হয়েছে ২৭ লাখ বার। গত বৃহস্পতিবার (২৩ মে) এম সোহেল নামের আরেকটি পেজ থেকে পোস্ট করা একই ভিডিও দেখা হয়েছে ২ লাখ ৯০ হাজার, পোস্টটিতে রিয়েকশন পড়েছে ৫ হাজারের বেশি। একই ভিডিও ইউটিউওবেও ভাইরাল হয়েছে।
ভিডিওটির সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
রিভার্স ইমেজ অনুসন্ধানে ব্রিটেনের রাজ পরিবারের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে রাজা তৃতীয় চার্লসের প্রতিকৃতি উন্মোচনের ভিডিওটি পাওয়া যায়। ১৭ সেকেন্ডের ভিডিওটি গত ১৪ মে এক্স অ্যাকাউন্টটিতে টুইট করা হয়। ভিডিওটির সঙ্গে ইব্রাহিম রাইসির প্রতিকৃতি উন্মোচনের ভিডিওয়ের হুবহু মিল পাওয়া যায়। রাজা তৃতীয় চার্লস পর্দা উন্মোচনের পরেই দেখা যায়, সেখানে তাঁর নিজেরই প্রতিকৃতি রয়েছে। টুইটটির ক্যাপশনে প্রতিকৃতিটির নির্মাতার অনুভূতি শেয়ার করা হয়েছে।
ব্রিটেনের রাজপরিবারের ওয়েবসাইট থেকেও একই প্রতিকৃতিটি সম্পর্কে একই বর্ণনা পাওয়া যায়।
পরে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে ১৪ মে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, রাজা হিসেবে অভিষেকের পর এটিই তাঁর প্রথম উন্মোচিত অফিশিয়াল প্রতিকৃতি। ৮ ফুট ৬ ইঞ্চি বাই ৬ ফুট ৬ ফুট দৈর্ঘ্যের প্রতিকৃতিটি এঁকেছেন ব্রিটিশ শিল্পী জোনাথন ইয়েও। তিনি এর আগে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, নোবেল বিজয়ী মালালা ইউসুফজাইয়ের মতো মানুষদের প্রতিকৃতি এঁকেছেন।
উপরিউক্ত তথ্যের ভিত্তিতে এটি স্পষ্ট, ব্রিটেনের রাজা চার্লসের ইরানের সদ্য প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রতিকৃতি উন্মোচনের ভিডিওটি এডিটেড। প্রকৃতপক্ষে ওই প্রতিকৃতিতে রাজা চার্লসেরই ছবি ছিল।
প্রসঙ্গত, রাইসির মৃত্যুতে যুক্তরাজ্যের পক্ষ থেকে কোনো শোকবার্তা বা বিবৃতি পাওয়া যায়নি।
গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
৬ দিন আগেরাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
১০ দিন আগেবিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
২৩ দিন আগেপটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
২৪ দিন আগে