ফ্যাক্টচেক ডেস্ক
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাকাউন্ট ও পেজ থেকে নানা রঙের সমন্বয়ে তৈরি একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, ছবিটি একজন জাপানি স্নায়ুবিজ্ঞানী তৈরি করেছেন। ছবিটির দিকে তাকিয়ে থাকার সময় যদি ছবিটি যদি স্থির মনে হয়, তাহলে তাকিয়ে থাকা ব্যক্তি মানসিকভাবে শান্ত। ছবিটি যদি ধীরে ধীরে সচল বলে মনে হয় তাহলে তাকিয়ে থাকা ব্যক্তি একটু চাপে আছেন, আর যদি ছবিটি দ্রুত চলে যায় তাহলে ওই ব্যক্তি মানসিকভাবে খুব ক্লান্ত।
এমন ছবি দিয়ে কি মানসিক সুস্থতা যাচাই করা যায়?
ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ অনুসন্ধানে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির ওয়েবসাইটে ২০১৮ সালের ২২ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এটি থেকে জানা যায়, ওই সময় ছবিটি এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) একই দাবিতে ভাইরাল হয়েছিল। তবে ভাইরাল ছবিটি অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম মাত্র। এর সঙ্গে মানসিক চাপ পরিমাপকের কোনো সম্পর্ক নেই। মূলত বেশিরভাগ মানুষের কাছে মনে হবে ছবিটি চলন্ত। প্রকৃতপক্ষে ছবিটি সম্পূর্ণ স্থির।
বিবিসির প্রতিবেদনটি থেকে জানা যায়, ছবিটি তৈরি করেছিলেন ইউক্রেনের ওলেক্সান্দ্রিয়ার ডিজাইনার ইউরি পেরেপাদিয়া। তিনি ২০১৬ সালে এটি আঁকেন এবং এটি সম্পন্ন করতে তাঁর প্রায় দুই ঘণ্টা সময় লেগেছিল।
ইউরি পেরেপাদিয়া বিবিসিকে জানান, মানুষের মানসিক চাপ পরিমাপের সঙ্গে ছবিটির কোনো সম্পর্ক নেই।
বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনের সূত্রে ইউরি পেরেপাদিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়। ইউরি পেরেপাদিয়া ২০১৮ সালের ১৯ নভেম্বর তাঁর অ্যাকাউন্টে ছবিটি নিয়ে একটি পোস্ট দেন। এতে তিনি লেখেন, ২০১৬ সালের ২৬ সেপ্টেম্বর অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে এই অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রমের ছবিটি তৈরি করেন তিনি। ছবিটি তৈরিতে তিনি ‘আকিয়োশি কিতাওকা’ ইফেক্ট ব্যবহার করেন। ইফেক্টটি রঙিন পটভূমিতে সাদা এবং কালো স্ট্রোকের সমন্বয়ে তৈরি। এই ইফেক্ট দৃষ্টির ফোকাসকে গতিশীল করে, ফলে একজন ব্যক্তির কাছে মনে হয় ছবিটি চলমান। এই ছবির সঙ্গে কোনো জাপানি স্নায়ুবিজ্ঞানীর সম্পর্ক নেই।
ইউরি পেরেপাদিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঘুরে এমন আরও ছবি খুঁজে পাওয়া যায়।
ছবিটি প্রসঙ্গে ভাইরাল দাবিটি প্রসঙ্গে রয়টার্স জানায়, ছবিটি আর্ট ওয়ার্ক বা শিল্পকর্ম। এটি এমনভাবে তৈরি করা হয়েছে, দেখে মনে হয় যেন, ছবির বস্তুটি চলমান। ফলে মানুষ অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রমে পড়ে যায়। এই ছবির সঙ্গে মানসিক চাপ পরিমাপকের কোনো সম্পর্ক নেই।
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাকাউন্ট ও পেজ থেকে নানা রঙের সমন্বয়ে তৈরি একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, ছবিটি একজন জাপানি স্নায়ুবিজ্ঞানী তৈরি করেছেন। ছবিটির দিকে তাকিয়ে থাকার সময় যদি ছবিটি যদি স্থির মনে হয়, তাহলে তাকিয়ে থাকা ব্যক্তি মানসিকভাবে শান্ত। ছবিটি যদি ধীরে ধীরে সচল বলে মনে হয় তাহলে তাকিয়ে থাকা ব্যক্তি একটু চাপে আছেন, আর যদি ছবিটি দ্রুত চলে যায় তাহলে ওই ব্যক্তি মানসিকভাবে খুব ক্লান্ত।
এমন ছবি দিয়ে কি মানসিক সুস্থতা যাচাই করা যায়?
ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ অনুসন্ধানে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির ওয়েবসাইটে ২০১৮ সালের ২২ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এটি থেকে জানা যায়, ওই সময় ছবিটি এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) একই দাবিতে ভাইরাল হয়েছিল। তবে ভাইরাল ছবিটি অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম মাত্র। এর সঙ্গে মানসিক চাপ পরিমাপকের কোনো সম্পর্ক নেই। মূলত বেশিরভাগ মানুষের কাছে মনে হবে ছবিটি চলন্ত। প্রকৃতপক্ষে ছবিটি সম্পূর্ণ স্থির।
বিবিসির প্রতিবেদনটি থেকে জানা যায়, ছবিটি তৈরি করেছিলেন ইউক্রেনের ওলেক্সান্দ্রিয়ার ডিজাইনার ইউরি পেরেপাদিয়া। তিনি ২০১৬ সালে এটি আঁকেন এবং এটি সম্পন্ন করতে তাঁর প্রায় দুই ঘণ্টা সময় লেগেছিল।
ইউরি পেরেপাদিয়া বিবিসিকে জানান, মানুষের মানসিক চাপ পরিমাপের সঙ্গে ছবিটির কোনো সম্পর্ক নেই।
বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনের সূত্রে ইউরি পেরেপাদিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়। ইউরি পেরেপাদিয়া ২০১৮ সালের ১৯ নভেম্বর তাঁর অ্যাকাউন্টে ছবিটি নিয়ে একটি পোস্ট দেন। এতে তিনি লেখেন, ২০১৬ সালের ২৬ সেপ্টেম্বর অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে এই অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রমের ছবিটি তৈরি করেন তিনি। ছবিটি তৈরিতে তিনি ‘আকিয়োশি কিতাওকা’ ইফেক্ট ব্যবহার করেন। ইফেক্টটি রঙিন পটভূমিতে সাদা এবং কালো স্ট্রোকের সমন্বয়ে তৈরি। এই ইফেক্ট দৃষ্টির ফোকাসকে গতিশীল করে, ফলে একজন ব্যক্তির কাছে মনে হয় ছবিটি চলমান। এই ছবির সঙ্গে কোনো জাপানি স্নায়ুবিজ্ঞানীর সম্পর্ক নেই।
ইউরি পেরেপাদিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঘুরে এমন আরও ছবি খুঁজে পাওয়া যায়।
ছবিটি প্রসঙ্গে ভাইরাল দাবিটি প্রসঙ্গে রয়টার্স জানায়, ছবিটি আর্ট ওয়ার্ক বা শিল্পকর্ম। এটি এমনভাবে তৈরি করা হয়েছে, দেখে মনে হয় যেন, ছবির বস্তুটি চলমান। ফলে মানুষ অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রমে পড়ে যায়। এই ছবির সঙ্গে মানসিক চাপ পরিমাপকের কোনো সম্পর্ক নেই।
গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
১২ দিন আগেরাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
১৫ দিন আগেবিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৩০ জুন ২০২৫পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
২৯ জুন ২০২৫