ফ্যাক্টচেক /চুইংগাম গিলে ফেললেই বিপদ, পেটে থাকে ৭ বছর! আসলেই কি তাই
চুইংগাম খেতে ভালোবাসেন অনেকে। অনেককে দেখা যায়, সারা দিন মুখে চুইংগাম রাখেন। কিন্তু ভুল করে চুইংগাম গিলে ফেললে কী করবেন? অনেকেই হয়তো শুনেছেন, চুইংগাম গিলে ফেললে ঘটবে বিপত্তি, হজম হবে না, পেটে থেকে যাবে টানা সাত বছর!