ফ্যাক্টচেক ডেস্ক
পি কে হালদারের কথিত বান্ধবী অবন্তী বড়ালের ভুল ছবি ব্যবহার করছে সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা।
সাড়ে ৩ হাজার কোটি টাকা লুট করে বিদেশে পালিয়ে যাওয়া প্রশান্ত কুমার হালদারের (পিকে হালদার) বান্ধবী অবন্তিকা বড়ালকে ১৩ জানুয়ারি ধানমণ্ডি থেকে গ্রেফতার করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। এদিন তাকে পুলিশের বিশেষ জ্যাকেট পরিহিত অবস্থায় বিভিন্ন সংবাদমাধ্যমে দেখা যাচ্ছিল। মাস্ক পরিহিত অবন্তীর সাথে গণমাধ্যমকর্মীরা কথা বলার চেষ্টা করলেও তিনি মুখ খোলেননি। একই দিন ডেইলি স্টারে প্রকাশিত সংবাদে একটি চেয়ারে বসে থাকা তার একটি স্পষ্ট ছবি প্রকাশিত হয়। অন্যদিকে সারাবাংলা ডটকমে সানগ্লাস পরিহিত অপর একটি ছবি প্রকাশিত হয়। এই ছবিটি ফাইল ছবি হিসেবে আপলোড করা হয়।
গ্রেফতারের পর থেকেই অবন্তী বড়ালকে নিয়ে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক খবর ও ছবি প্রকাশ পেতে থাকে। এসময় চোখে সানগ্লাস ও আকাশি রঙের পোশাক পরিহিত ছবিটির সাথে মিলিয়ে অন্য আর একটি ছবি অবন্তীর ছবি হিসেবে ব্যবহার হতে থাকে। খালি চোখে দুটি ছবির মধ্যে কিছুটা সাদৃশ্যও খুঁজে পাওয়া যায়।
ফ্যাক্ট চেক বিভাগের অনুসন্ধানে জানা যায়, গণমাধ্যমে প্রকাশিত ছবিটি লেখক, সাংবাদিক লীনা দিলরুবার। বাংলাদেশ প্রতিদিন, আরটিভি, এটিএন নিউজ, যুগান্তরসহ বেশ কিছু সংবাদমাধ্যমে এই ছবি অবন্তী বড়ালের নামে ব্যবহার করা হয়। বর্তমানে গণমাধ্যমগুলো ছবিটি পরিবর্তন করেছে। তবে আজকের পত্রিকার ফ্যাক্ট চেক বিভাগে স্ক্রিনশটগুলো সংরক্ষিত আছে। সময়২৪, আজকের বাংলাদেশ পোস্ট, প্রবাসী বাংলা টিভি, ওয়ান নিউজসহ শতাধিক নিউজ পোর্টাল ও ইউটিউব চ্যানেলে ওই ছবিটি অবন্তীর ছবি হিসেবে ব্যবহার হতে থাকে।
আজকের পত্রিকার ফ্যাক্ট চেক টিমের সঙ্গে ফোনে কথা হয় লীনার। তিনি বলেন, তিনি বিডি নিউজে নিয়মিত লেখেন, সেখানে প্রোফাইল ছবি হিসেবে আলোচিত ওই ছবিটি ব্যবহার করা হচ্ছিল বেশ কিছুদিন আগে থেকেই। এ ছাড়া তিনি এই ছবিটি ফেসবুকেও আপলোড করেছিলেন। তবে অবন্তী বড়ালের ইস্যুতে অস্বস্তির কারণে তিনি দুটি মাধ্যমেই ছবিটি সরিয়ে ফেলেছেন। তবে ছবি আপলোডের সঠিক তারিখ জানা যায়নি।
গণমাধ্যমের এরকম ভুল কোনভাবেই কাম্য হতে পারে না বলেছেন লেখকের এক সময়ের সহকর্মী সাংবাদিক জাহীদ রেজা নুর। ১২ মার্চ একটি ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘সাংবাদিকতার কিছু নিয়ম-নীতি আছে। প্রথম যারা ছেপেছিল, তারা হয়তো ভুল করে ছাপতে পারে। কিন্তু পরে যারা ছাপল, তারাও কেউ যাচাই-বাছাই করল না? এত বড় সব অনুসন্ধানী রিপোর্টার!’
লীনা দিলরুবা দীর্ঘদিন প্রথম আলোর আলপিনে রম্য লেখক ছিলেন। কাজ করেছেন ভোরের কাগজেও। জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসুসহ আরও অনেক স্বনামধন্য কবি ও লেখককে নিয়ে নিয়মিত লিখছেন তিনি।
আরও পড়ুন ফ্যাক্টচেক:
পি কে হালদারের কথিত বান্ধবী অবন্তী বড়ালের ভুল ছবি ব্যবহার করছে সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা।
সাড়ে ৩ হাজার কোটি টাকা লুট করে বিদেশে পালিয়ে যাওয়া প্রশান্ত কুমার হালদারের (পিকে হালদার) বান্ধবী অবন্তিকা বড়ালকে ১৩ জানুয়ারি ধানমণ্ডি থেকে গ্রেফতার করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। এদিন তাকে পুলিশের বিশেষ জ্যাকেট পরিহিত অবস্থায় বিভিন্ন সংবাদমাধ্যমে দেখা যাচ্ছিল। মাস্ক পরিহিত অবন্তীর সাথে গণমাধ্যমকর্মীরা কথা বলার চেষ্টা করলেও তিনি মুখ খোলেননি। একই দিন ডেইলি স্টারে প্রকাশিত সংবাদে একটি চেয়ারে বসে থাকা তার একটি স্পষ্ট ছবি প্রকাশিত হয়। অন্যদিকে সারাবাংলা ডটকমে সানগ্লাস পরিহিত অপর একটি ছবি প্রকাশিত হয়। এই ছবিটি ফাইল ছবি হিসেবে আপলোড করা হয়।
গ্রেফতারের পর থেকেই অবন্তী বড়ালকে নিয়ে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক খবর ও ছবি প্রকাশ পেতে থাকে। এসময় চোখে সানগ্লাস ও আকাশি রঙের পোশাক পরিহিত ছবিটির সাথে মিলিয়ে অন্য আর একটি ছবি অবন্তীর ছবি হিসেবে ব্যবহার হতে থাকে। খালি চোখে দুটি ছবির মধ্যে কিছুটা সাদৃশ্যও খুঁজে পাওয়া যায়।
ফ্যাক্ট চেক বিভাগের অনুসন্ধানে জানা যায়, গণমাধ্যমে প্রকাশিত ছবিটি লেখক, সাংবাদিক লীনা দিলরুবার। বাংলাদেশ প্রতিদিন, আরটিভি, এটিএন নিউজ, যুগান্তরসহ বেশ কিছু সংবাদমাধ্যমে এই ছবি অবন্তী বড়ালের নামে ব্যবহার করা হয়। বর্তমানে গণমাধ্যমগুলো ছবিটি পরিবর্তন করেছে। তবে আজকের পত্রিকার ফ্যাক্ট চেক বিভাগে স্ক্রিনশটগুলো সংরক্ষিত আছে। সময়২৪, আজকের বাংলাদেশ পোস্ট, প্রবাসী বাংলা টিভি, ওয়ান নিউজসহ শতাধিক নিউজ পোর্টাল ও ইউটিউব চ্যানেলে ওই ছবিটি অবন্তীর ছবি হিসেবে ব্যবহার হতে থাকে।
আজকের পত্রিকার ফ্যাক্ট চেক টিমের সঙ্গে ফোনে কথা হয় লীনার। তিনি বলেন, তিনি বিডি নিউজে নিয়মিত লেখেন, সেখানে প্রোফাইল ছবি হিসেবে আলোচিত ওই ছবিটি ব্যবহার করা হচ্ছিল বেশ কিছুদিন আগে থেকেই। এ ছাড়া তিনি এই ছবিটি ফেসবুকেও আপলোড করেছিলেন। তবে অবন্তী বড়ালের ইস্যুতে অস্বস্তির কারণে তিনি দুটি মাধ্যমেই ছবিটি সরিয়ে ফেলেছেন। তবে ছবি আপলোডের সঠিক তারিখ জানা যায়নি।
গণমাধ্যমের এরকম ভুল কোনভাবেই কাম্য হতে পারে না বলেছেন লেখকের এক সময়ের সহকর্মী সাংবাদিক জাহীদ রেজা নুর। ১২ মার্চ একটি ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘সাংবাদিকতার কিছু নিয়ম-নীতি আছে। প্রথম যারা ছেপেছিল, তারা হয়তো ভুল করে ছাপতে পারে। কিন্তু পরে যারা ছাপল, তারাও কেউ যাচাই-বাছাই করল না? এত বড় সব অনুসন্ধানী রিপোর্টার!’
লীনা দিলরুবা দীর্ঘদিন প্রথম আলোর আলপিনে রম্য লেখক ছিলেন। কাজ করেছেন ভোরের কাগজেও। জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসুসহ আরও অনেক স্বনামধন্য কবি ও লেখককে নিয়ে নিয়মিত লিখছেন তিনি।
আরও পড়ুন ফ্যাক্টচেক:
পুলিশের সামনে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে—এই দাবিতে সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়ানো হয়েছে। একই ক্যাপশনে ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে ছড়ানো হয়েছে। ভিডিওটিতে একজন অর্ধনগ্ন ব্যক্তিকে আহত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। তাঁকে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি আঘাত
১০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রশংসা করছেন—এই দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এটি একই ক্যাপশনে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে পোস্ট করা হয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুলও একই ভিডিও
১ দিন আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জেলের ভেতরে মারা গেছেন—এই দাবিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তির ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ছবিটি একই ক্যাপশনে বিভিন্ন এক্স ও ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে। কথিত ওই বিজ্ঞপ্তির ছবিতে পাকিস্তান সরকারের লোগো রয়েছে এবং প্রকাশের তারিখ ১০
২ দিন আগে‘আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলা প্রত্যেকটা দল একাত্তরবিরোধী শক্তি’, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে এমন একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। মির্জা ফখরুলের ছবি ও ওই বক্তব্যসংবলিত একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডে একটি বেসরকারি টেলিভিশন ও একটি জাতীয়
২ দিন আগে