Ajker Patrika

'বিসিবির প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা সাকিবের নেই' - একথা বলেননি পাপন

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১৩: ৫৪
'বিসিবির প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা সাকিবের নেই' - একথা বলেননি পাপন

সম্প্রতি ক্রিকফ্রেঞ্জির ইউটিউব ও ফেসবুক পেজের লাইভে সাকিবের দেওয়া বক্তব্য নিয়ে দেশজুড়ে চলছে তোলপাড়। ২০ মার্চ রাতে প্রচার হওয়া লাইভে সাকিব শুধু বিসিবি প্রেসিডেন্ট হবার স্বপ্নই না, ইতিহাসের সেরা বোর্ড কর্তা হবেন বলেও মন্তব্য করেন।

অনলাইনে সাকিবের সেই ইন্টারভিউয়ের প্রেক্ষিতে বোর্ডের কর্তারা কি বলেন তা জানার জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করছে বাংলাদেশের মানুষ। এই সুযোগে কিছু অনলাইন গণমাধ্যম ভুয়া শিরোনাম দিয়ে সংবাদ প্রচার করে যাচ্ছে। 

এরকম একটি সাইট স্পোর্টস গসিপ। গত ২২ মার্চ প্রকাশিত সংবাদের শিরোনাম- ‘বিসিবির প্রেসিডেন্ট হতে যোগ্যতা লাগে, সেই যোগ্যতা সাকিবের নেই’। এরকম একটি শিরোনাম দেখে নেটিজনদের আগ্রহ তৈরি হওয়ারই কথা। তাই ২০ ঘন্টায় ২৬ হাজারের বেশি লাইক আর ১০৩ টি শেয়ারও কামিয়ে নিয়েছে সাইটটি। কমেন্ট বিশ্লেষণ করলে দেখা যায়, ফেসবুক ব্যবহারকারীরা বিশ্বাসও করেছে শিরোনামটি।

তবে নিউজ স্টোরিতে ঢুকে দেখা যায় সেখানে লেখা হয়েছে সাকিবের দেয়া ইন্টারভিউ সংক্রান্ত সাদামাটা সংবাদ। শিরোনামে পাপনের যে বক্তব্য দেয়া হয়েছে, সংবাদের কোন অংশেই তার কোন উল্লেখ নেই।
অপরদিকে প্রথমসারির বিভিন্ন গণমাধ্যমে গত দু’দিনের নিউজ অনুসন্ধান করে বোর্ড সভাপতি পাপনের এমন কোন বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত